চট্টগ্রাম শিক্ষাবোর্ডে পাসের হার ৯১.১২ শতাংশ

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ১১:৩০:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর ২০২১
  • / ১৯৫ Time View

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এসএসসিতে পাসের হার ৯১.১২ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে ১২ হাজার ৭৯১ জন।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সকালে পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ন চন্দ্র নাথ এ তথ্য জানান।

২০২১ সালের এসএসসি পরীক্ষায় ২০৪টি কেন্দ্রে ১ হাজার ৭৬টি স্কুলের মোট পরীক্ষার্থী ১ লাখ ৬১ হাজার ৭৮ জনের মধ্যে উপস্থিত ছিল ১ লাখ ৫৮ হাজার ৬৩৬ জন। পাস করেছে ১ লাখ ৪৪ হাজার ৫৫০ জন। এদের মধ্যে ছাত্র ৬৭ হাজার ১৭১ জন এবং ছাত্রী ৭৭ হাজার ৩৭৯ জন। পাসের হার ৯১.১২ শতাংশ, যা গত বছরের তুলনায় ৬.৩৭ শতাংশ বেশি।

ছাত্র পাসের হার ৯০.১৪ শতাংশ যা গত বছরের তুলনায় ৫.২১ শতাংশ বেশি এবং ছাত্রী পাসের হার ৯১.৯৯ শতাংশ যা গত বৎসরের তুলনায় ৭.৩৯ শতাংশ বেশি। এবার জিপিএ ৫ পেয়েছে সর্বমোট ১২ হাজার ৭৯১ জন যা গত বৎসরের তুলনায় ৩ হাজার ৭৮৩ জন বেশি। এর মধ্যে ছাত্র ৫ হাজার ৩৮২ জন যা গত বৎসরের তুলনায় ১ হাজার ১৩৭ জন বেশি এবং ছাত্রী ৭ হাজার ৪০৯ জন যা গত বৎসরের তুলনায় ২ হাজার ৬৪৬ জন বেশি।

এ বছর বিজ্ঞানে পাসের হার ৯৬.৮২ শতাংশ, মানবিকে পাসের হার ৮৭.৪৭ শতাংশ এবং ব্যবসায় শিক্ষায় পাসের হার ৯২.০০ শতাংশ। বিজ্ঞানে জিপিএ ৫ পেয়েছে ১১ হাজার ২৯১ জন, মানবিকে জিপিএ ৫ পেয়েছে ১৫৬ জন এবং ব্যবসায় শিক্ষায় জিপিএ ৫ পেয়েছে ১৩৪৪ জন।

চট্টগ্রাম মহানগরে পাসের হার ৯৫.২৭ শতাংশ যা গত বছরের তুলনায় ৪.৯৩ শতাংশ বেশি, মহনগর ব্যতীত চট্টগ্রাম জেলায় পাশের ৯১.০১ শতাংশ। মহানগরসহ চট্টগ্রাম জেলায় পাসের হার ৯২.১৯ শতাংশ।

কক্সবাজার জেলায় পাসের হার ৯০.৯৪ শতাংশ, রাঙামাটি জেলায় পাসের হার ৮৬.৮৩ শতাংশ, খাগড়াছড়ি জেলায় পাসের হার ৮৪.১৯ শতাংশ এবং বান্দরবান জেলায় পাসের হার ৯০.৮৫ শতাংশ। সকল সূচকেই এ বছর পরীক্ষার্থীরা বিগত বছরের তুলনায় ভালো ফল করেছে।

জিপিএ ৫ বৃদ্ধির ক্ষেত্রেও এগিয়ে আছে ছাত্রীরা। গত বছরের তুলনায় তাদের জিপিএ ৫ বেড়েছে ২ হাজার ৬৪৬টি। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে পিছিয়ে পড়া পার্বত্য এলাকায়ও এবার পাসের হার গত বছরের তুলনায় বেড়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

