চাঁদপুরে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০২:২৪:৪৮ অপরাহ্ন, সোমবার, ৯ মে ২০২২
  • / ১৯০ Time View

শাওন পাটওয়ারীঃ

চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের মুন্সিরহাট এলাকায় রুপা বেগম (২৮) নামে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (০৯ মে) বেলা ১১টার দিকে ওই এলাকার দনপর্দ্দি গ্রামের মজিদ প্রদানিয়া বাড়ীর দ্বিতল বিল্ডিং এর নীচতলা থেকে মরদেহ উদ্ধার করে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ।

নিহত রুপা বেগম একই ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের বাংলাবাজার এলাকার প্রধানিয়া বাড়ীর নাছির দেওয়ানের স্ত্রী। তার দুই পুত্র সন্তান রয়েছে। ঘটনার পর থেকে ওই নারীর স্বামী নাছির দেওয়ান পলাতক রয়েছেন। রুপা বেগম এর পিতার বাড়ী সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের কমলাপুর গ্রামে।

স্থানীয় বাসিন্দা লিটন হাজারা জানান, নাছির দেওয়ান স্ত্রী সন্তান নিয়ে মজিদ প্রধানিয়ার বাড়ীতে ভাড়া থাকেন। পেশায় রং মিস্ত্রি। রবিবার দিনগত রাতের কোন এক সময় এই হত্যাকান্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা সংবাদ দিলে ঘটনাস্থলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। কি কারণে এই হত্যাকান্ড তা জানা যায়নি।

এদিকে, সংবাদ পেয়ে স্থানীয় জনপ্রতিনিধি, সিআইডি পিবিআই ও পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আসিফ মহিউদ্দিন বলেন, চাঁদপুর সদর উপজেলার বিষ্ণপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ধনপর্দ্দি গ্রামের প্রধানিয়া বাড়িতে ভাড়াটিয়া নাসির উদ্দীন দেওয়ান তার স্ত্রী রূপা বেগম কে ধারালো বটি দা দিয়ে গলা জবাই করে হত্যা করা হয়। আমরা খবর পেয়ে ঘটনাস্হলে এসে হত্যার কাজে ব্যবহৃত দা উদ্ধার করেছি।আমাদের সাথে সি আই ডি, পি বি আই সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাৎক্ষনিক তদন্ত কাজ শুরু করেছে।

পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য থানায় নিয়ে আসে।

Tag :

Please Share This Post in Your Social Media

চাঁদপুরে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার

Update Time : ০২:২৪:৪৮ অপরাহ্ন, সোমবার, ৯ মে ২০২২

শাওন পাটওয়ারীঃ

চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের মুন্সিরহাট এলাকায় রুপা বেগম (২৮) নামে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (০৯ মে) বেলা ১১টার দিকে ওই এলাকার দনপর্দ্দি গ্রামের মজিদ প্রদানিয়া বাড়ীর দ্বিতল বিল্ডিং এর নীচতলা থেকে মরদেহ উদ্ধার করে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ।

নিহত রুপা বেগম একই ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের বাংলাবাজার এলাকার প্রধানিয়া বাড়ীর নাছির দেওয়ানের স্ত্রী। তার দুই পুত্র সন্তান রয়েছে। ঘটনার পর থেকে ওই নারীর স্বামী নাছির দেওয়ান পলাতক রয়েছেন। রুপা বেগম এর পিতার বাড়ী সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের কমলাপুর গ্রামে।

স্থানীয় বাসিন্দা লিটন হাজারা জানান, নাছির দেওয়ান স্ত্রী সন্তান নিয়ে মজিদ প্রধানিয়ার বাড়ীতে ভাড়া থাকেন। পেশায় রং মিস্ত্রি। রবিবার দিনগত রাতের কোন এক সময় এই হত্যাকান্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা সংবাদ দিলে ঘটনাস্থলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। কি কারণে এই হত্যাকান্ড তা জানা যায়নি।

এদিকে, সংবাদ পেয়ে স্থানীয় জনপ্রতিনিধি, সিআইডি পিবিআই ও পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আসিফ মহিউদ্দিন বলেন, চাঁদপুর সদর উপজেলার বিষ্ণপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ধনপর্দ্দি গ্রামের প্রধানিয়া বাড়িতে ভাড়াটিয়া নাসির উদ্দীন দেওয়ান তার স্ত্রী রূপা বেগম কে ধারালো বটি দা দিয়ে গলা জবাই করে হত্যা করা হয়। আমরা খবর পেয়ে ঘটনাস্হলে এসে হত্যার কাজে ব্যবহৃত দা উদ্ধার করেছি।আমাদের সাথে সি আই ডি, পি বি আই সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাৎক্ষনিক তদন্ত কাজ শুরু করেছে।

পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য থানায় নিয়ে আসে।