গাজায় ইসরাইলি সেনা নিহতের সংখ্যা বেড়েই চলেছে

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০২:১৩:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জানুয়ারী ২০২৪
  • / ৫৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক

অবরুদ্ধ গাজা উপত্যকার মধ্যাঞ্চলে যুদ্ধক্ষেত্রে ইসরাইলের আরও এক সেনা নিহত হয়েছে। ইসরাইলের দখলদার বাহিনী ঘোষণা করেছে, ৯৯ ডিভিশনের কম্ব্যাট মেডিক্যাল ইউনিটের রিজার্ভ সেনা এলকানা নিউল্যান্ডার মারা যায়।

ইসরাইলের স্বীকারোক্তি মতে- নিউল্যান্ডারের মৃত্যুর মধ্য দিয়ে এ পর্যন্ত গাজায় স্থল অভিযান চালাতে গিয়ে ১৮৬ জন দখলদার সেনা নিহত হয়েছে। তবে গাজার প্রতিরোধকামী সংগঠনগুলো বলছে, তাদের হামলায় ইসরাইলের আরো বেশি সেনা মারা গেছে। এদিকে, গতকাল মধ্য গাজায় ইহুদিবাদীদের ইফতাচ ব্রিগেডের আরেক সেনা মারাত্মকভাবে আহত হয়েছে। তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হয়েছে।

অন্যদিকে, গাজায় যুদ্ধ করতে গিয়ে ইসরাইলের খ্যাতনামা নায়ক ইদান আমেদি মারাত্মকভাবে আহত হয়ে এখন হাসপাতালে শয্যাশায়ী। জীবনে প্রথম যুদ্ধ করতে গিয়েই সে মারাত্মকভাবে আহত হয়েছে। এর আগে ইসরায়েলের একটি সিরিয়ালে একজন সেনার ভূমিকায় অভিনয় করে বিশেষ জনপ্রিয়তা অর্জন করেছিল আমেদি। ওই সিরিয়ালে গাজা ও পশ্চিম তীরে বহু অভিযানের সফল নেতৃত্ব দেয় আমেদি। কিন্তু বাস্তব জীবনে যুদ্ধে গিয়েই সে আহত হয়েছে। কুর্দি বংশোদ্ভুত আমেদি একজন সঙ্গীতশিল্পী ও লেখক হিসেবেও পরিচিত।

গত ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরাইলের সর্বমোট ৫২০ জন সেনা ও ৬০ জন পুলিশ নিহত হয়েছে বলে তেল আবিব স্বীকার করেছে। পার্সটুডে

Tag :

Please Share This Post in Your Social Media

গাজায় ইসরাইলি সেনা নিহতের সংখ্যা বেড়েই চলেছে

Update Time : ০২:১৩:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জানুয়ারী ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক

অবরুদ্ধ গাজা উপত্যকার মধ্যাঞ্চলে যুদ্ধক্ষেত্রে ইসরাইলের আরও এক সেনা নিহত হয়েছে। ইসরাইলের দখলদার বাহিনী ঘোষণা করেছে, ৯৯ ডিভিশনের কম্ব্যাট মেডিক্যাল ইউনিটের রিজার্ভ সেনা এলকানা নিউল্যান্ডার মারা যায়।

ইসরাইলের স্বীকারোক্তি মতে- নিউল্যান্ডারের মৃত্যুর মধ্য দিয়ে এ পর্যন্ত গাজায় স্থল অভিযান চালাতে গিয়ে ১৮৬ জন দখলদার সেনা নিহত হয়েছে। তবে গাজার প্রতিরোধকামী সংগঠনগুলো বলছে, তাদের হামলায় ইসরাইলের আরো বেশি সেনা মারা গেছে। এদিকে, গতকাল মধ্য গাজায় ইহুদিবাদীদের ইফতাচ ব্রিগেডের আরেক সেনা মারাত্মকভাবে আহত হয়েছে। তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হয়েছে।

অন্যদিকে, গাজায় যুদ্ধ করতে গিয়ে ইসরাইলের খ্যাতনামা নায়ক ইদান আমেদি মারাত্মকভাবে আহত হয়ে এখন হাসপাতালে শয্যাশায়ী। জীবনে প্রথম যুদ্ধ করতে গিয়েই সে মারাত্মকভাবে আহত হয়েছে। এর আগে ইসরায়েলের একটি সিরিয়ালে একজন সেনার ভূমিকায় অভিনয় করে বিশেষ জনপ্রিয়তা অর্জন করেছিল আমেদি। ওই সিরিয়ালে গাজা ও পশ্চিম তীরে বহু অভিযানের সফল নেতৃত্ব দেয় আমেদি। কিন্তু বাস্তব জীবনে যুদ্ধে গিয়েই সে আহত হয়েছে। কুর্দি বংশোদ্ভুত আমেদি একজন সঙ্গীতশিল্পী ও লেখক হিসেবেও পরিচিত।

গত ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরাইলের সর্বমোট ৫২০ জন সেনা ও ৬০ জন পুলিশ নিহত হয়েছে বলে তেল আবিব স্বীকার করেছে। পার্সটুডে