চাঁদপুর ল’কলেজের এলএল.বি (২২-২৩) সেশনের ৫০তম অনলাইন ক্লাশ উদযাপন উৎসব অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০২:১৮:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩
  • / ৭৭৫ Time View

আল-আমিন ভূঁইয়া,(মতলব প্রতিনিধি):

চাঁদপুর ল’ কলেজের ২০২২-২০২৩ সেশনের শিক্ষার্থীদের উদ্যাগে ২২ সেপ্টেম্বর( শুক্রবার) জমকালো, চমৎকার আয়োজনের মধ্যদিয়ে “৫০তম অনলাইন ক্লাস উদযাপন উৎসব” অনুষ্ঠিত হয়।

কলেজের নিয়মিত ক্লাশ বন্ধ হয়ে যাওয়ার পর পড়ালেখা চালিয়ে নেওয়া এবং বইয়ের সাথে লাইভ কানেক্টিভিটি বজায় রাখার জন্য ছাত্র-ছাত্রীদের নিজস্ব উদ্যোগে গত ১০ জুন থেকে জুম অ্যাপস ব্যবহার করে অনলাইনে নিজেরা গ্রুপ ডিসকার্শনের মাধ্যমে ৪৯টি ক্লাশ শেষ করে। যে ক্লাশগুলোতে আয়োজকদের আহ্বানে সাড়া দিয়ে মাঝেমাঝে সম্মানিত শিক্ষক মহোদয়গণও যুক্ত হয়েছেন।
তারই ধারাবাহিকতায় ৫০তম অনলাইন ক্লাস পূর্ণ হওয়ায় উদযাপন উৎসব করার সিদ্ধান্ত গ্রহন করে ২২-২৩ সেশনের শিক্ষার্থীরা। সে অনুযায়ী ব্যাপক কর্মসূচি হাতে নিয়ে সকল শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে এক চমৎকার ও উদাহরণ সৃষ্টিকারী অনুষ্ঠান উপহার দেয়।

পবিত্র কুরআন তেলাওয়াত ও পবিত্র গীতা পাঠের মধ্যদিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে আয়োজনের মধ্যে শিক্ষকদের ফুল দিয়ে বরণ, কেক কেটে ৫০তম ক্লাশ উদযাপন, শিক্ষার্থীদের মতবিনিময় ও অনুভূতি প্রকাশ, শিক্ষক মহোদয়ের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য, শিক্ষকদের সম্মাননা স্মারক ও উপহার প্রদান, বৈকালিক নাস্তা সরবরাহ, শিক্ষার্থীদের ব্যক্তিগত আলাপচারিতা ও অনু়ভূতি প্রকাশ।

শিক্ষার্থী চন্দন কুমারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন এডভোকেট তাফাজ্জল হোসেন মিয়া ( সরকারি কৌশুলি)।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন-
এডভোকেট নিবাস চন্দ্র সরকার,
এডভোকেট খোরশেদ আলম শাওন (এপিপি, নারী ও শিশু ট্রাইব্যুনাল), এডভোকেট বিধুভূষন নাথ পলাশ, এডভোকেট জাবির হোসেন, এডভোকেট ফায়জানুল হক রিজন।

শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন মো: জহিরুল ইসলাম, বিএম সায়েম,আল-আমিন ভূঁইয়া, এম এ হান্নান, সৈয়দা ফাতেমা সুখী, মেহেজাবিন খানম, আকলিমা আক্তার আখিঁ, রাধাকৃষ্ণ মাঝি, মোহাম্মদ নাঈম পাটোয়ারী, সুরাইয়া স্মৃতি, কাজী মারুফ।

প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট তাফাজ্জল হোসেন মিয়া অনলাইন ক্লাশের উদ্যোক্তা ও আয়োজনের সাথে যুক্ত সকল ছাত্র-ছাত্রীর ভূয়সী প্রশংসা করেন। তিনি আরও বলেন যে, এমন আয়োজন চাঁদপুর ল কলেজের ইতিহাসে এবারই প্রথম এবং আমার জানামতে গোটা বাংলাদেশেই প্রথম। আপনারা অনুকরণীয় এবং অনুস্মরনীয় দৃষ্টান্ত স্থাপন করলেন।

উল্লেখ্য যে, গত রমজানে এলএল.বি ২০২২-২৩ সেশনের শিক্ষার্থীরা চাঁদপুর রেড চিলি রেস্টুরেন্টে ইফতার মাহফিল আয়োজন করে শিক্ষকগনের প্রসংশায় ভাসছেন।

অনুষ্ঠান আয়োজনের সাথে সম্পৃক্ত বিভিন্ন উপকরনের স্পন্সর হয়ে যে সকল সহপাঠী অনুষ্ঠানকে সফল করতে সহযোগিতা করেছেন, এবং উপস্থিত সকল বন্ধুপ্রতীম সহপাঠীর নিকটএডমিন প্যানেল ও অনুষ্ঠান আয়োজকরা বিশেষ ভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

Tag :

