গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি চাইলেন সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০৮:২৬:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৮ নভেম্বর ২০২৩
  • / ১১৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক

সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রী আলী আল ইউসুফ গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি অবিলম্বে ফিলিস্তিনিদের গণহত্যা বন্ধের আহ্বান জানান।

বাহরাইনের রাজধানী মানামায় বার্ষিক নিরাপত্তা সম্মেলনে তিনি এ কথা বলেছেন।

সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রী বলেন, গাজার জনগণের বিরুদ্ধে দখলদার ইসরাইলের চলমান আগ্রাসনের কারণে গোটা অঞ্চলই মারাত্মক বিপদের মুখে পড়বে। আন্তর্জাতিক সমাজকে গাজার অবরোধ প্রত্যাহারে পদক্ষেপ নিতে হবে,বন্দীদের মুক্তির জন্য কাজ করতে হবে এবং যুদ্ধ বন্ধে পদক্ষেপ গ্রহণ করতে হবে।

বিশ্ব খাদ্য কর্মসূচি জানিয়েছে, গাজায় যে পরিমাণ ত্রাণ প্রয়োজন তার মাত্র ১০ শতাংশ সেখানে পৌঁছাচ্ছে। জ্বালানির ঘাটতি এবং বেকারিগুলো বন্ধ হয়ে যাওয়ায় গাজার মানুষ না খেয়ে আছে।

৪৩ দিন ধরে গাজার বিভিন্ন স্থানে নির্বিচার বিমান হামলা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরাইলি বাহিনী। তাদের এসব হামলায় এখন পর্যন্ত ১২ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩০ হাজারেরও বেশি মানুষ। পার্সটুডে

Tag :

Please Share This Post in Your Social Media

গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি চাইলেন সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রী

Update Time : ০৮:২৬:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৮ নভেম্বর ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক

সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রী আলী আল ইউসুফ গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি অবিলম্বে ফিলিস্তিনিদের গণহত্যা বন্ধের আহ্বান জানান।

বাহরাইনের রাজধানী মানামায় বার্ষিক নিরাপত্তা সম্মেলনে তিনি এ কথা বলেছেন।

সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রী বলেন, গাজার জনগণের বিরুদ্ধে দখলদার ইসরাইলের চলমান আগ্রাসনের কারণে গোটা অঞ্চলই মারাত্মক বিপদের মুখে পড়বে। আন্তর্জাতিক সমাজকে গাজার অবরোধ প্রত্যাহারে পদক্ষেপ নিতে হবে,বন্দীদের মুক্তির জন্য কাজ করতে হবে এবং যুদ্ধ বন্ধে পদক্ষেপ গ্রহণ করতে হবে।

বিশ্ব খাদ্য কর্মসূচি জানিয়েছে, গাজায় যে পরিমাণ ত্রাণ প্রয়োজন তার মাত্র ১০ শতাংশ সেখানে পৌঁছাচ্ছে। জ্বালানির ঘাটতি এবং বেকারিগুলো বন্ধ হয়ে যাওয়ায় গাজার মানুষ না খেয়ে আছে।

৪৩ দিন ধরে গাজার বিভিন্ন স্থানে নির্বিচার বিমান হামলা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরাইলি বাহিনী। তাদের এসব হামলায় এখন পর্যন্ত ১২ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩০ হাজারেরও বেশি মানুষ। পার্সটুডে