গাজায় রাতভর ইসরায়েলের হামলা, নিহত ৫৫

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ১২:৩০:১৫ অপরাহ্ন, রবিবার, ২২ অক্টোবর ২০২৩
  • / ৬৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক

হামাস নিয়ন্ত্রিত ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের বিমান হামলা চলছেই। দিনে-রাতে সমান তালে গাজায় বোমা ফেলছে ইসরায়েলি যুদ্ধ বিমান।

শনিবার দিবাগত রাতে গাজায় ইসরায়েলি বিমান হামলায় শিশু–নারীসহ অন্তত ৫৫ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

আল জাজিরার খবরে বলা হয়েছে, শনিবার রাতে মধ্য গাজার আল নুসিরাত ক্যাম্পের একটি শপিং প্লাজায় হামলা চালায় ইসরায়েল। এ হামলায় অন্তত ৯ জন নিহত এবং আরও কয়েক ডজন মানুষ আহত হয়েছে।

দক্ষিণ গাজার মধ্য খান ইউনিসের একটি বাড়িতে ইসরায়েলের আরেকটি ভয়াবহ বিমান হামলায় দুজন নারী ও আট বছরের এক শিশুসহ তিনজন নিহত হয়েছে।

রোববার ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস এক বিবৃতিতে বলেছে, শনিবার গাজা উপত্যকায় রাতভর ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৫৫ জন নিহত হয়েছে। শনিবার ইসরায়েলের সামরিক বাহিনীর একজন মুখপাত্র রোববার সন্ধ্যা থেকে গাজায় হামলার তীব্রতা বাড়ানো হবে বলে ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যে অন্তত ৩০টিরও বাড়ি ধ্বংস করা হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, রাতভর বিমান হামলায় অন্তত ৫০ জন ফিলিস্তিনি নিহত হয়েছে।

৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। ওই দিনই পাল্টা আক্রমণ শুরু করে ইসরায়েল। এর পর থেকে নির্বিচার হামলা চলছে। অবরুদ্ধ রয়েছে গাজা উপত্যকা।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় দুই সপ্তাহের বেশি সময় ধরে চলা ইসরায়েলের নির্বিচার হামলায় ৪ হাজার ৩৮৫ জন নিহত হয়েছেন।

Tag :

Please Share This Post in Your Social Media

গাজায় রাতভর ইসরায়েলের হামলা, নিহত ৫৫

Update Time : ১২:৩০:১৫ অপরাহ্ন, রবিবার, ২২ অক্টোবর ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক

হামাস নিয়ন্ত্রিত ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের বিমান হামলা চলছেই। দিনে-রাতে সমান তালে গাজায় বোমা ফেলছে ইসরায়েলি যুদ্ধ বিমান।

শনিবার দিবাগত রাতে গাজায় ইসরায়েলি বিমান হামলায় শিশু–নারীসহ অন্তত ৫৫ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

আল জাজিরার খবরে বলা হয়েছে, শনিবার রাতে মধ্য গাজার আল নুসিরাত ক্যাম্পের একটি শপিং প্লাজায় হামলা চালায় ইসরায়েল। এ হামলায় অন্তত ৯ জন নিহত এবং আরও কয়েক ডজন মানুষ আহত হয়েছে।

দক্ষিণ গাজার মধ্য খান ইউনিসের একটি বাড়িতে ইসরায়েলের আরেকটি ভয়াবহ বিমান হামলায় দুজন নারী ও আট বছরের এক শিশুসহ তিনজন নিহত হয়েছে।

রোববার ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস এক বিবৃতিতে বলেছে, শনিবার গাজা উপত্যকায় রাতভর ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৫৫ জন নিহত হয়েছে। শনিবার ইসরায়েলের সামরিক বাহিনীর একজন মুখপাত্র রোববার সন্ধ্যা থেকে গাজায় হামলার তীব্রতা বাড়ানো হবে বলে ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যে অন্তত ৩০টিরও বাড়ি ধ্বংস করা হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, রাতভর বিমান হামলায় অন্তত ৫০ জন ফিলিস্তিনি নিহত হয়েছে।

৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। ওই দিনই পাল্টা আক্রমণ শুরু করে ইসরায়েল। এর পর থেকে নির্বিচার হামলা চলছে। অবরুদ্ধ রয়েছে গাজা উপত্যকা।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় দুই সপ্তাহের বেশি সময় ধরে চলা ইসরায়েলের নির্বিচার হামলায় ৪ হাজার ৩৮৫ জন নিহত হয়েছেন।