চৌহালীতে প্রবাসীর দুচালা ঘরসহ জায়গায় দখলের অভিযোগ উঠেছে

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০৬:৫৯:০৮ অপরাহ্ন, রবিবার, ৩১ জুলাই ২০২২
  • / ১৪৪ Time View

মোঃ ইমরুল হাসান চৌহালী প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার খাষকাউলিয়া ইউনিয়নের সুর্বণতলী এলাকায় জোড় পুর্বক দু-চালা ঘরসহ জায়গা দখল করে দখলের অভিযোগ উঠেছে কালাম ড্রাইভার ও পরিবারের সদস্যদের বিরুদ্ধে।

রোববার দুপুরে সরেজমীনে গিয়ে দেখা যায়, সুর্বণতলী এলাকার বুদ্দু ব্যাপারী ছেলে প্রবাসী আব্দুর রাজ্জাক আরএস খতিয়ান ভুক্ত মৌজায় অবস্থিত ৩/৪ বিগা জমি নিয়ে বসবাস করছে। কিন্তু প্রতিবেশী আবুল কালাম ড্রাইভার জোড় পুর্বক আমার ৫ শতাংশ জমিতে দু-চালা ঘরসহ জমি জোর করে চার সাইডে বেড়া দিয়ে দখল করেছে। প্রতিবাদ করতে গেলে প্রাণনাশের হুমকি দিয়েছে বলে জানায় ভুক্তভুগির পরিবার।

ভুক্তভুগি প্রবাসী আব্দুর রাজ্জাক বলেন, তিনি অনেক কষ্ট করে টাকা জমিয়ে ৩/৪ বিঘা নেয়। সেই জমির ৪ শতাংশ জায়গায় নিজের থাকার জন্য ঘর নির্মাণ করেন। ক্রয়কৃত জায়গার মধ্যে ৮ শতাংশ ফাঁকা যায়গায় দু-চালা ঘর নির্মাণ করি ফসল রাখার জন্য। কিন্তু প্রতিবেশি কালাম ড্রাইভার জোড়পুর্বক ভাবে তাকে ঘর ও জমি ছেড়ে দেওয়ার জন্য বিভিন্ন সময় প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। ভুক্তভুগি আইনগত সহযোগিতা চেয়ে রোববার থানায় অভিযোগ দায়ের করেছেন ৷

অভিযুক্ত ব্যক্তি কালাম ড্রাইভার জোড় পূর্বক ঘরসহ জমি দখলের কথা অস্বীকার করলেও সরেজমিনে গিয়ে তার ঘরসহ জমি দখলের সতত্যা পাওয়া গেছে । তিনি জানান আমি আমার জমি দখল নিয়েছি। পরে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বসে আমাদের সমস্যার সমাধান করে দিবেন।

এ বিষয়ে চৌহালী থানার ভারপ্রাপ্ত অফিসার ওসি হারুন অর রশিদ জানান, জমি সংক্রান্ত একটা অভিযোগ পেয়েছি । অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে ৷ এদিকে স্থানীয়রা জানান, দ্রত বিরোধ নিষ্পত্তি না হলে বড় ধরনের মারামারির ঘটনা ঘটতে পারে৷

Tag :

Please Share This Post in Your Social Media

চৌহালীতে প্রবাসীর দুচালা ঘরসহ জায়গায় দখলের অভিযোগ উঠেছে

Update Time : ০৬:৫৯:০৮ অপরাহ্ন, রবিবার, ৩১ জুলাই ২০২২

মোঃ ইমরুল হাসান চৌহালী প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার খাষকাউলিয়া ইউনিয়নের সুর্বণতলী এলাকায় জোড় পুর্বক দু-চালা ঘরসহ জায়গা দখল করে দখলের অভিযোগ উঠেছে কালাম ড্রাইভার ও পরিবারের সদস্যদের বিরুদ্ধে।

রোববার দুপুরে সরেজমীনে গিয়ে দেখা যায়, সুর্বণতলী এলাকার বুদ্দু ব্যাপারী ছেলে প্রবাসী আব্দুর রাজ্জাক আরএস খতিয়ান ভুক্ত মৌজায় অবস্থিত ৩/৪ বিগা জমি নিয়ে বসবাস করছে। কিন্তু প্রতিবেশী আবুল কালাম ড্রাইভার জোড় পুর্বক আমার ৫ শতাংশ জমিতে দু-চালা ঘরসহ জমি জোর করে চার সাইডে বেড়া দিয়ে দখল করেছে। প্রতিবাদ করতে গেলে প্রাণনাশের হুমকি দিয়েছে বলে জানায় ভুক্তভুগির পরিবার।

ভুক্তভুগি প্রবাসী আব্দুর রাজ্জাক বলেন, তিনি অনেক কষ্ট করে টাকা জমিয়ে ৩/৪ বিঘা নেয়। সেই জমির ৪ শতাংশ জায়গায় নিজের থাকার জন্য ঘর নির্মাণ করেন। ক্রয়কৃত জায়গার মধ্যে ৮ শতাংশ ফাঁকা যায়গায় দু-চালা ঘর নির্মাণ করি ফসল রাখার জন্য। কিন্তু প্রতিবেশি কালাম ড্রাইভার জোড়পুর্বক ভাবে তাকে ঘর ও জমি ছেড়ে দেওয়ার জন্য বিভিন্ন সময় প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। ভুক্তভুগি আইনগত সহযোগিতা চেয়ে রোববার থানায় অভিযোগ দায়ের করেছেন ৷

অভিযুক্ত ব্যক্তি কালাম ড্রাইভার জোড় পূর্বক ঘরসহ জমি দখলের কথা অস্বীকার করলেও সরেজমিনে গিয়ে তার ঘরসহ জমি দখলের সতত্যা পাওয়া গেছে । তিনি জানান আমি আমার জমি দখল নিয়েছি। পরে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বসে আমাদের সমস্যার সমাধান করে দিবেন।

এ বিষয়ে চৌহালী থানার ভারপ্রাপ্ত অফিসার ওসি হারুন অর রশিদ জানান, জমি সংক্রান্ত একটা অভিযোগ পেয়েছি । অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে ৷ এদিকে স্থানীয়রা জানান, দ্রত বিরোধ নিষ্পত্তি না হলে বড় ধরনের মারামারির ঘটনা ঘটতে পারে৷