চৌহালীতে ভিক্ষুকদের মাঝে ছাগল বিতরণ

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০৩:১৩:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৩
  • / ১৭০ Time View

মোঃ ইমরুল হাসান চৌহালী প্রতিনিধিঃ সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় ১০জন ভিক্ষুকদের মাঝে ১০টি ছাগল বিতরণ করা হয়েছে।
বুধবার(২৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ চত্ত্বরে সংশ্লিষ্টদের মাঝে সরকারি অর্থায়নে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসব ছাগল বিতরণ করা হয়।

জানা যায়, ২০২২-২৩ অর্থ বছরে ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচির আওতায় উপজেলার ১০ জন ভিক্ষুককে ১০টি ছাগল প্রদান করা হয়। ছাগল বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ রায়হান কবির। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এবং উপজেলা ভিক্ষুক পুনর্বাসন কমিটির সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম।

এ সময় সভাপতি তার বক্তব্যে বলেন, ছাগল প্রতিপালন ভিক্ষুকদের আর্থিক সক্ষমতা অর্জনে সহায়ক হবে বলে আশা করছি। এ ধরনের কার্যক্রম ভিক্ষুকদের জীবনমানের উন্নয়নে সরকারের সদিচ্ছারই বহিঃপ্রকাশ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন,চৌহালী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফারুক সরকার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা দেবাশীষ ঘোষ, ভাইস চেয়ারম্যান মোল্লা বাবুল আক্তার,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ মজনু মিয়া, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা আবুল বশির, খাষকাউলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু ছাইদ বিদ্যুৎ সহ উপজেলার অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

Tag :

Please Share This Post in Your Social Media

চৌহালীতে ভিক্ষুকদের মাঝে ছাগল বিতরণ

Update Time : ০৩:১৩:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৩

মোঃ ইমরুল হাসান চৌহালী প্রতিনিধিঃ সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় ১০জন ভিক্ষুকদের মাঝে ১০টি ছাগল বিতরণ করা হয়েছে।
বুধবার(২৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ চত্ত্বরে সংশ্লিষ্টদের মাঝে সরকারি অর্থায়নে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসব ছাগল বিতরণ করা হয়।

জানা যায়, ২০২২-২৩ অর্থ বছরে ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচির আওতায় উপজেলার ১০ জন ভিক্ষুককে ১০টি ছাগল প্রদান করা হয়। ছাগল বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ রায়হান কবির। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এবং উপজেলা ভিক্ষুক পুনর্বাসন কমিটির সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম।

এ সময় সভাপতি তার বক্তব্যে বলেন, ছাগল প্রতিপালন ভিক্ষুকদের আর্থিক সক্ষমতা অর্জনে সহায়ক হবে বলে আশা করছি। এ ধরনের কার্যক্রম ভিক্ষুকদের জীবনমানের উন্নয়নে সরকারের সদিচ্ছারই বহিঃপ্রকাশ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন,চৌহালী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফারুক সরকার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা দেবাশীষ ঘোষ, ভাইস চেয়ারম্যান মোল্লা বাবুল আক্তার,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ মজনু মিয়া, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা আবুল বশির, খাষকাউলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু ছাইদ বিদ্যুৎ সহ উপজেলার অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।