চাঁদপুর-৫ আসনটি শেখ হাসিনাকে উপহার দিতে চান ইঞ্জিনিয়ার সফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ১১:৪৫:১১ পূর্বাহ্ন, বুধবার, ৭ নভেম্বর ২০১৮
  • / ১৭৪ Time View

চাঁদপুর প্রতিনিধি:

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেলে চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনটি শেখ হাসিনাকে উপহার দিতে চান জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও টেক্সটাইল পেশাজীবী সংগঠনের অন্যতম শীর্ষ নেতা ইঞ্জিনিয়ার মো. সফিকুর রহমান।

ইঞ্জিনিয়ার মো. সফিকুর রহমান দুই দশক ধরে হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলায় প্রত্যক্ষভাবে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছেন। বিশেষ করে বিরোধী দল এবং ১/১১ সরকারের সময় দলের দুঃসময়ে নেতাকর্মীদের সঙ্গে থেকে সংগঠনকে ঐক্যবদ্ধ ও সুসংগঠিত রেখেছেন।

তিনি ছাত্র-ছাত্রীর উপবৃত্তি, দরিদ্র মানুষের জন্য আর্থিক সহায়তা, শীতবস্ত্র, ধর্মীয় উৎসবে উপহার সামগ্রী ও স্কুল, কলেজ, মাদরাসা, মসজিদে অনুদানসহ সব কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত রেখেছেন। গত তিনটি সংসদ নির্বাচনে দলের মনোনয়ন পাওয়ার জন্য তিনি আবেদন করেছেন। সে সময় দলের মনোনয়ন না পেয়ে দলের সভানেত্রীর নির্দেশে নৌকা প্রতীকের প্রার্থীকে জয়ী করার জন্য সার্বিক সহযোগিতা করেন। ইঞ্জিনিয়ার মো. সফিকুর রহমান দুই উপজেলার বেকার যুবকদের জন্য নিজ শিল্পপ্রতিষ্ঠান হ্যামস গ্রুপে কর্মসংস্থানের ব্যবস্থা করেন।

মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদের আত্মত্যাগকে স্মরণীয় করে রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩০ লাখ গাছ লাগানো কর্মসূচিকে সফল করার জন্য সব স্কুল ও কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন। ১০ বছরে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড পোস্টার, ব্যানার, লিফলেট, শোভাযাত্রা এবং জনসভার মাধ্যমে নির্বাচনী এলাকার মানুষের মাঝে তুলে ধরেন।

তৃণমূল থেকে উঠে আসা জনবান্ধব নেতা ইঞ্জিনিয়ার মো. সফিকুর রহমান আশা করেন, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা তাঁর কর্মকাণ্ডকে মূল্যায়ন করে নৌকার প্রার্থী হিসেবে তাঁকে মনোনয়ন দেবেন।

Tag :

Please Share This Post in Your Social Media

চাঁদপুর-৫ আসনটি শেখ হাসিনাকে উপহার দিতে চান ইঞ্জিনিয়ার সফিকুর রহমান

Update Time : ১১:৪৫:১১ পূর্বাহ্ন, বুধবার, ৭ নভেম্বর ২০১৮

চাঁদপুর প্রতিনিধি:

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেলে চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনটি শেখ হাসিনাকে উপহার দিতে চান জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও টেক্সটাইল পেশাজীবী সংগঠনের অন্যতম শীর্ষ নেতা ইঞ্জিনিয়ার মো. সফিকুর রহমান।

ইঞ্জিনিয়ার মো. সফিকুর রহমান দুই দশক ধরে হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলায় প্রত্যক্ষভাবে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছেন। বিশেষ করে বিরোধী দল এবং ১/১১ সরকারের সময় দলের দুঃসময়ে নেতাকর্মীদের সঙ্গে থেকে সংগঠনকে ঐক্যবদ্ধ ও সুসংগঠিত রেখেছেন।

তিনি ছাত্র-ছাত্রীর উপবৃত্তি, দরিদ্র মানুষের জন্য আর্থিক সহায়তা, শীতবস্ত্র, ধর্মীয় উৎসবে উপহার সামগ্রী ও স্কুল, কলেজ, মাদরাসা, মসজিদে অনুদানসহ সব কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত রেখেছেন। গত তিনটি সংসদ নির্বাচনে দলের মনোনয়ন পাওয়ার জন্য তিনি আবেদন করেছেন। সে সময় দলের মনোনয়ন না পেয়ে দলের সভানেত্রীর নির্দেশে নৌকা প্রতীকের প্রার্থীকে জয়ী করার জন্য সার্বিক সহযোগিতা করেন। ইঞ্জিনিয়ার মো. সফিকুর রহমান দুই উপজেলার বেকার যুবকদের জন্য নিজ শিল্পপ্রতিষ্ঠান হ্যামস গ্রুপে কর্মসংস্থানের ব্যবস্থা করেন।

মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদের আত্মত্যাগকে স্মরণীয় করে রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩০ লাখ গাছ লাগানো কর্মসূচিকে সফল করার জন্য সব স্কুল ও কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন। ১০ বছরে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড পোস্টার, ব্যানার, লিফলেট, শোভাযাত্রা এবং জনসভার মাধ্যমে নির্বাচনী এলাকার মানুষের মাঝে তুলে ধরেন।

তৃণমূল থেকে উঠে আসা জনবান্ধব নেতা ইঞ্জিনিয়ার মো. সফিকুর রহমান আশা করেন, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা তাঁর কর্মকাণ্ডকে মূল্যায়ন করে নৌকার প্রার্থী হিসেবে তাঁকে মনোনয়ন দেবেন।