চসিকের উন্নয়নে ১৮০ দিনই কাজ করবেন নবনিযুক্ত প্রশাসক

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০১:৪৯:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২০
  • / ১৩১ Time View
 নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব নিয়েছেন খোরশেদ আলম সুজন। এসময় তিনি বলেন, সিটি করপোরেশনের উন্নয়নের জন্য ১৮০ দিনই মাঠে কাজ করবেন তিনি।
.

এ সময় তিনি আরো বলেন, দুর্নীতির বিষয়ে কাউকে ছাড় দেয়া হবে না। আজ বৃহস্পতিবার সকালে সাড়ে ৯টায় দায়িত্ব গ্রহণের জন্য নগর ভবনে আসলে সিটি করপোরেশনের কর্মকর্তা কর্মচারীরা তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানায়। পরে সিটি করপোরেশনের সম্মেলন কক্ষে কর্মকর্তা কর্মচারীদের সাথে এক মতবিনিময় সভা করেন।

এ সময় তিনি কর্মকর্তাদের দুর্নীতি ছেড়ে দেয়ার আহ্বান জানান। কারো বিরুদ্ধে অভিযোগ পেলে তাকে ছাড় দেয়া হবে না। প্রতিদিন সকাল ৯টার মধ্যেই বর্জ্য অপসারাণের নির্দেশ দেন তিনি।

উল্লেখ্য ২০১৫ সালের ৬ই আগস্ট আ জ ম নাছির উদ্দীন মেয়রের দায়িত্ব নিয়েছিলেন। স্থানীয় সরকার আইন অনুযায়ী পর্ষদের মেয়াদ পাঁচ বছর। এই হিসেবে বর্তমান পর্ষদের মেয়াদ শেষ হয়েছে বুধবার  (৫ই আগস্ট)। এর একদিন আগে দায়িত্ব পেয়েছেন খোরশেদ আলম সুজন।

নিয়ম অনুযায়ী মেয়াদপূর্তির ১৮০ দিনের মধ্যে নির্বাচন করতে হবে। সে হিসাবে ২৯শে মার্চ ভোটের তারিখ নির্ধারণ করে নির্বাচন কমিশন তফসিলও ঘোষণা করেছিল। কিন্তু করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় ভোটের এক সপ্তাহ আগে ২১শে মার্চ নির্বাচন স্থগিত করেন ইসি।

Tag :

Please Share This Post in Your Social Media

চসিকের উন্নয়নে ১৮০ দিনই কাজ করবেন নবনিযুক্ত প্রশাসক

Update Time : ০১:৪৯:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২০
 নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব নিয়েছেন খোরশেদ আলম সুজন। এসময় তিনি বলেন, সিটি করপোরেশনের উন্নয়নের জন্য ১৮০ দিনই মাঠে কাজ করবেন তিনি।
.

এ সময় তিনি আরো বলেন, দুর্নীতির বিষয়ে কাউকে ছাড় দেয়া হবে না। আজ বৃহস্পতিবার সকালে সাড়ে ৯টায় দায়িত্ব গ্রহণের জন্য নগর ভবনে আসলে সিটি করপোরেশনের কর্মকর্তা কর্মচারীরা তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানায়। পরে সিটি করপোরেশনের সম্মেলন কক্ষে কর্মকর্তা কর্মচারীদের সাথে এক মতবিনিময় সভা করেন।

এ সময় তিনি কর্মকর্তাদের দুর্নীতি ছেড়ে দেয়ার আহ্বান জানান। কারো বিরুদ্ধে অভিযোগ পেলে তাকে ছাড় দেয়া হবে না। প্রতিদিন সকাল ৯টার মধ্যেই বর্জ্য অপসারাণের নির্দেশ দেন তিনি।

উল্লেখ্য ২০১৫ সালের ৬ই আগস্ট আ জ ম নাছির উদ্দীন মেয়রের দায়িত্ব নিয়েছিলেন। স্থানীয় সরকার আইন অনুযায়ী পর্ষদের মেয়াদ পাঁচ বছর। এই হিসেবে বর্তমান পর্ষদের মেয়াদ শেষ হয়েছে বুধবার  (৫ই আগস্ট)। এর একদিন আগে দায়িত্ব পেয়েছেন খোরশেদ আলম সুজন।

নিয়ম অনুযায়ী মেয়াদপূর্তির ১৮০ দিনের মধ্যে নির্বাচন করতে হবে। সে হিসাবে ২৯শে মার্চ ভোটের তারিখ নির্ধারণ করে নির্বাচন কমিশন তফসিলও ঘোষণা করেছিল। কিন্তু করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় ভোটের এক সপ্তাহ আগে ২১শে মার্চ নির্বাচন স্থগিত করেন ইসি।