চট্টগ্রাম শিক্ষাবোর্ডে পাসের হার ৯১.১২ শতাংশ

Update Time : ১১:৩০:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর ২০২১

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এসএসসিতে পাসের হার ৯১.১২ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে ১২ হাজার ৭৯১ জন।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সকালে পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ন চন্দ্র নাথ এ তথ্য জানান।

২০২১ সালের এসএসসি পরীক্ষায় ২০৪টি কেন্দ্রে ১ হাজার ৭৬টি স্কুলের মোট পরীক্ষার্থী ১ লাখ ৬১ হাজার ৭৮ জনের মধ্যে উপস্থিত ছিল ১ লাখ ৫৮ হাজার ৬৩৬ জন। পাস করেছে ১ লাখ ৪৪ হাজার ৫৫০ জন। এদের মধ্যে ছাত্র ৬৭ হাজার ১৭১ জন এবং ছাত্রী ৭৭ হাজার ৩৭৯ জন। পাসের হার ৯১.১২ শতাংশ, যা গত বছরের তুলনায় ৬.৩৭ শতাংশ বেশি।

ছাত্র পাসের হার ৯০.১৪ শতাংশ যা গত বছরের তুলনায় ৫.২১ শতাংশ বেশি এবং ছাত্রী পাসের হার ৯১.৯৯ শতাংশ যা গত বৎসরের তুলনায় ৭.৩৯ শতাংশ বেশি। এবার জিপিএ ৫ পেয়েছে সর্বমোট ১২ হাজার ৭৯১ জন যা গত বৎসরের তুলনায় ৩ হাজার ৭৮৩ জন বেশি। এর মধ্যে ছাত্র ৫ হাজার ৩৮২ জন যা গত বৎসরের তুলনায় ১ হাজার ১৩৭ জন বেশি এবং ছাত্রী ৭ হাজার ৪০৯ জন যা গত বৎসরের তুলনায় ২ হাজার ৬৪৬ জন বেশি।

এ বছর বিজ্ঞানে পাসের হার ৯৬.৮২ শতাংশ, মানবিকে পাসের হার ৮৭.৪৭ শতাংশ এবং ব্যবসায় শিক্ষায় পাসের হার ৯২.০০ শতাংশ। বিজ্ঞানে জিপিএ ৫ পেয়েছে ১১ হাজার ২৯১ জন, মানবিকে জিপিএ ৫ পেয়েছে ১৫৬ জন এবং ব্যবসায় শিক্ষায় জিপিএ ৫ পেয়েছে ১৩৪৪ জন।

চট্টগ্রাম মহানগরে পাসের হার ৯৫.২৭ শতাংশ যা গত বছরের তুলনায় ৪.৯৩ শতাংশ বেশি, মহনগর ব্যতীত চট্টগ্রাম জেলায় পাশের ৯১.০১ শতাংশ। মহানগরসহ চট্টগ্রাম জেলায় পাসের হার ৯২.১৯ শতাংশ।

কক্সবাজার জেলায় পাসের হার ৯০.৯৪ শতাংশ, রাঙামাটি জেলায় পাসের হার ৮৬.৮৩ শতাংশ, খাগড়াছড়ি জেলায় পাসের হার ৮৪.১৯ শতাংশ এবং বান্দরবান জেলায় পাসের হার ৯০.৮৫ শতাংশ। সকল সূচকেই এ বছর পরীক্ষার্থীরা বিগত বছরের তুলনায় ভালো ফল করেছে।

জিপিএ ৫ বৃদ্ধির ক্ষেত্রেও এগিয়ে আছে ছাত্রীরা। গত বছরের তুলনায় তাদের জিপিএ ৫ বেড়েছে ২ হাজার ৬৪৬টি। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে পিছিয়ে পড়া পার্বত্য এলাকায়ও এবার পাসের হার গত বছরের তুলনায় বেড়েছে।