দিনভর নাটকীয়তা শেষে অভিযোগ প্রত্যাহার করলেন সেই নারী!

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০২:২৪:০১ অপরাহ্ন, শনিবার, ৩০ জুলাই ২০২২
  • / ২০৮ Time View

এনামুল হক, সুন্দরগঞ্জ(গাইবান্ধা) প্রতিনিধি:

গাইবান্ধার সুন্দরগঞ্জে ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হয়ে শারিরীক নির্যাতনের অভিযোগে থানায় লিখিত অভিযোগ করেন আকলিমা বেগম নামে এক গৃহবধূ। দিনভর নানা নাটকীয়তা শেষে সেই অভিযোগ প্রত্যাহার করেন তিনি।

শুক্রবার বিকেলে উপজেলার সর্বানন্দ ইউনিয়নের উত্তর সাহাবাজ গ্রামের শামীম আকন্দের স্ত্রী আকলিমা বেগম থানায় দায়েরকৃত অভিযোগ প্রত্যাহারের আবেদন করেন।

এর আগে, বৃহস্পতিবার রাতে প্রতিবেশী আরাফাত মিয়া (২২) নামে এক যুবকের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হয়ে শারিরীক নির্যাতনের অভিযোগে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই গৃহবধূ। আরাফাত একই গ্রামের অধ্যক্ষ ইমান হোসেনের ছেলে।

জানা যায়, গত ২৮ জুলাই গৃহবধূ আকলিমা বেগম জাতীয় জরুরী সেবা ‘৯৯৯’- এ কল করে ধর্ষণ চেষ্টা ও মারপিটের অভিযোগ করেন। তাৎক্ষণিকভাবে পুলিশ এসে অভিযোগকারী আকলিমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান। পরে আকলিমা বেগম বাদী হয়ে আরাফাত মিয়ার বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। হাসপাতালে ভর্তির ১৪ ঘণ্টার মাথায় গৃহবধূ নতুন করে আবারো থানায় গিয়ে অভিযোগ প্রত্যাহারের আবেদন করেন।

অভিযোগ প্রত্যাহারের আবেদন সূত্রে জানা যায়, একই এলাকার তৃতীয় পক্ষের কু-প্ররোচনায় গৃহবধূ আরাফাত মিয়ার বিরুদ্ধে থানায় ধর্ষণ চেষ্টাসহ মারপিট ও শ্লীলতাহানির মিথ্যা অভিযোগ করেন। নিজের ভুল বুঝতে পেরে আকলিমা বেগম অভিযোগ প্রত্যাহার করেন বলে জানা গেছে।

থানা অফিসার ইনচার্জ সরকার ইফতেখারুল মোকাদ্দেম অভিযোগ প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, হাসপাতালে ভর্তি অবস্থায় আকলিমা বেগম নাটকীয়তার সমীকরণ সাজিয়ে সাংবাদিকদের বলেন, ‘আমাকে বাড়িতে একা পেয়ে আরাফাত জোর-জবরদস্তি করে ধর্ষণের চেষ্টা করে। আমি আত্মরক্ষার জন্য আরাফাতকে আঘাত করি। এসময় ধর্ষণে ব্যর্থ হয়ে সে আমাকে মারপিট করেন। তখন ইজ্জত রক্ষার জন্য ‘৯৯৯’ কল করি। পরে পুলিশ আমাকে উদ্ধার করে।

তিনি আরও বলেন, ‘ওর হাত থেকে বাঁচতে চাই। আমাকে রাস্তা-ঘাটে খুব বিরক্ত করে। আমার স্বামী ঢাকায় থাকে, আমি নিরাপত্তা চাই।

Tag :

Please Share This Post in Your Social Media

দিনভর নাটকীয়তা শেষে অভিযোগ প্রত্যাহার করলেন সেই নারী!

Update Time : ০২:২৪:০১ অপরাহ্ন, শনিবার, ৩০ জুলাই ২০২২

এনামুল হক, সুন্দরগঞ্জ(গাইবান্ধা) প্রতিনিধি:

গাইবান্ধার সুন্দরগঞ্জে ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হয়ে শারিরীক নির্যাতনের অভিযোগে থানায় লিখিত অভিযোগ করেন আকলিমা বেগম নামে এক গৃহবধূ। দিনভর নানা নাটকীয়তা শেষে সেই অভিযোগ প্রত্যাহার করেন তিনি।

শুক্রবার বিকেলে উপজেলার সর্বানন্দ ইউনিয়নের উত্তর সাহাবাজ গ্রামের শামীম আকন্দের স্ত্রী আকলিমা বেগম থানায় দায়েরকৃত অভিযোগ প্রত্যাহারের আবেদন করেন।

এর আগে, বৃহস্পতিবার রাতে প্রতিবেশী আরাফাত মিয়া (২২) নামে এক যুবকের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হয়ে শারিরীক নির্যাতনের অভিযোগে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই গৃহবধূ। আরাফাত একই গ্রামের অধ্যক্ষ ইমান হোসেনের ছেলে।

জানা যায়, গত ২৮ জুলাই গৃহবধূ আকলিমা বেগম জাতীয় জরুরী সেবা ‘৯৯৯’- এ কল করে ধর্ষণ চেষ্টা ও মারপিটের অভিযোগ করেন। তাৎক্ষণিকভাবে পুলিশ এসে অভিযোগকারী আকলিমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান। পরে আকলিমা বেগম বাদী হয়ে আরাফাত মিয়ার বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। হাসপাতালে ভর্তির ১৪ ঘণ্টার মাথায় গৃহবধূ নতুন করে আবারো থানায় গিয়ে অভিযোগ প্রত্যাহারের আবেদন করেন।

অভিযোগ প্রত্যাহারের আবেদন সূত্রে জানা যায়, একই এলাকার তৃতীয় পক্ষের কু-প্ররোচনায় গৃহবধূ আরাফাত মিয়ার বিরুদ্ধে থানায় ধর্ষণ চেষ্টাসহ মারপিট ও শ্লীলতাহানির মিথ্যা অভিযোগ করেন। নিজের ভুল বুঝতে পেরে আকলিমা বেগম অভিযোগ প্রত্যাহার করেন বলে জানা গেছে।

থানা অফিসার ইনচার্জ সরকার ইফতেখারুল মোকাদ্দেম অভিযোগ প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, হাসপাতালে ভর্তি অবস্থায় আকলিমা বেগম নাটকীয়তার সমীকরণ সাজিয়ে সাংবাদিকদের বলেন, ‘আমাকে বাড়িতে একা পেয়ে আরাফাত জোর-জবরদস্তি করে ধর্ষণের চেষ্টা করে। আমি আত্মরক্ষার জন্য আরাফাতকে আঘাত করি। এসময় ধর্ষণে ব্যর্থ হয়ে সে আমাকে মারপিট করেন। তখন ইজ্জত রক্ষার জন্য ‘৯৯৯’ কল করি। পরে পুলিশ আমাকে উদ্ধার করে।

তিনি আরও বলেন, ‘ওর হাত থেকে বাঁচতে চাই। আমাকে রাস্তা-ঘাটে খুব বিরক্ত করে। আমার স্বামী ঢাকায় থাকে, আমি নিরাপত্তা চাই।