ঢাবিতে আবারও ককটেল বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ১২:২৩:১৬ অপরাহ্ন, রবিবার, ১৯ নভেম্বর ২০২৩
  • / ১১৭ Time View

জাননাহ, ঢাবি প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আবারও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার(১৮ নভেম্বর) রাত সোয়া নয়টার দিকে ক্যাম্পাসের স্মৃতি চিরন্তন চত্বরে (ভিসি চত্বর) পরপর তিনটি ককটেল বিস্ফোরিত হয়।

এ ঘটনায় এক শিক্ষার্থী আহত হয়েছেন। তবে কে বা কারা এই বিস্ফোরণ ঘটিয়েছে তা জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, একটি মোটরসাইকেলে করে দুইজন ব্যক্তি তিনটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যান। এ সময় আশপাশে থাকা ব্যক্তিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই ভয়ে দিগ্বিদিক ছোটাছুটি করেন। ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণকে কেন্দ্র করে ঢাবি ছাত্রলীগের নেতাকর্মীরা টিএসসি থেকে ভিসি চত্বর এলাকায় মহড়া দেন। 

এদিকে ককটেল বিস্ফোরণে মঈনুল ইসলাম নামে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী আহত হয়েছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের শহীদ মোর্তজা মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। মঈনুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের শিক্ষার্থী এবং মাস্টার দা সূর্যসেন হলের আবাসিক ছাত্র। তিনি হল শাখা ছাত্রলীগের সাবেক উপ আপ্যায়ন বিষয়ক সম্পাদক।

মঈনুল ইসলাম বলেন, আমি ভিসি চত্বর দিয়ে জহুরুল হক হলের দিকে যাচ্ছিলাম। বিশ্ববিদ্যালয় ক্লাবের কাছাকাছি আসলে হঠাৎ আমি দুটি ককটেল বিস্ফোরণের শব্দ পাই। এ সময় ভয়ে আমি ক্লাবের দিকে যেতে থাকলে আরেকটি ককটেল আমার পায়ের কাছে নিক্ষেপ করা হলে সেটি বিস্ফোরিত হয়। এতে আমার পায়ের কয়েক জায়গায় কেটে রক্ত বের হতে থাকে। পরে আমি আমার এক ছোট ভাইকে সাথে নিয়ে শহীদ মোর্তজা মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা নিয়ে হলে ফিরি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মাকসুদুর রহমান বলেন, তিনটি ককটেল বিস্ফোরিত হয়েছে। এ ঘটনায় কারা জড়িত, তা জানতে আমরা সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করছি।

এর আগে গত বুধবার (১৫ নভেম্বর) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকায় পরপর পাঁচটি ককটেলের বিস্ফোরণ ঘটেছিল। এ ঘটনায় জড়িত অভিযোগে তিনজন ব্যক্তিকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন ছাত্রলীগের নেতা-কর্মী ও সাধারণ শিক্ষার্থীরা।

Tag :

Please Share This Post in Your Social Media

ঢাবিতে আবারও ককটেল বিস্ফোরণ

Update Time : ১২:২৩:১৬ অপরাহ্ন, রবিবার, ১৯ নভেম্বর ২০২৩

জাননাহ, ঢাবি প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আবারও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার(১৮ নভেম্বর) রাত সোয়া নয়টার দিকে ক্যাম্পাসের স্মৃতি চিরন্তন চত্বরে (ভিসি চত্বর) পরপর তিনটি ককটেল বিস্ফোরিত হয়।

এ ঘটনায় এক শিক্ষার্থী আহত হয়েছেন। তবে কে বা কারা এই বিস্ফোরণ ঘটিয়েছে তা জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, একটি মোটরসাইকেলে করে দুইজন ব্যক্তি তিনটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যান। এ সময় আশপাশে থাকা ব্যক্তিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই ভয়ে দিগ্বিদিক ছোটাছুটি করেন। ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণকে কেন্দ্র করে ঢাবি ছাত্রলীগের নেতাকর্মীরা টিএসসি থেকে ভিসি চত্বর এলাকায় মহড়া দেন। 

এদিকে ককটেল বিস্ফোরণে মঈনুল ইসলাম নামে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী আহত হয়েছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের শহীদ মোর্তজা মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। মঈনুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের শিক্ষার্থী এবং মাস্টার দা সূর্যসেন হলের আবাসিক ছাত্র। তিনি হল শাখা ছাত্রলীগের সাবেক উপ আপ্যায়ন বিষয়ক সম্পাদক।

মঈনুল ইসলাম বলেন, আমি ভিসি চত্বর দিয়ে জহুরুল হক হলের দিকে যাচ্ছিলাম। বিশ্ববিদ্যালয় ক্লাবের কাছাকাছি আসলে হঠাৎ আমি দুটি ককটেল বিস্ফোরণের শব্দ পাই। এ সময় ভয়ে আমি ক্লাবের দিকে যেতে থাকলে আরেকটি ককটেল আমার পায়ের কাছে নিক্ষেপ করা হলে সেটি বিস্ফোরিত হয়। এতে আমার পায়ের কয়েক জায়গায় কেটে রক্ত বের হতে থাকে। পরে আমি আমার এক ছোট ভাইকে সাথে নিয়ে শহীদ মোর্তজা মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা নিয়ে হলে ফিরি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মাকসুদুর রহমান বলেন, তিনটি ককটেল বিস্ফোরিত হয়েছে। এ ঘটনায় কারা জড়িত, তা জানতে আমরা সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করছি।

এর আগে গত বুধবার (১৫ নভেম্বর) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকায় পরপর পাঁচটি ককটেলের বিস্ফোরণ ঘটেছিল। এ ঘটনায় জড়িত অভিযোগে তিনজন ব্যক্তিকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন ছাত্রলীগের নেতা-কর্মী ও সাধারণ শিক্ষার্থীরা।