গাজায় ইসরাইলি আগ্রাসন: নিন্দা জানালেন ইউরোপ-আমেরিকার ৮০০ কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০৮:০০:৪০ অপরাহ্ন, শনিবার, ৩ ফেব্রুয়ারী ২০২৪
  • / ৩৮ Time View

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার উপর ইহুদিবাদী ইসরাইল যে বর্বর আগ্রাসন ও গণহত্যা চালাচ্ছে তার নিন্দা জানিয়েছেন ইউরোপ এবং আমেরিকার ৮০০’র বেশি সরকারি কর্মকর্তা। গাজার বেসামরিক ও অসহায় মানুষের ওপর ইহুদিবাদী ইসরাইল যে বর্বরতা চালাচ্ছে তার প্রতি আমেরিকা, ব্রিটেন এবং ইউরোপীয় ইউনিয়নের বহু দেশ অকুণ্ঠ সমর্থন দেয়ায় এই নিন্দা জানালেন এসব কর্মকর্তা।

গতকাল (শুক্রবার) প্রকাশিত এক বিবৃতিতে এসব কর্মকর্তা তাদের সরকারের নীতির সমালোচনা করে বলেন, এর মাধ্যমে আন্তর্জাতিক মানবাধিকারের আইন চরমভাবে লঙ্ঘিত হয়েছে। “ট্রান্সঅ্যাটলান্টিক” বিবৃতিতে বলা হয়েছে- আমেরিকা, ব্রিটেন এবং ইউরোপীয় ইউনিয়নের প্রশাসন এই শতাব্দীর অন্যতম জঘন্য মানবিক বিপর্যয়ে জড়িত হওয়ার ঝুঁকিতে রয়েছে।

কর্মকর্তারা বলেছেন, “ইসরাইল গাজায় আগ্রাসন চালানোর ক্ষেত্রে কোনো সীমানা রাখেনি যার ফলে হাজার হাজার বেসামরিক মানুষের মৃত্যু হয়েছে অথচ এসব মৃত্য ঠেকানো সম্ভব ছিল। এসব দেশ ইচ্ছাকৃতভাবে গাজায় সাহায্য বন্ধ করে পরিস্থিতিকে আরো মানবিক বিপর্যয়ের দিকে ঠেলে দিয়েছে। হাজার হাজার বেসামরিক নাগরিককে অনাহার এবং ধীর-মৃত্যুর ঝুঁকিতে ফেলেছে।”

Tag :

Please Share This Post in Your Social Media

গাজায় ইসরাইলি আগ্রাসন: নিন্দা জানালেন ইউরোপ-আমেরিকার ৮০০ কর্মকর্তা

Update Time : ০৮:০০:৪০ অপরাহ্ন, শনিবার, ৩ ফেব্রুয়ারী ২০২৪

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার উপর ইহুদিবাদী ইসরাইল যে বর্বর আগ্রাসন ও গণহত্যা চালাচ্ছে তার নিন্দা জানিয়েছেন ইউরোপ এবং আমেরিকার ৮০০’র বেশি সরকারি কর্মকর্তা। গাজার বেসামরিক ও অসহায় মানুষের ওপর ইহুদিবাদী ইসরাইল যে বর্বরতা চালাচ্ছে তার প্রতি আমেরিকা, ব্রিটেন এবং ইউরোপীয় ইউনিয়নের বহু দেশ অকুণ্ঠ সমর্থন দেয়ায় এই নিন্দা জানালেন এসব কর্মকর্তা।

গতকাল (শুক্রবার) প্রকাশিত এক বিবৃতিতে এসব কর্মকর্তা তাদের সরকারের নীতির সমালোচনা করে বলেন, এর মাধ্যমে আন্তর্জাতিক মানবাধিকারের আইন চরমভাবে লঙ্ঘিত হয়েছে। “ট্রান্সঅ্যাটলান্টিক” বিবৃতিতে বলা হয়েছে- আমেরিকা, ব্রিটেন এবং ইউরোপীয় ইউনিয়নের প্রশাসন এই শতাব্দীর অন্যতম জঘন্য মানবিক বিপর্যয়ে জড়িত হওয়ার ঝুঁকিতে রয়েছে।

কর্মকর্তারা বলেছেন, “ইসরাইল গাজায় আগ্রাসন চালানোর ক্ষেত্রে কোনো সীমানা রাখেনি যার ফলে হাজার হাজার বেসামরিক মানুষের মৃত্যু হয়েছে অথচ এসব মৃত্য ঠেকানো সম্ভব ছিল। এসব দেশ ইচ্ছাকৃতভাবে গাজায় সাহায্য বন্ধ করে পরিস্থিতিকে আরো মানবিক বিপর্যয়ের দিকে ঠেলে দিয়েছে। হাজার হাজার বেসামরিক নাগরিককে অনাহার এবং ধীর-মৃত্যুর ঝুঁকিতে ফেলেছে।”