দেশবাসীকে ধৈর্য ও সহিষ্ণুতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করতে হবে

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ১০:০৩:০১ অপরাহ্ন, শনিবার, ১৬ অক্টোবর ২০২১
  • / ২১৭ Time View

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেছেন,সচেতন দেশবাসীকে ধৈর্য ও সহিষ্ণুতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করতে হবে।।

শনিবার (১৬ অক্টোবর) নোয়াখালীর বেগমগঞ্জে মন্দির-দোকানপাট ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

হুইপ বলেন, লন্ডনের কাশিমবাজার কুঠিতে থাকা কথিত প্রধানমন্ত্রীর বিগড়ে যাওয়া সন্তানের পরিকল্পনায় বাংলাদেশকে অস্থিতিশীলের ষড়যন্ত্র হচ্ছে।

তিনি বলেন, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটি পরিকল্পনারই অংশ। হামলার ঘটনায় কেউ আইনের আওতার বাইরে থাকবে না বলেও উল্লেখ করেন আবু সাঈদ আল মাহমুদ স্বপন।

সুজিত রায় নন্দী

এ সময় বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী বলেন, আজকে যে সাম্প্রদায়িক অশুভ শক্তি ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টা করছে, যারা দেশের স্থিতিশীলতা নষ্ট করতে চায়, সেই অপশক্তির বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।

সুজিত রায় নন্দী বলেন, মুক্তিযুদ্ধের চেতনাকে যারা নৎসাত করতে চায়, অসাম্প্রদায়িক চিন্তা-চেতনাকে যারা ধূলিসাৎ করতে চায়, যারা আমাদের হাজার বছরের ইতিহাস-ঐতিহ্য, সাংস্কৃতিকে ভূলুণ্ঠিত করতে চায় সেই অপশক্তির বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। এই বাংলাদেশ কখনও অপশক্তির কাছে মাথানত করতে পারে না। সবসময় অন্যায়ের বিরুদ্ধে রুখে দাড়িয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন ” বাঙালি জাতি বীরের জাতি, এই জাতি কখনও মাথানাত করে না”।

এ সময় আরও উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ, অর্থ ও পরিকল্পনা সম্পাদক ওয়াসিকা আয়শা খান প্রমুখ।

প্রতিনিধি দলটি শনিবার বিকেলে বেগমগঞ্জের ক্ষতিগ্রস্ত মন্দির ও দোকানপাট পরিদর্শন করে। এসময় চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আনোয়ার হোসেন, নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য মামুনুর রশিদ কিরন, নোয়াখালীর জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান, পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহীন প্রমুখ উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আনোয়ার হোসেন সাংবাদিকদের জানান, বেগমগঞ্জে হামলার ঘটনায় এ পর্যন্ত ৪৩ জনকে আটক করা হয়েছে এবং প্রত্যেক ঘটনায় মামলা দায়ের করা হবে।

Tag :

Please Share This Post in Your Social Media

দেশবাসীকে ধৈর্য ও সহিষ্ণুতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করতে হবে

Update Time : ১০:০৩:০১ অপরাহ্ন, শনিবার, ১৬ অক্টোবর ২০২১

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেছেন,সচেতন দেশবাসীকে ধৈর্য ও সহিষ্ণুতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করতে হবে।।

শনিবার (১৬ অক্টোবর) নোয়াখালীর বেগমগঞ্জে মন্দির-দোকানপাট ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

হুইপ বলেন, লন্ডনের কাশিমবাজার কুঠিতে থাকা কথিত প্রধানমন্ত্রীর বিগড়ে যাওয়া সন্তানের পরিকল্পনায় বাংলাদেশকে অস্থিতিশীলের ষড়যন্ত্র হচ্ছে।

তিনি বলেন, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটি পরিকল্পনারই অংশ। হামলার ঘটনায় কেউ আইনের আওতার বাইরে থাকবে না বলেও উল্লেখ করেন আবু সাঈদ আল মাহমুদ স্বপন।

সুজিত রায় নন্দী

এ সময় বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী বলেন, আজকে যে সাম্প্রদায়িক অশুভ শক্তি ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টা করছে, যারা দেশের স্থিতিশীলতা নষ্ট করতে চায়, সেই অপশক্তির বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।

সুজিত রায় নন্দী বলেন, মুক্তিযুদ্ধের চেতনাকে যারা নৎসাত করতে চায়, অসাম্প্রদায়িক চিন্তা-চেতনাকে যারা ধূলিসাৎ করতে চায়, যারা আমাদের হাজার বছরের ইতিহাস-ঐতিহ্য, সাংস্কৃতিকে ভূলুণ্ঠিত করতে চায় সেই অপশক্তির বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। এই বাংলাদেশ কখনও অপশক্তির কাছে মাথানত করতে পারে না। সবসময় অন্যায়ের বিরুদ্ধে রুখে দাড়িয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন ” বাঙালি জাতি বীরের জাতি, এই জাতি কখনও মাথানাত করে না”।

এ সময় আরও উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ, অর্থ ও পরিকল্পনা সম্পাদক ওয়াসিকা আয়শা খান প্রমুখ।

প্রতিনিধি দলটি শনিবার বিকেলে বেগমগঞ্জের ক্ষতিগ্রস্ত মন্দির ও দোকানপাট পরিদর্শন করে। এসময় চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আনোয়ার হোসেন, নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য মামুনুর রশিদ কিরন, নোয়াখালীর জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান, পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহীন প্রমুখ উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আনোয়ার হোসেন সাংবাদিকদের জানান, বেগমগঞ্জে হামলার ঘটনায় এ পর্যন্ত ৪৩ জনকে আটক করা হয়েছে এবং প্রত্যেক ঘটনায় মামলা দায়ের করা হবে।