দক্ষিণ চীন সাগরের পানি ছিটিয়ে বিবাদে জড়াল চীনা ও ফিলিপিনো জাহাজ

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০৭:১৫:১৭ অপরাহ্ন, রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩
  • / ৭৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক

দক্ষিণ চীন সাগরে বিতর্কিত জলসীমায় চীন ও ফিলিপাইনের জাহাজের সংঘর্ষ ঘটেছে। এ ঘটনার ফলে জলসীমার নিয়ন্ত্রণ নিয়ে উত্তেজনা আবার তীব্র হয়েছে। রোববার (১০ ডিসেম্বর) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ফিলিপাইনের কোস্ট গার্ডের অভিযোগ, চীনের একটি জাহাজ থেকে তাদের জাহাজে জলকামান দিয়ে পানি ছোড়া হয়েছে। পরে এটিকে উদ্ধারে যাওয়া জাহাজকেও ধাক্কা দিয়েছে তাদের জাহাজ। দেশটির দাবি, এ ঘটনায় তাদের একটি জাহাজের ইঞ্জিনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

অন্যদিকে চীনের অভিযোগ, ফিলিপাইনের জাহাজটি তাদের জাহাজকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ধাক্কা দিয়েছে।

দক্ষিণ চীনের সাগরের প্রায় সমুদয় অংশের মালিকানা দাবি করে আসছে চীন। এ নৌপথে বার্ষিক ৩ ট্রিলিয়ন ডলারের নৌ বাণিজ্য হয়ে থাকে। তবে এ নৌপথে ফিলিপাইন, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও ব্রুনাইয়ের মালিকানা রয়েছে। ২০১৬ সালে স্থায়ী সালিশি আদালত জানায় যে, চীনের এ দাবির কোনো ভিত্তি নেই।

শনিবার ফিলিপাইন অভিযোগ করে যে, চীন তাদের একটি জাহাজে জলকামান দিয়ে পানি নিক্ষেপ করে বেআইনি ও আগ্রাসী আচরণ করেছ। দেশটির রাষ্ট্রীয় মালিকানাধীন ও বেসরকারিভাবে পরিচালিত একটি মাছ ধরার জাহাজে এ আচরণ করে চীন। অন্যদিকে বেইজিং তাদের আচরণকে নিয়ন্ত্রণ ব্যবস্থার পদক্ষেপ বলে উল্লেখ করেছে।

রোববারের ঘটনার বিষয়ে বিবৃতি দিয়েছে চীনের কোস্ট গার্ড। তারা বলছে, দুটি ফিলিপাইনের জাহাজ তাদের নির্দেশনা অমান্য করেছে এবং তারা বেআইনিভাবে চীন সরকারের অনুমোদন ছাড়া পানিসীমায় রেনাই রিফের কাছাকাছি চলে আসে।

ফিলিপাইন সরকারে টাস্কফোর্স চীনের এমন আচরণের নিন্দা জানিয়েছে। তারা বিষয়টি নিয়ে শান্তিপূর্ণ আলোচনারও আহ্বান জানিয়েছে।

পশ্চিম ফিলিপাইন সাগরে জাতীয় টাস্কফোর্স জানিয়েছে, কোস্টগার্ডের একটি জাহাজ তাদের অপর জাহাজ বিআরপি কাবরাকে টেনে নিয়ে যাচ্ছিল। এ সময় চীনের ছোড়া জলকামানের আঘাতে জাহাজটির ইঞ্জিন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

দক্ষিণ চীন সাগরের পানি ছিটিয়ে বিবাদে জড়াল চীনা ও ফিলিপিনো জাহাজ

Update Time : ০৭:১৫:১৭ অপরাহ্ন, রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক

দক্ষিণ চীন সাগরে বিতর্কিত জলসীমায় চীন ও ফিলিপাইনের জাহাজের সংঘর্ষ ঘটেছে। এ ঘটনার ফলে জলসীমার নিয়ন্ত্রণ নিয়ে উত্তেজনা আবার তীব্র হয়েছে। রোববার (১০ ডিসেম্বর) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ফিলিপাইনের কোস্ট গার্ডের অভিযোগ, চীনের একটি জাহাজ থেকে তাদের জাহাজে জলকামান দিয়ে পানি ছোড়া হয়েছে। পরে এটিকে উদ্ধারে যাওয়া জাহাজকেও ধাক্কা দিয়েছে তাদের জাহাজ। দেশটির দাবি, এ ঘটনায় তাদের একটি জাহাজের ইঞ্জিনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

অন্যদিকে চীনের অভিযোগ, ফিলিপাইনের জাহাজটি তাদের জাহাজকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ধাক্কা দিয়েছে।

দক্ষিণ চীনের সাগরের প্রায় সমুদয় অংশের মালিকানা দাবি করে আসছে চীন। এ নৌপথে বার্ষিক ৩ ট্রিলিয়ন ডলারের নৌ বাণিজ্য হয়ে থাকে। তবে এ নৌপথে ফিলিপাইন, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও ব্রুনাইয়ের মালিকানা রয়েছে। ২০১৬ সালে স্থায়ী সালিশি আদালত জানায় যে, চীনের এ দাবির কোনো ভিত্তি নেই।

শনিবার ফিলিপাইন অভিযোগ করে যে, চীন তাদের একটি জাহাজে জলকামান দিয়ে পানি নিক্ষেপ করে বেআইনি ও আগ্রাসী আচরণ করেছ। দেশটির রাষ্ট্রীয় মালিকানাধীন ও বেসরকারিভাবে পরিচালিত একটি মাছ ধরার জাহাজে এ আচরণ করে চীন। অন্যদিকে বেইজিং তাদের আচরণকে নিয়ন্ত্রণ ব্যবস্থার পদক্ষেপ বলে উল্লেখ করেছে।

রোববারের ঘটনার বিষয়ে বিবৃতি দিয়েছে চীনের কোস্ট গার্ড। তারা বলছে, দুটি ফিলিপাইনের জাহাজ তাদের নির্দেশনা অমান্য করেছে এবং তারা বেআইনিভাবে চীন সরকারের অনুমোদন ছাড়া পানিসীমায় রেনাই রিফের কাছাকাছি চলে আসে।

ফিলিপাইন সরকারে টাস্কফোর্স চীনের এমন আচরণের নিন্দা জানিয়েছে। তারা বিষয়টি নিয়ে শান্তিপূর্ণ আলোচনারও আহ্বান জানিয়েছে।

পশ্চিম ফিলিপাইন সাগরে জাতীয় টাস্কফোর্স জানিয়েছে, কোস্টগার্ডের একটি জাহাজ তাদের অপর জাহাজ বিআরপি কাবরাকে টেনে নিয়ে যাচ্ছিল। এ সময় চীনের ছোড়া জলকামানের আঘাতে জাহাজটির ইঞ্জিন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।