Please Share This Post in Your Social Media

চাঁদপুর ল’কলেজের এলএল.বি (২২-২৩) সেশনের ৫০তম অনলাইন ক্লাশ উদযাপন উৎসব অনুষ্ঠিত

Update Time : ০২:১৮:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩

আল-আমিন ভূঁইয়া,(মতলব প্রতিনিধি):

চাঁদপুর ল’ কলেজের ২০২২-২০২৩ সেশনের শিক্ষার্থীদের উদ্যাগে ২২ সেপ্টেম্বর( শুক্রবার) জমকালো, চমৎকার আয়োজনের মধ্যদিয়ে “৫০তম অনলাইন ক্লাস উদযাপন উৎসব” অনুষ্ঠিত হয়।

কলেজের নিয়মিত ক্লাশ বন্ধ হয়ে যাওয়ার পর পড়ালেখা চালিয়ে নেওয়া এবং বইয়ের সাথে লাইভ কানেক্টিভিটি বজায় রাখার জন্য ছাত্র-ছাত্রীদের নিজস্ব উদ্যোগে গত ১০ জুন থেকে জুম অ্যাপস ব্যবহার করে অনলাইনে নিজেরা গ্রুপ ডিসকার্শনের মাধ্যমে ৪৯টি ক্লাশ শেষ করে। যে ক্লাশগুলোতে আয়োজকদের আহ্বানে সাড়া দিয়ে মাঝেমাঝে সম্মানিত শিক্ষক মহোদয়গণও যুক্ত হয়েছেন।
তারই ধারাবাহিকতায় ৫০তম অনলাইন ক্লাস পূর্ণ হওয়ায় উদযাপন উৎসব করার সিদ্ধান্ত গ্রহন করে ২২-২৩ সেশনের শিক্ষার্থীরা। সে অনুযায়ী ব্যাপক কর্মসূচি হাতে নিয়ে সকল শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে এক চমৎকার ও উদাহরণ সৃষ্টিকারী অনুষ্ঠান উপহার দেয়।

পবিত্র কুরআন তেলাওয়াত ও পবিত্র গীতা পাঠের মধ্যদিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে আয়োজনের মধ্যে শিক্ষকদের ফুল দিয়ে বরণ, কেক কেটে ৫০তম ক্লাশ উদযাপন, শিক্ষার্থীদের মতবিনিময় ও অনুভূতি প্রকাশ, শিক্ষক মহোদয়ের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য, শিক্ষকদের সম্মাননা স্মারক ও উপহার প্রদান, বৈকালিক নাস্তা সরবরাহ, শিক্ষার্থীদের ব্যক্তিগত আলাপচারিতা ও অনু়ভূতি প্রকাশ।

শিক্ষার্থী চন্দন কুমারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন এডভোকেট তাফাজ্জল হোসেন মিয়া ( সরকারি কৌশুলি)।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন-
এডভোকেট নিবাস চন্দ্র সরকার,
এডভোকেট খোরশেদ আলম শাওন (এপিপি, নারী ও শিশু ট্রাইব্যুনাল), এডভোকেট বিধুভূষন নাথ পলাশ, এডভোকেট জাবির হোসেন, এডভোকেট ফায়জানুল হক রিজন।

শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন মো: জহিরুল ইসলাম, বিএম সায়েম,আল-আমিন ভূঁইয়া, এম এ হান্নান, সৈয়দা ফাতেমা সুখী, মেহেজাবিন খানম, আকলিমা আক্তার আখিঁ, রাধাকৃষ্ণ মাঝি, মোহাম্মদ নাঈম পাটোয়ারী, সুরাইয়া স্মৃতি, কাজী মারুফ।

প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট তাফাজ্জল হোসেন মিয়া অনলাইন ক্লাশের উদ্যোক্তা ও আয়োজনের সাথে যুক্ত সকল ছাত্র-ছাত্রীর ভূয়সী প্রশংসা করেন। তিনি আরও বলেন যে, এমন আয়োজন চাঁদপুর ল কলেজের ইতিহাসে এবারই প্রথম এবং আমার জানামতে গোটা বাংলাদেশেই প্রথম। আপনারা অনুকরণীয় এবং অনুস্মরনীয় দৃষ্টান্ত স্থাপন করলেন।

উল্লেখ্য যে, গত রমজানে এলএল.বি ২০২২-২৩ সেশনের শিক্ষার্থীরা চাঁদপুর রেড চিলি রেস্টুরেন্টে ইফতার মাহফিল আয়োজন করে শিক্ষকগনের প্রসংশায় ভাসছেন।

অনুষ্ঠান আয়োজনের সাথে সম্পৃক্ত বিভিন্ন উপকরনের স্পন্সর হয়ে যে সকল সহপাঠী অনুষ্ঠানকে সফল করতে সহযোগিতা করেছেন, এবং উপস্থিত সকল বন্ধুপ্রতীম সহপাঠীর নিকটএডমিন প্যানেল ও অনুষ্ঠান আয়োজকরা বিশেষ ভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।