দুর্নীতিবাজদের বিরুদ্ধে আরো শক্ত অভিযান : দুদক চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০৯:৩৭:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২০
  • / ১৩৮ Time View
নিজস্ব প্রতিনিধিঃ

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, দেশের চিহ্নিত দুর্নীতিবাজদের বিরুদ্ধে আরো জোরদার অভিযান চালানো হবে। দেশ ও জনগণের কল্যাণেই দুর্নীতিবাজদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। আজ শুক্রবার দুদকের এক ভার্চুয়াল সভায় এ কথা বলেন তিনি।

দুদক কর্মকর্তাদের উদ্দেশে চেয়ারম্যান বলেন, দুদকের ১৮ জনের বেশি কর্মকর্তা করোনায় আক্রান্ত। দুজন দক্ষ কর্মকর্তা মারা গেছেন। সবাই স্বাস্থ্যবিধি মেনে দায়িত্ব পালন করবেন। প্রয়োজনে বাসায় বসে অনুসন্ধান ও তদন্ত কার্যক্রম পরিচালনা করবেন।

ইকবাল মাহমুদ বলেন, ২০১৯ সালে কমিশনের ১১টি মানিলন্ডারিং মামলার ১১টিতেই অপরাধীদের সাজা হয়েছে। ২০১৮ সালেও শতভাগ মামলায় সাজা হয়েছিল। এককভাবে যখন দুদক মানিলন্ডারিং মামলা করতো তখন অসংখ্য মামলা দায়ের হয়েছে। অসংখ্য অপরাধীর শাস্তি হয়েছে।

দুদক চেয়ারম্যান বলেন, দেশের অর্থ পাচার বন্ধে দ্রুত সময়ে পাচারকারীদের বিরুদ্ধে মামলা করে অপরাধলব্ধ সম্পদ উদ্ধার করতে হবে। এ ক্ষেত্রে বিএফআইইউ, সিআইডি, জাতীয় রাজস্ব বোর্ডসহ অন্যান্য সংস্থার মধ্যে নিবিড় সমন্বয় থাকতে হবে।

Tag :

Please Share This Post in Your Social Media

দুর্নীতিবাজদের বিরুদ্ধে আরো শক্ত অভিযান : দুদক চেয়ারম্যান

Update Time : ০৯:৩৭:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২০
নিজস্ব প্রতিনিধিঃ

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, দেশের চিহ্নিত দুর্নীতিবাজদের বিরুদ্ধে আরো জোরদার অভিযান চালানো হবে। দেশ ও জনগণের কল্যাণেই দুর্নীতিবাজদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। আজ শুক্রবার দুদকের এক ভার্চুয়াল সভায় এ কথা বলেন তিনি।

দুদক কর্মকর্তাদের উদ্দেশে চেয়ারম্যান বলেন, দুদকের ১৮ জনের বেশি কর্মকর্তা করোনায় আক্রান্ত। দুজন দক্ষ কর্মকর্তা মারা গেছেন। সবাই স্বাস্থ্যবিধি মেনে দায়িত্ব পালন করবেন। প্রয়োজনে বাসায় বসে অনুসন্ধান ও তদন্ত কার্যক্রম পরিচালনা করবেন।

ইকবাল মাহমুদ বলেন, ২০১৯ সালে কমিশনের ১১টি মানিলন্ডারিং মামলার ১১টিতেই অপরাধীদের সাজা হয়েছে। ২০১৮ সালেও শতভাগ মামলায় সাজা হয়েছিল। এককভাবে যখন দুদক মানিলন্ডারিং মামলা করতো তখন অসংখ্য মামলা দায়ের হয়েছে। অসংখ্য অপরাধীর শাস্তি হয়েছে।

দুদক চেয়ারম্যান বলেন, দেশের অর্থ পাচার বন্ধে দ্রুত সময়ে পাচারকারীদের বিরুদ্ধে মামলা করে অপরাধলব্ধ সম্পদ উদ্ধার করতে হবে। এ ক্ষেত্রে বিএফআইইউ, সিআইডি, জাতীয় রাজস্ব বোর্ডসহ অন্যান্য সংস্থার মধ্যে নিবিড় সমন্বয় থাকতে হবে।