ডিএসসিসি ঢাকেশ্বরী মন্দিরের উন্নয়নে ছিল আছে থাকবে : তাপস

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০৬:০৪:২৮ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২০
  • / ১৯৬ Time View
নিজস্ব প্রতিবেদক:

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ঢাকেশ্বরী মন্দিরের উন্নয়ন অংশীদার ছিল, আছে এবং থাকবে বলে মন্তব্য করেছেন মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

শনিবার (২৪ অক্টোবর) ঢাকেশ্বরী মন্দিরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনকালে এ কথা বলেন তিনি।

ডিএসসিসি মেয়র ব্যারিস্টার তাপস বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে নিরলসভাবে কাজ করে চলেছেন। তারই ধারাবাহিকতায় ঢাকেশ্বরী মন্দিরসহ দেশের সকল মন্দিরের উন্নয়নে সজাগ থেকে কাজ করে চলেছেন।

মেয়র বলেন, তারই দেখানো পথে ডিএসসিসি অতীতেও ঢাকেশ্বরী মন্দিরের উন্নয়ন অংশীদার ছিল, বর্তমানেও উন্নয়ন কার্যক্রমে নানাভাবে অংশীদার, আগামীতেও ঢাকেশ্বরীসহ করপোরেশন এলাকার সকল মন্দিরের উন্নয়ন অংশীদার হিসেবে পাশে থাকব।

বাংলাদেশ অসাম্প্রদায়িকতার অনন্য উদাহরণ উল্লেখ করে ডিএসসিসি মেয়র বলেন, আমরা সকল ধর্ম-বর্ণের মানুষকে নিয়ে একটি আধুনিক ও উন্নত ঢাকা মহানগরী বিনির্মাণে বদ্ধপরিকর। এই নগরী সবার, এই নগরীর উন্নয়নে সকলে এগিয়ে আসবেন বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।

ব্যারিস্টার শেখ তাপস এ সময় স্বাস্থ্যবিধি মেনে পূজার আনুষ্ঠানিকতা পরিচালনা করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ এবং হিন্দুধর্মাবলম্বী সবাইকে দুর্গাপূজার শুভেচ্ছা জানাই।

ডিএসসিসি মেয়রের সঙ্গে ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম, ঢাকা মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক কিশোর রঞ্জন মণ্ডল, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী মোরশেদ হোসেন কামাল প্রমুখ উপস্থিত ছিলেন।

Tag :

Please Share This Post in Your Social Media

ডিএসসিসি ঢাকেশ্বরী মন্দিরের উন্নয়নে ছিল আছে থাকবে : তাপস

Update Time : ০৬:০৪:২৮ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২০
নিজস্ব প্রতিবেদক:

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ঢাকেশ্বরী মন্দিরের উন্নয়ন অংশীদার ছিল, আছে এবং থাকবে বলে মন্তব্য করেছেন মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

শনিবার (২৪ অক্টোবর) ঢাকেশ্বরী মন্দিরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনকালে এ কথা বলেন তিনি।

ডিএসসিসি মেয়র ব্যারিস্টার তাপস বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে নিরলসভাবে কাজ করে চলেছেন। তারই ধারাবাহিকতায় ঢাকেশ্বরী মন্দিরসহ দেশের সকল মন্দিরের উন্নয়নে সজাগ থেকে কাজ করে চলেছেন।

মেয়র বলেন, তারই দেখানো পথে ডিএসসিসি অতীতেও ঢাকেশ্বরী মন্দিরের উন্নয়ন অংশীদার ছিল, বর্তমানেও উন্নয়ন কার্যক্রমে নানাভাবে অংশীদার, আগামীতেও ঢাকেশ্বরীসহ করপোরেশন এলাকার সকল মন্দিরের উন্নয়ন অংশীদার হিসেবে পাশে থাকব।

বাংলাদেশ অসাম্প্রদায়িকতার অনন্য উদাহরণ উল্লেখ করে ডিএসসিসি মেয়র বলেন, আমরা সকল ধর্ম-বর্ণের মানুষকে নিয়ে একটি আধুনিক ও উন্নত ঢাকা মহানগরী বিনির্মাণে বদ্ধপরিকর। এই নগরী সবার, এই নগরীর উন্নয়নে সকলে এগিয়ে আসবেন বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।

ব্যারিস্টার শেখ তাপস এ সময় স্বাস্থ্যবিধি মেনে পূজার আনুষ্ঠানিকতা পরিচালনা করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ এবং হিন্দুধর্মাবলম্বী সবাইকে দুর্গাপূজার শুভেচ্ছা জানাই।

ডিএসসিসি মেয়রের সঙ্গে ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম, ঢাকা মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক কিশোর রঞ্জন মণ্ডল, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী মোরশেদ হোসেন কামাল প্রমুখ উপস্থিত ছিলেন।