দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ অব্যাহত থাকবে: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ১২:৩৪:১১ অপরাহ্ন, সোমবার, ১২ ফেব্রুয়ারী ২০২৪
  • / ৫০ Time View

দেশকে সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক থেকে রক্ষা করতে চায় সরকার। দুর্নীতির বিরুদ্ধে সরকারের যুদ্ধ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসব বিষয়ে দায়িত্ব অব্যাহত রাখতে আনসার বাহিনীকে আহ্বান জানিয়েছেন তিনি।

সোমবার (১২ ফেব্রুয়ারি) গাজীপুরের সফিপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৪তম জাতীয় সমাবেশে এ কথা জানান তিনি।

আনসার বাহিনী সম্পর্কে এ সময় প্রধানমন্ত্রী বলেন, হরতাল-অবরোধে আগুনসন্ত্রাস প্রতিরোধ ও জাতীয় সম্পদ রক্ষায় এ বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। দেশের যেকোনো জরুরি প্রয়োজনে এ বাহিনী অবদান রাখছে।

সরকারপ্রধান বলেন, উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশের যাত্রা শুরু হবে। তাই দেশের প্রতিটি বাহিনী স্মার্টবাহিনী হিসেবে গড়ে উঠবে। দেশের প্রতিটি গ্রামকে নিরাপদ এবং স্মার্ট গ্রাম গড়ে তুলতে সরকার কাজ করছে বলেও জানান প্রধানমন্ত্রী।

Tag :

Please Share This Post in Your Social Media

দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ অব্যাহত থাকবে: প্রধানমন্ত্রী

Update Time : ১২:৩৪:১১ অপরাহ্ন, সোমবার, ১২ ফেব্রুয়ারী ২০২৪

দেশকে সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক থেকে রক্ষা করতে চায় সরকার। দুর্নীতির বিরুদ্ধে সরকারের যুদ্ধ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসব বিষয়ে দায়িত্ব অব্যাহত রাখতে আনসার বাহিনীকে আহ্বান জানিয়েছেন তিনি।

সোমবার (১২ ফেব্রুয়ারি) গাজীপুরের সফিপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৪তম জাতীয় সমাবেশে এ কথা জানান তিনি।

আনসার বাহিনী সম্পর্কে এ সময় প্রধানমন্ত্রী বলেন, হরতাল-অবরোধে আগুনসন্ত্রাস প্রতিরোধ ও জাতীয় সম্পদ রক্ষায় এ বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। দেশের যেকোনো জরুরি প্রয়োজনে এ বাহিনী অবদান রাখছে।

সরকারপ্রধান বলেন, উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশের যাত্রা শুরু হবে। তাই দেশের প্রতিটি বাহিনী স্মার্টবাহিনী হিসেবে গড়ে উঠবে। দেশের প্রতিটি গ্রামকে নিরাপদ এবং স্মার্ট গ্রাম গড়ে তুলতে সরকার কাজ করছে বলেও জানান প্রধানমন্ত্রী।