জার্মানিতে ট্রেন দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ১০:০৩:২৩ পূর্বাহ্ন, শনিবার, ৪ জুন ২০২২
  • / ১৩৯ Time View

আন্তর্জাতিক ডেস্কঃ

জার্মানির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় প্রদেশ ব্যাভারিয়ায় একটি ট্রেন লাইনচ্যুতে হয়ে ৪ যাত্রীর মৃত্যু হয়েছে এবং আরও ৬০ জন আহত হয়েছেন।

দেশটির দক্ষিণের রাজ্য বাভারিয়ায় শুক্রবার (৩ জুন) এ দুর্ঘটনা ঘটেছে। ট্রেনটি বাভারিয়া থেকে মিউনিখ যাবার পথে স্থানীয় সময় দুপুর ১২টা ২০ মিনিটে দিকে দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় এক কর্মকর্তা জানিয়েছেন, অন্তত ৬০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ১৬ জনের অবস্থা গুরুতর।

জানা যায়, দুর্ঘটনার সময় ট্রেনটি যাত্রীতে পরিপূর্ণ ছিল। ঘটনার পর দ্রুত উদ্ধার অভিযান চলে।

গণমাধ্যম সূত্রে জানা যায়, বাভারিয়ার গার্মিশ-পার্টেনকিরচেন স্কি রিসর্টের উত্তরে বেশ কয়েকটি বগি উল্টে যায় এবং আংশিকভাবে একটি বাঁধের নিচে গড়িয়ে পড়ে। বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, ট্রেনের বগি পাহাড় থেকে নিচে গড়িয়ে গাছের ডালে আটকে গেছে। আহতদের স্ট্রেচারে করে সরিয়ে নিতেও দেখা গেছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার পর দুর্ঘটনাকবলিতদের জন্য জরুরি উদ্ধার কার্যক্রম শুরু হয় এবং রেললাইনটি বন্ধ করে দেওয়া হয়। তবে কী কারণে এ দুর্ঘটনা ঘটেছে তা এখনও জানা যায়নি।

Tag :

Please Share This Post in Your Social Media

জার্মানিতে ট্রেন দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু

Update Time : ১০:০৩:২৩ পূর্বাহ্ন, শনিবার, ৪ জুন ২০২২

আন্তর্জাতিক ডেস্কঃ

জার্মানির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় প্রদেশ ব্যাভারিয়ায় একটি ট্রেন লাইনচ্যুতে হয়ে ৪ যাত্রীর মৃত্যু হয়েছে এবং আরও ৬০ জন আহত হয়েছেন।

দেশটির দক্ষিণের রাজ্য বাভারিয়ায় শুক্রবার (৩ জুন) এ দুর্ঘটনা ঘটেছে। ট্রেনটি বাভারিয়া থেকে মিউনিখ যাবার পথে স্থানীয় সময় দুপুর ১২টা ২০ মিনিটে দিকে দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় এক কর্মকর্তা জানিয়েছেন, অন্তত ৬০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ১৬ জনের অবস্থা গুরুতর।

জানা যায়, দুর্ঘটনার সময় ট্রেনটি যাত্রীতে পরিপূর্ণ ছিল। ঘটনার পর দ্রুত উদ্ধার অভিযান চলে।

গণমাধ্যম সূত্রে জানা যায়, বাভারিয়ার গার্মিশ-পার্টেনকিরচেন স্কি রিসর্টের উত্তরে বেশ কয়েকটি বগি উল্টে যায় এবং আংশিকভাবে একটি বাঁধের নিচে গড়িয়ে পড়ে। বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, ট্রেনের বগি পাহাড় থেকে নিচে গড়িয়ে গাছের ডালে আটকে গেছে। আহতদের স্ট্রেচারে করে সরিয়ে নিতেও দেখা গেছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার পর দুর্ঘটনাকবলিতদের জন্য জরুরি উদ্ধার কার্যক্রম শুরু হয় এবং রেললাইনটি বন্ধ করে দেওয়া হয়। তবে কী কারণে এ দুর্ঘটনা ঘটেছে তা এখনও জানা যায়নি।