দায়িত্ব পালনে সাংবাদিকদেরকে সর্বাবস্থায় সহযোগিতা করার নির্দেশনা ঢাবি ছাত্রলীগের

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০১:৪৯:৫৭ অপরাহ্ন, সোমবার, ২০ ফেব্রুয়ারী ২০২৩
  • / ১৪৮ Time View

জাননাহ, ঢাবি প্রতিনিধি: 

সংবাদমাধ্যমে কর্মরত সাংবাদিকদের দায়িত্ব পালনে নেতাকর্মীদের সর্বাবস্থায় সহযোগিতা করার নির্দেশনা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।

রোববার (১৯ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন ও সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন নির্দেশনা দেওয়া হয়।

শিক্ষার্থীদের কাছে ‘অনুকরণীয় এবং নির্ভরশীল’ বন্ধু হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে কর্মীদের উদ্দেশ্যে দেওয়া ঢাবি ছাত্রলীগের সাংগঠনিক নির্দেশনাগুলো হলো—

১. সাংগঠনিক কর্মসূচি ও নির্দেশনার বাহিরে ব্যক্তিগত ও দলবদ্ধভাবে যে কোন কর্মকাণ্ডে জড়িত হওয়া থেকে বিরত থাকতে হবে।

২. বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও আবাসিক হলগুলোতে শতভাগ শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে উদ্যোগী হতে হবে। পরিবেশ নষ্ট হতে পারে এমন কোন কর্মকাণ্ডের সাথে জড়িত হওয়া যাবে না।

৩. ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের শিক্ষা উন্নয়ন ও গবেষণা, সামাজিক-সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা ও শিল্পচর্চার অন্যতম কেন্দ্র হিসেবে সুপরিচিত। এরকম প্রতিটি উদ্যোগ-আয়োজন সফলভাবে সম্পন্ন করতে ছাত্রলীগের কর্মীদের স্বতঃস্ফূর্ত স্বেচ্ছাসেবক হিসেবে ভূমিকা রাখতে হবে।

৪. বিশ্ববিদ্যালয়ের প্রাকৃতিক পরিবেশ নির্মল-মনোরম রাখতে সকল প্রকার ব্যক্তিগত ব্যানার, ফেস্টুন ব্যবহার থেকে বিরত থাকতে হবে।

৫. মোটর বাইক শোডাউন, উচ্চ শব্দে হর্ন বাজানো, সাউন্ড সিস্টেমের মাত্রাতিরিক্ত ব্যবহার করা যাবে না।

৬. আবাসিক হলগুলোতে শিক্ষার পরিবেশ উন্নতকরণে, সুশৃঙ্খল আবাসন ও স্বাস্থ্যসম্মত খাদ্য নিশ্চিতকরণে ভূমিকা রাখতে হবে।

৭. বিশ্ববিদ্যালয় পরিমণ্ডলে ক্রিয়াশীল অপরাপর প্রগতিশীল ছাত্র সংগঠন, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, বাস কমিটি প্রভৃতির সাথে সহযোগিতাপূর্ণ সম্পর্ক ও সদ্ভাব বজায় রাখতে হবে।

৮. গণমাধ্যমে কর্মরত সাংবাদিক বন্ধুদের দায়িত্ব পালনে সর্বাবস্থায় সহযোগিতা করতে হবে।

৯. ধর্মীয় উগ্রবাদ, সাম্প্রদায়িকতা, মৌলবাদ-জঙ্গীবাদ-সন্ত্রাসী কর্মকাণ্ড, গুজব ও বিভ্রান্তি ছড়ানো, অপরাধমূলক প্রবণতা, মাদক সংশ্লিষ্টতার সাথে জড়িত শিক্ষার্থীদের বিষয়ে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সহযোগিতা করতে হবে।

১০. সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থী, নিরাপত্তা বিঘ্নকারী, বেআইনী, ইভটিজিং, র‍্যাগিং ইত্যাদি কর্মকাণ্ডের সাথে কোনভাবেই জড়িত হওয়া যাবে না।

এ ব্যাপারে ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত বলেন, আমরা যারা রাজনীতি করি আর যারা সাংবাদিকতা করে আমাদের একটাই লক্ষ্য। আমরা মানুষের জন্য কাজ করি। আমাদের নেতাকর্মীরা যাতে সাংবাদিকদের সাথে সমন্বয় করে সহযোগিতা করে সেজন্য আমাদের এই নির্দেশনা। সম্প্রতি আমাদের কিছু নেতাকর্মীর সাথে সাংবাদিকদের মনোমালিন্য ও ভুল বুঝাবুঝি হয়েছে, আমরা সেটা আর চাই না। সাংবাদিকরা আমাদের সহযোগিতা করছে, আমরাও তাদের সহযোগিতা করব। এ ধরনের দৃষ্টিভঙ্গি আমাদের থাকা উচিত।

Tag :

