চিরনিদ্রায় শায়িত হলেন সাবেক এমপি ডক্টর মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ১০:৪৯:০৪ অপরাহ্ন, রবিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৪
  • / ৪৩ Time View

চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ডক্টর মোহাম্মদ শামছুল হক ভূঁইয়ার জানাজা নামাজ সম্পন্ন হয়েছে।

রোববার সকালে বাবুরহাট স্কুল এন্ড কলেজ মাঠে মরহুমের দ্বিতীয় এবং হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে তৃতীয় জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। পরে মরহুম ডক্টর মোহাম্মদ শামসুল হক ভূঁইয়ার মরদেহ পরবর্তী জানাজা ও দাফনের জন্য ফরিদগঞ্জের কাউনিয়া এলাকায় নিয়ে যান স্বজনেরা।

গত শুক্রবার সকালে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। মরহুম ডক্টর মোহাম্মদ শামসুল হক ভূঁইয়া স্ত্রী ডা. আনোয়ারা হক, দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন এবং রাজনৈতিক সহযোদ্ধা ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

জানাজা নামাজের পূর্বে চাঁদপুর জেলা আওয়ামীলীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, হাজীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গাজী মো. মাঈনুদ্দীন, হাজীগঞ্জ পৌর মেয়র আসম মাহবুব-উল আলম লিপন, মরহুমের ছেলে এহসানুল হক সহ দল মত নির্বিশেষে স্থানীয় নেতাকর্মীরা সংক্ষিপ্ত বক্তব্য রাখেন এবং মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন।

গেল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ডক্টর মোহাম্মদ শামসুল হক ভূঁইয়া চাঁদপুর -৩ ও ৪ আসন থেকে ঈগল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী ছিলেন।

Tag :

Please Share This Post in Your Social Media

চিরনিদ্রায় শায়িত হলেন সাবেক এমপি ডক্টর মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া

Update Time : ১০:৪৯:০৪ অপরাহ্ন, রবিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৪

চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ডক্টর মোহাম্মদ শামছুল হক ভূঁইয়ার জানাজা নামাজ সম্পন্ন হয়েছে।

রোববার সকালে বাবুরহাট স্কুল এন্ড কলেজ মাঠে মরহুমের দ্বিতীয় এবং হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে তৃতীয় জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। পরে মরহুম ডক্টর মোহাম্মদ শামসুল হক ভূঁইয়ার মরদেহ পরবর্তী জানাজা ও দাফনের জন্য ফরিদগঞ্জের কাউনিয়া এলাকায় নিয়ে যান স্বজনেরা।

গত শুক্রবার সকালে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। মরহুম ডক্টর মোহাম্মদ শামসুল হক ভূঁইয়া স্ত্রী ডা. আনোয়ারা হক, দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন এবং রাজনৈতিক সহযোদ্ধা ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

জানাজা নামাজের পূর্বে চাঁদপুর জেলা আওয়ামীলীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, হাজীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গাজী মো. মাঈনুদ্দীন, হাজীগঞ্জ পৌর মেয়র আসম মাহবুব-উল আলম লিপন, মরহুমের ছেলে এহসানুল হক সহ দল মত নির্বিশেষে স্থানীয় নেতাকর্মীরা সংক্ষিপ্ত বক্তব্য রাখেন এবং মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন।

গেল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ডক্টর মোহাম্মদ শামসুল হক ভূঁইয়া চাঁদপুর -৩ ও ৪ আসন থেকে ঈগল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী ছিলেন।