জামালপুরে ট্রেনে কাটা পড়ে দুই জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ১০:২০:৫৬ অপরাহ্ন, শনিবার, ২১ মে ২০২২
  • / ১৫২ Time View

এমরান হোসেন,জামালপুর জেলা প্রতিনিধি: 

দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনে কাটা পড়ে জামালপুরের ইসলামপুরে ৩ কন্যার জনক শামসুল হক মন্ডল (৫৫) নামের এক কলা ও ক্ষুদ্র খামার ব্যবসায়ী এবং মেলান্দহে অজ্ঞাত এক যুবকের (২৫) মৃত্যু হয়েছে।

শনিবার (২১ মে) দুপুর সাড়ে ১২টার দিকে মেলান্দহ রেলওয়ে স্টেশনের উত্তর পাশে আউটার সিগন্যালের কাছে কমিউটার ট্রেনে কাটা পড়ে ২৫ বছর বয়সী অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়।

জামালপুর রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে ওই যুবকের লাশ উদ্ধার করেছে। নিহত যুবকের নাম পরিচয় জানা যায়নি বলে জানিয়েছেন রেলওয়ে থানার ওসি মোঃ গুলজার হোসেন।

অপরদিকে দুপুর দেড়টার দিকে ইসলামপুর রেলস্টেশনের আউট সিগন্যালের অদুরে ঋষিপাড়া নামক স্থানে কমিউটার ট্রেনে কাটা পড়ে শামসুল হক নামে ওই খামারির মৃত্যু হয়েছে। নিহত শামসুল হক পৌর এলাকার কিংজাল্লা গ্রামের মৃত আমজাদ মণ্ডলের ছেলে।

নিহতের মেয়ে লিমা আক্তার (২৫) জানান, বাবা দুপুরে মুরগির খাদ্য কিনতে ধর্মকুড়া হাটে যাবার জন্য বাড়ি থেকে বের হয়েছিলেন। তারপর তার ট্রেনে কেটে মৃত্যুর খবর শুনি।

জামালপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) গুলজার হোসেন জানান, পৃথক স্থানে ট্রেনে কাটা পড়ে মৃত্যুর ঘটনায় জামালপুর রেলওয়ে থানায় দুটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

তিনি আরও জানান, পরিবারের অভিযোগ না থাকায় ইসলামপুর পৌর মেয়র আব্দুল কাদের শেখের মধ্যস্থতায় নিহত শামসুল হকের মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মেলান্দহে পরিচয় না পাওয়া অজ্ঞাত যুবকের মৃতদেহ মর্গে রয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

জামালপুরে ট্রেনে কাটা পড়ে দুই জনের মৃত্যু

Update Time : ১০:২০:৫৬ অপরাহ্ন, শনিবার, ২১ মে ২০২২

এমরান হোসেন,জামালপুর জেলা প্রতিনিধি: 

দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনে কাটা পড়ে জামালপুরের ইসলামপুরে ৩ কন্যার জনক শামসুল হক মন্ডল (৫৫) নামের এক কলা ও ক্ষুদ্র খামার ব্যবসায়ী এবং মেলান্দহে অজ্ঞাত এক যুবকের (২৫) মৃত্যু হয়েছে।

শনিবার (২১ মে) দুপুর সাড়ে ১২টার দিকে মেলান্দহ রেলওয়ে স্টেশনের উত্তর পাশে আউটার সিগন্যালের কাছে কমিউটার ট্রেনে কাটা পড়ে ২৫ বছর বয়সী অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়।

জামালপুর রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে ওই যুবকের লাশ উদ্ধার করেছে। নিহত যুবকের নাম পরিচয় জানা যায়নি বলে জানিয়েছেন রেলওয়ে থানার ওসি মোঃ গুলজার হোসেন।

অপরদিকে দুপুর দেড়টার দিকে ইসলামপুর রেলস্টেশনের আউট সিগন্যালের অদুরে ঋষিপাড়া নামক স্থানে কমিউটার ট্রেনে কাটা পড়ে শামসুল হক নামে ওই খামারির মৃত্যু হয়েছে। নিহত শামসুল হক পৌর এলাকার কিংজাল্লা গ্রামের মৃত আমজাদ মণ্ডলের ছেলে।

নিহতের মেয়ে লিমা আক্তার (২৫) জানান, বাবা দুপুরে মুরগির খাদ্য কিনতে ধর্মকুড়া হাটে যাবার জন্য বাড়ি থেকে বের হয়েছিলেন। তারপর তার ট্রেনে কেটে মৃত্যুর খবর শুনি।

জামালপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) গুলজার হোসেন জানান, পৃথক স্থানে ট্রেনে কাটা পড়ে মৃত্যুর ঘটনায় জামালপুর রেলওয়ে থানায় দুটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

তিনি আরও জানান, পরিবারের অভিযোগ না থাকায় ইসলামপুর পৌর মেয়র আব্দুল কাদের শেখের মধ্যস্থতায় নিহত শামসুল হকের মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মেলান্দহে পরিচয় না পাওয়া অজ্ঞাত যুবকের মৃতদেহ মর্গে রয়েছে।