চীনকে পরাজিত করে আইওএসকো ভাইস চেয়ার হলেন বিএসইসি চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০৮:৩৭:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২০ জুলাই ২০২২
  • / ১৮৬ Time View

নিজস্ব প্রতিবেদকঃ

চীনকে ইলেকট্রনিক ভোটের মাধ্যমে পরাজিত করে প্রথমবারের মতো  ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব সিকিউরিটিজ কমিশনসের (আইওএসসিও) এশিয়া প্যাসিফিক রিজিওনালের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।

জানা যায়, ২০২২-২৪ সাল পর্যন্ত এই পদে দায়িত্ব পালন করবেন অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। এ ক্ষেত্রে বাংলাদেশের জন্য এ ধরনের অর্জন এই প্রথম। যা দেশের জন্য সম্মান ও গৌরবের বলে মনে করেন সংশ্লিষ্টরা।

সূত্র মতে, ২০১৩ সালের ২১ ডিসেম্বর আইওএসকোর মানদণ্ডের ভিত্তিতে দেশের পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি ‘বি’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত হয়। এ জন্য এমএমওইউ সাক্ষরকারী হওয়ার জন্য বিএসইসির আবেদন অনুমোদন করেছে আইওএসসিও। এতে দেশের পুঁজিবাজার অনন্য এক উচ্চতায় পৌঁছেছে। ফলে বিএসইসি আন্তর্জাতিকভাবে এনফোর্সমেন্টের সহযোগিতা পাওয়া ও দেওয়া, বিএসইসি আইওএসকোর বিভিন্ন নেতৃস্থানীয় পদে নিয়োগ ও নির্বাচনের সুযোগ লাভ এবং বিএসইসি আইওএসকোর নীতিনির্ধারণী কমিটিতে অন্তর্ভুক্তির যোগ্যতা অর্জন করে।

Tag :

Please Share This Post in Your Social Media

চীনকে পরাজিত করে আইওএসকো ভাইস চেয়ার হলেন বিএসইসি চেয়ারম্যান

Update Time : ০৮:৩৭:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২০ জুলাই ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ

চীনকে ইলেকট্রনিক ভোটের মাধ্যমে পরাজিত করে প্রথমবারের মতো  ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব সিকিউরিটিজ কমিশনসের (আইওএসসিও) এশিয়া প্যাসিফিক রিজিওনালের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।

জানা যায়, ২০২২-২৪ সাল পর্যন্ত এই পদে দায়িত্ব পালন করবেন অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। এ ক্ষেত্রে বাংলাদেশের জন্য এ ধরনের অর্জন এই প্রথম। যা দেশের জন্য সম্মান ও গৌরবের বলে মনে করেন সংশ্লিষ্টরা।

সূত্র মতে, ২০১৩ সালের ২১ ডিসেম্বর আইওএসকোর মানদণ্ডের ভিত্তিতে দেশের পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি ‘বি’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত হয়। এ জন্য এমএমওইউ সাক্ষরকারী হওয়ার জন্য বিএসইসির আবেদন অনুমোদন করেছে আইওএসসিও। এতে দেশের পুঁজিবাজার অনন্য এক উচ্চতায় পৌঁছেছে। ফলে বিএসইসি আন্তর্জাতিকভাবে এনফোর্সমেন্টের সহযোগিতা পাওয়া ও দেওয়া, বিএসইসি আইওএসকোর বিভিন্ন নেতৃস্থানীয় পদে নিয়োগ ও নির্বাচনের সুযোগ লাভ এবং বিএসইসি আইওএসকোর নীতিনির্ধারণী কমিটিতে অন্তর্ভুক্তির যোগ্যতা অর্জন করে।