জামালপুরে একই দিনে খেতাবপ্রাপ্ত দুই মুক্তিযোদ্ধার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ১০:৩৭:১৯ অপরাহ্ন, রবিবার, ২২ মে ২০২২
  • / ২৪১ Time View

এমরান হোসেন, জামালপুর জেলা প্রতিনিধিঃ

জামালপুরে একদিনে খেতাবপ্রাপ্ত দুইজন বীর মুক্তিযোদ্ধা মারা গেছেন। তারা হলেন ১১নং সেক্টরের কোম্পানী কম্পান্ডার বীর প্রতিক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা সৈয়দ সদরুজ্জামান হেলাল এবং একই কোম্পানীর যুদ্ধাহত মুক্তিযোদ্ধা বীর প্রতিক মতিউর রহমান।

সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ‘৭১, জামালপুর জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার আব্দুর রশীদ জানান, ১১নং সেক্টরের কোম্পানী কম্পান্ডার বীর প্রতিক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা সৈয়দ সদরুজ্জামান হেলাল রবিবার (২২ মে) বেলা ১১টা ৪০ মিনিটে জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। তিনি এক পুত্র, দুই কন্যা ও স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

রবিবার বাদ আছর জামালপুর উচ্চ বিদ্যালয় মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় তার প্রথম জানাযা অনুষ্ঠিত হবে। সোমবার (২৩ মে) সকাল ১০টায় মেলান্দহ উপজেলার দুরমুঠ মিয়াবাড়ি গ্রামে নিজবাড়িতে দ্বিতীয় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। তিনি দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিক বিভিন্ন রোগে ভোগছিলেন।

অপরদিকে রবিবার (২২ মে) দুপুর ১টা ৪০ মিনিটে জামালপুরের ধানুয়া কামালপুর সরকার বাড়িতে মারা গেছেন বীর প্রতিক খেতাবপ্রাপ্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা মতিউর রহমান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। তিনি দুই ছেলে, তিন মেয়ে ও স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুন মুন জাহান লিজা জানান, সোমবার (২৩ মে) সকাল ৯টায় নিজ বাড়িতে রাষ্ট্রীয় মর্যাদায় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে বীর প্রতিক মতিউর রহমানকে দাফন করা হবে।

বীর প্রতিক সদরুজ্জামান হেলাল ও বীর প্রতিক মতিউর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল এমপি, বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোজাফ্ফর হোসেন এমপি, সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডাঃ মুরাদ হাসান এমপি, আবুল কালাম আজাদ এমপি, জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরী, জামালপুর পৌরসভার মেয়র ছানোয়ার হোসেন ছানু, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল হোসেন, এফবিসিসিআই এর পরিচালক রেজাউল করিম রেজনু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন সহ সমাজের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

Tag :

Please Share This Post in Your Social Media

জামালপুরে একই দিনে খেতাবপ্রাপ্ত দুই মুক্তিযোদ্ধার মৃত্যু

Update Time : ১০:৩৭:১৯ অপরাহ্ন, রবিবার, ২২ মে ২০২২

এমরান হোসেন, জামালপুর জেলা প্রতিনিধিঃ

জামালপুরে একদিনে খেতাবপ্রাপ্ত দুইজন বীর মুক্তিযোদ্ধা মারা গেছেন। তারা হলেন ১১নং সেক্টরের কোম্পানী কম্পান্ডার বীর প্রতিক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা সৈয়দ সদরুজ্জামান হেলাল এবং একই কোম্পানীর যুদ্ধাহত মুক্তিযোদ্ধা বীর প্রতিক মতিউর রহমান।

সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ‘৭১, জামালপুর জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার আব্দুর রশীদ জানান, ১১নং সেক্টরের কোম্পানী কম্পান্ডার বীর প্রতিক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা সৈয়দ সদরুজ্জামান হেলাল রবিবার (২২ মে) বেলা ১১টা ৪০ মিনিটে জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। তিনি এক পুত্র, দুই কন্যা ও স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

রবিবার বাদ আছর জামালপুর উচ্চ বিদ্যালয় মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় তার প্রথম জানাযা অনুষ্ঠিত হবে। সোমবার (২৩ মে) সকাল ১০টায় মেলান্দহ উপজেলার দুরমুঠ মিয়াবাড়ি গ্রামে নিজবাড়িতে দ্বিতীয় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। তিনি দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিক বিভিন্ন রোগে ভোগছিলেন।

অপরদিকে রবিবার (২২ মে) দুপুর ১টা ৪০ মিনিটে জামালপুরের ধানুয়া কামালপুর সরকার বাড়িতে মারা গেছেন বীর প্রতিক খেতাবপ্রাপ্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা মতিউর রহমান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। তিনি দুই ছেলে, তিন মেয়ে ও স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুন মুন জাহান লিজা জানান, সোমবার (২৩ মে) সকাল ৯টায় নিজ বাড়িতে রাষ্ট্রীয় মর্যাদায় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে বীর প্রতিক মতিউর রহমানকে দাফন করা হবে।

বীর প্রতিক সদরুজ্জামান হেলাল ও বীর প্রতিক মতিউর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল এমপি, বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোজাফ্ফর হোসেন এমপি, সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডাঃ মুরাদ হাসান এমপি, আবুল কালাম আজাদ এমপি, জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরী, জামালপুর পৌরসভার মেয়র ছানোয়ার হোসেন ছানু, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল হোসেন, এফবিসিসিআই এর পরিচালক রেজাউল করিম রেজনু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন সহ সমাজের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।