ঢাবি জগন্নাথ হল ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন মিঠু চন্দ্র শীল

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০২:০০:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ নভেম্বর ২০২২
  • / ৪১০ Time View

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল শাখা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

জগন্নাথ হল ছাত্রলীগের এ কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন চাঁদপুরের কৃতি সন্তান মিঠু চন্দ্র শীল ।

মঙ্গলবার (১৫ নভেম্বর) ঢাবি ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়েছে।

কাজল দাসকে সভাপতি ও অতনু বর্মণকে সাধারণ সম্পাদক করে মোট ২৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

মিঠু চন্দ্র শীল ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হল ছাত্র সংসদের সাবেক সদস্য এবং হল শাখা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক। এছাড়াও মিঠু ঢাবি সহ বিভিন্ন সামাজিক ও মানবিক সংগঠনের নেতৃত্ব দিচ্ছেন। তিনি চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়নে জন্ম গ্রহণ করেন।

মিঠু চন্দ্র শীল বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে,মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার বিশ্বস্ত হাতিয়ার হিসেবে আমার উপর অর্পিত সকল দায়িত্ব আদর্শের সহিত আমি আমার জীবন দিয়ে হলেও পালন করবো। তিনি এসময় সকলের কাছে দোয়া ও আশীবাদ চেয়েছেন।

Please Share This Post in Your Social Media

ঢাবি জগন্নাথ হল ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন মিঠু চন্দ্র শীল

Update Time : ০২:০০:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ নভেম্বর ২০২২

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল শাখা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

জগন্নাথ হল ছাত্রলীগের এ কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন চাঁদপুরের কৃতি সন্তান মিঠু চন্দ্র শীল ।

মঙ্গলবার (১৫ নভেম্বর) ঢাবি ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়েছে।

কাজল দাসকে সভাপতি ও অতনু বর্মণকে সাধারণ সম্পাদক করে মোট ২৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

মিঠু চন্দ্র শীল ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হল ছাত্র সংসদের সাবেক সদস্য এবং হল শাখা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক। এছাড়াও মিঠু ঢাবি সহ বিভিন্ন সামাজিক ও মানবিক সংগঠনের নেতৃত্ব দিচ্ছেন। তিনি চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়নে জন্ম গ্রহণ করেন।

মিঠু চন্দ্র শীল বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে,মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার বিশ্বস্ত হাতিয়ার হিসেবে আমার উপর অর্পিত সকল দায়িত্ব আদর্শের সহিত আমি আমার জীবন দিয়ে হলেও পালন করবো। তিনি এসময় সকলের কাছে দোয়া ও আশীবাদ চেয়েছেন।