টেকনাফে ইয়াবাসহ আটক ৩

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০৮:০১:২৭ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২০
  • / ১৫৮ Time View

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি:

কক্সবাজারের টেকনাফের প্রধান চেকপোস্ট স্থাপন করে র‌্যাব-১৫ এর সদস্যরা তল্লাশী চালিয়ে সাড়ে ৩ হাজার ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী এসব তথ্য নিশ্চিত করেছেন।

রবিবার রাতে টেকনাফ বাজার হতে প্রধান সড়ক দিয়ে পিকআপ যোগে মাদকদ্রব্য নিয়ে আসছে। এমন তথ্যের ভিত্তিতে র‌্যাব-১৫, কক্সবাজার এর একটি আভিযানিক দল টেকনাফ-কক্সবাজার প্রধান সড়কের উত্তর বরইতলী গ্রামের বায়তুর রহমান জামে মসজিদ গেইটের সামনের পাঁকা রাস্তার উপর চেকপোস্ট স্থাপন করে গাড়ী তল্লাশী করে।

তল্লাশীর একপর্যায়ে টেকনাফ বাজার দিক হতে একটি পিকআপ চেকপোস্টেন সামনে আসলে র‌্যাব সদস্যরা পিকআপটি থামানোর সংকেত দেয়। পিকআপটি থামিয়ে কতিপয় ব্যক্তি পিকআপ হতে দৌড়ে পালানোর সময় রাজবাড়ি জেলার কুটি পাচুরিয়া ইউনিয়নের গুপ্তমানিক গ্রামের ইছহাক পাটোয়ারীর ছেলে মো. ইমরান পাটোয়ারী (৩৫), মরডাঙ্গা গ্রামের মৃত আলী বিশ্বাসের ছেলে মো. মিলন বিশ্বাস (৩২),ফরিদপুর জেলার কোতোয়ালী বাকিগঞ্জ মাদ্রাসা চরকৃঞপুর গ্রামের মৃত রহমত ব্যাপারীর ছেলে আলাউদ্দিন ব্যাপরীকে আটক করা হয়।

পরে আটক আসামীদের দেহ তল্লাশী করে সাড়ে ৩ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। ব্যাপক জিজ্ঞাসাবাদে আসামীরা জানায়যে, দীর্ঘদিন যাবত কক্সবাজারের টেকনাফ সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে পিকআপযোগে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছে। উদ্ধার ইয়াবার মূল্য ১৭ লাখ ৫০ হাজার টাকা।
উদ্ধার মালামালসহ আটক তিন মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

টেকনাফে ইয়াবাসহ আটক ৩

Update Time : ০৮:০১:২৭ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২০

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি:

কক্সবাজারের টেকনাফের প্রধান চেকপোস্ট স্থাপন করে র‌্যাব-১৫ এর সদস্যরা তল্লাশী চালিয়ে সাড়ে ৩ হাজার ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী এসব তথ্য নিশ্চিত করেছেন।

রবিবার রাতে টেকনাফ বাজার হতে প্রধান সড়ক দিয়ে পিকআপ যোগে মাদকদ্রব্য নিয়ে আসছে। এমন তথ্যের ভিত্তিতে র‌্যাব-১৫, কক্সবাজার এর একটি আভিযানিক দল টেকনাফ-কক্সবাজার প্রধান সড়কের উত্তর বরইতলী গ্রামের বায়তুর রহমান জামে মসজিদ গেইটের সামনের পাঁকা রাস্তার উপর চেকপোস্ট স্থাপন করে গাড়ী তল্লাশী করে।

তল্লাশীর একপর্যায়ে টেকনাফ বাজার দিক হতে একটি পিকআপ চেকপোস্টেন সামনে আসলে র‌্যাব সদস্যরা পিকআপটি থামানোর সংকেত দেয়। পিকআপটি থামিয়ে কতিপয় ব্যক্তি পিকআপ হতে দৌড়ে পালানোর সময় রাজবাড়ি জেলার কুটি পাচুরিয়া ইউনিয়নের গুপ্তমানিক গ্রামের ইছহাক পাটোয়ারীর ছেলে মো. ইমরান পাটোয়ারী (৩৫), মরডাঙ্গা গ্রামের মৃত আলী বিশ্বাসের ছেলে মো. মিলন বিশ্বাস (৩২),ফরিদপুর জেলার কোতোয়ালী বাকিগঞ্জ মাদ্রাসা চরকৃঞপুর গ্রামের মৃত রহমত ব্যাপারীর ছেলে আলাউদ্দিন ব্যাপরীকে আটক করা হয়।

পরে আটক আসামীদের দেহ তল্লাশী করে সাড়ে ৩ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। ব্যাপক জিজ্ঞাসাবাদে আসামীরা জানায়যে, দীর্ঘদিন যাবত কক্সবাজারের টেকনাফ সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে পিকআপযোগে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছে। উদ্ধার ইয়াবার মূল্য ১৭ লাখ ৫০ হাজার টাকা।
উদ্ধার মালামালসহ আটক তিন মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।