টাঙ্গাইল শাড়ির জিআই দাবি ভারতের অভ্যন্তরীণ বিষয়: বস্ত্র ও পাটমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০৯:৫১:৫৯ অপরাহ্ন, রবিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৪
  • / ৪৫ Time View

টাঙ্গাইল শাড়ির জিআই স্বত্ব নেয়া ভারতের অভ্যন্তরীণ বিষয় বলে উল্লেখ করেছেন বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। বলেছেন, টাঙ্গাইল শাড়ির জিআই স্বত্ব বাংলাদেশের ছিল, বাংলাদেশেরই থাকবে। এ নিয়ে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হবে।

রোববার (৪ ফেব্রুয়ারি) মতিঝিলে পাট অধিদফতরে আয়োজিত এক মতবিনিময় সভায় এ কথা বলেন মন্ত্রী। তিনি বলেন, ভারত এটি কীভাবে করেছে সেটি তাদের অভ্যন্তরীণ ব্যাপার, আমাদের জানা নেই। টাঙ্গাইল আমাদের শাড়ি এবং আমাদের থাকার জন্য যা যা প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দরকার দ্রুতই আমরা সেটি নেবো।

এর আগে, বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) ভারতের সংস্কৃতি মন্ত্রণালয়ের এক ফেসবুক পোস্টে দাবি করা হয়, হাতেবোনা ঐতিহ্যবাহী টাঙ্গাইল শাড়ি পশ্চিমবঙ্গ থেকে উদ্ভূত। দেশটির এ দাবি নিয়ে শুরু হয়েছে ব্যাপক সমালোচনা। মূলত বাংলাদেশের ঐতিহ্যবাহী মসলিন শিল্পের তাঁতিদের বংশধররাই টাঙ্গাইলের পুরনো তাঁতি বা কারিগর। তবে এই টাঙ্গাইল শাড়ির স্বত্ব ঢালাওভাবে নিজেদের বলে দাবি করছে পশ্চিমবঙ্গ সরকার।

Tag :

Please Share This Post in Your Social Media

টাঙ্গাইল শাড়ির জিআই দাবি ভারতের অভ্যন্তরীণ বিষয়: বস্ত্র ও পাটমন্ত্রী

Update Time : ০৯:৫১:৫৯ অপরাহ্ন, রবিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৪

টাঙ্গাইল শাড়ির জিআই স্বত্ব নেয়া ভারতের অভ্যন্তরীণ বিষয় বলে উল্লেখ করেছেন বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। বলেছেন, টাঙ্গাইল শাড়ির জিআই স্বত্ব বাংলাদেশের ছিল, বাংলাদেশেরই থাকবে। এ নিয়ে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হবে।

রোববার (৪ ফেব্রুয়ারি) মতিঝিলে পাট অধিদফতরে আয়োজিত এক মতবিনিময় সভায় এ কথা বলেন মন্ত্রী। তিনি বলেন, ভারত এটি কীভাবে করেছে সেটি তাদের অভ্যন্তরীণ ব্যাপার, আমাদের জানা নেই। টাঙ্গাইল আমাদের শাড়ি এবং আমাদের থাকার জন্য যা যা প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দরকার দ্রুতই আমরা সেটি নেবো।

এর আগে, বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) ভারতের সংস্কৃতি মন্ত্রণালয়ের এক ফেসবুক পোস্টে দাবি করা হয়, হাতেবোনা ঐতিহ্যবাহী টাঙ্গাইল শাড়ি পশ্চিমবঙ্গ থেকে উদ্ভূত। দেশটির এ দাবি নিয়ে শুরু হয়েছে ব্যাপক সমালোচনা। মূলত বাংলাদেশের ঐতিহ্যবাহী মসলিন শিল্পের তাঁতিদের বংশধররাই টাঙ্গাইলের পুরনো তাঁতি বা কারিগর। তবে এই টাঙ্গাইল শাড়ির স্বত্ব ঢালাওভাবে নিজেদের বলে দাবি করছে পশ্চিমবঙ্গ সরকার।