Please Share This Post in Your Social Media

দায়িত্ব পালনে সাংবাদিকদেরকে সর্বাবস্থায় সহযোগিতা করার নির্দেশনা ঢাবি ছাত্রলীগের

Update Time : ০১:৪৯:৫৭ অপরাহ্ন, সোমবার, ২০ ফেব্রুয়ারী ২০২৩

জাননাহ, ঢাবি প্রতিনিধি: 

সংবাদমাধ্যমে কর্মরত সাংবাদিকদের দায়িত্ব পালনে নেতাকর্মীদের সর্বাবস্থায় সহযোগিতা করার নির্দেশনা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।

রোববার (১৯ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন ও সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন নির্দেশনা দেওয়া হয়।

শিক্ষার্থীদের কাছে ‘অনুকরণীয় এবং নির্ভরশীল’ বন্ধু হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে কর্মীদের উদ্দেশ্যে দেওয়া ঢাবি ছাত্রলীগের সাংগঠনিক নির্দেশনাগুলো হলো—

১. সাংগঠনিক কর্মসূচি ও নির্দেশনার বাহিরে ব্যক্তিগত ও দলবদ্ধভাবে যে কোন কর্মকাণ্ডে জড়িত হওয়া থেকে বিরত থাকতে হবে।

২. বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও আবাসিক হলগুলোতে শতভাগ শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে উদ্যোগী হতে হবে। পরিবেশ নষ্ট হতে পারে এমন কোন কর্মকাণ্ডের সাথে জড়িত হওয়া যাবে না।

৩. ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের শিক্ষা উন্নয়ন ও গবেষণা, সামাজিক-সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা ও শিল্পচর্চার অন্যতম কেন্দ্র হিসেবে সুপরিচিত। এরকম প্রতিটি উদ্যোগ-আয়োজন সফলভাবে সম্পন্ন করতে ছাত্রলীগের কর্মীদের স্বতঃস্ফূর্ত স্বেচ্ছাসেবক হিসেবে ভূমিকা রাখতে হবে।

৪. বিশ্ববিদ্যালয়ের প্রাকৃতিক পরিবেশ নির্মল-মনোরম রাখতে সকল প্রকার ব্যক্তিগত ব্যানার, ফেস্টুন ব্যবহার থেকে বিরত থাকতে হবে।

৫. মোটর বাইক শোডাউন, উচ্চ শব্দে হর্ন বাজানো, সাউন্ড সিস্টেমের মাত্রাতিরিক্ত ব্যবহার করা যাবে না।

৬. আবাসিক হলগুলোতে শিক্ষার পরিবেশ উন্নতকরণে, সুশৃঙ্খল আবাসন ও স্বাস্থ্যসম্মত খাদ্য নিশ্চিতকরণে ভূমিকা রাখতে হবে।

৭. বিশ্ববিদ্যালয় পরিমণ্ডলে ক্রিয়াশীল অপরাপর প্রগতিশীল ছাত্র সংগঠন, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, বাস কমিটি প্রভৃতির সাথে সহযোগিতাপূর্ণ সম্পর্ক ও সদ্ভাব বজায় রাখতে হবে।

৮. গণমাধ্যমে কর্মরত সাংবাদিক বন্ধুদের দায়িত্ব পালনে সর্বাবস্থায় সহযোগিতা করতে হবে।

৯. ধর্মীয় উগ্রবাদ, সাম্প্রদায়িকতা, মৌলবাদ-জঙ্গীবাদ-সন্ত্রাসী কর্মকাণ্ড, গুজব ও বিভ্রান্তি ছড়ানো, অপরাধমূলক প্রবণতা, মাদক সংশ্লিষ্টতার সাথে জড়িত শিক্ষার্থীদের বিষয়ে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সহযোগিতা করতে হবে।

১০. সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থী, নিরাপত্তা বিঘ্নকারী, বেআইনী, ইভটিজিং, র‍্যাগিং ইত্যাদি কর্মকাণ্ডের সাথে কোনভাবেই জড়িত হওয়া যাবে না।

এ ব্যাপারে ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত বলেন, আমরা যারা রাজনীতি করি আর যারা সাংবাদিকতা করে আমাদের একটাই লক্ষ্য। আমরা মানুষের জন্য কাজ করি। আমাদের নেতাকর্মীরা যাতে সাংবাদিকদের সাথে সমন্বয় করে সহযোগিতা করে সেজন্য আমাদের এই নির্দেশনা। সম্প্রতি আমাদের কিছু নেতাকর্মীর সাথে সাংবাদিকদের মনোমালিন্য ও ভুল বুঝাবুঝি হয়েছে, আমরা সেটা আর চাই না। সাংবাদিকরা আমাদের সহযোগিতা করছে, আমরাও তাদের সহযোগিতা করব। এ ধরনের দৃষ্টিভঙ্গি আমাদের থাকা উচিত।