চীনের সঙ্গে বাণিজ্য বেড়েছে রাশিয়ার

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০৫:০৬:৩১ অপরাহ্ন, বুধবার, ১৩ এপ্রিল ২০২২
  • / ১২১ Time View

আন্তর্জাতিক ডেস্কঃ

রাশিয়ার সঙ্গে এশিয়ার শক্তিশালী দেশ চীনের বাণিজ্যের পরিমাণ বেড়েছে।

গণমাধ্যম বিবিসি জানিয়েছে, মার্চ মাসে দুই দেশের মধ্যে বাণিজ্য বেড়েছে ১২.৭৬%।

অন্যদিকে ২০২১ সালের প্রথম তিন মাসে রাশিয়া-চীন যে পরিমাণ অর্থের বাণিজ্য করেছিল এই ২০২২ সালের প্রথম তিন মাসে তা বৃদ্ধি পেয়েছে ৩০.৪৫%।

ইউক্রেনে ২৪ মার্চ রাশিয়া হামলা করে। এরপর তাদের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বড় বড় দেশগুলো।

চীনকেও তারা তাদের সঙ্গে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছিল। কিন্তু চীন এ নিষেধাজ্ঞায় যোগ দেয়নি। উল্টো নিষেধাজ্ঞার সমালোচনা করে তারা বলেছিল এগুলো অবৈধ।

তাছাড়া ইউক্রেনে হামলা করার পর রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ চীন সফরে যান। সেখানে তিনি চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেন।

ল্যাভরভকে চীন আশ্বাস দেয় তারা পশ্চিমাদের সঙ্গে যোগ দেবে না।

অর্থনৈতিক নিষেধাজ্ঞার কারণে রাশিয়া কিছুটা বেকায়দায় পড়েছে। চীন রাশিয়ার সঙ্গে বেশি বেশি বাণিজ্য করে তাদের কষ্ট কিছুটা হলেও লাঘব করার চেষ্টা করছে।

তবে বিশেষজ্ঞরা জানিয়েছেন, পশ্চিমারা যে নিষেধাজ্ঞা আরোপ করেছে সেই নিষেধাজ্ঞা ভঙ্গ করে চীন এখনো রাশিয়ার সঙ্গে কোনো পদক্ষেপ নেয়নি।

সূত্র: বিবিসি

Tag :

Please Share This Post in Your Social Media

চীনের সঙ্গে বাণিজ্য বেড়েছে রাশিয়ার

Update Time : ০৫:০৬:৩১ অপরাহ্ন, বুধবার, ১৩ এপ্রিল ২০২২

আন্তর্জাতিক ডেস্কঃ

রাশিয়ার সঙ্গে এশিয়ার শক্তিশালী দেশ চীনের বাণিজ্যের পরিমাণ বেড়েছে।

গণমাধ্যম বিবিসি জানিয়েছে, মার্চ মাসে দুই দেশের মধ্যে বাণিজ্য বেড়েছে ১২.৭৬%।

অন্যদিকে ২০২১ সালের প্রথম তিন মাসে রাশিয়া-চীন যে পরিমাণ অর্থের বাণিজ্য করেছিল এই ২০২২ সালের প্রথম তিন মাসে তা বৃদ্ধি পেয়েছে ৩০.৪৫%।

ইউক্রেনে ২৪ মার্চ রাশিয়া হামলা করে। এরপর তাদের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বড় বড় দেশগুলো।

চীনকেও তারা তাদের সঙ্গে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছিল। কিন্তু চীন এ নিষেধাজ্ঞায় যোগ দেয়নি। উল্টো নিষেধাজ্ঞার সমালোচনা করে তারা বলেছিল এগুলো অবৈধ।

তাছাড়া ইউক্রেনে হামলা করার পর রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ চীন সফরে যান। সেখানে তিনি চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেন।

ল্যাভরভকে চীন আশ্বাস দেয় তারা পশ্চিমাদের সঙ্গে যোগ দেবে না।

অর্থনৈতিক নিষেধাজ্ঞার কারণে রাশিয়া কিছুটা বেকায়দায় পড়েছে। চীন রাশিয়ার সঙ্গে বেশি বেশি বাণিজ্য করে তাদের কষ্ট কিছুটা হলেও লাঘব করার চেষ্টা করছে।

তবে বিশেষজ্ঞরা জানিয়েছেন, পশ্চিমারা যে নিষেধাজ্ঞা আরোপ করেছে সেই নিষেধাজ্ঞা ভঙ্গ করে চীন এখনো রাশিয়ার সঙ্গে কোনো পদক্ষেপ নেয়নি।

সূত্র: বিবিসি