খুলনায় বিদ্যুৎকেন্দ্রে ৩৫ চীনা নাগরিক করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ১২:০৮:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২২ মে ২০২১
  • / ১৪৯ Time View

নিজস্ব প্রতিবেদক:

খুলনার খালিশপুরের গোয়ালপাড়ায় ৩৩০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রে কর্মরত আরও ৩৫ জন চীনা নাগরিক করোনায় আক্রান্ত হয়েছেন। গত বুধবার (১৯ মে) দুই দফা নমুনা পরীক্ষায় তাদের রিপোর্ট পজিটিভ আসে। আক্রন্তদের বিদ্যুৎকেন্দ্রের আবাসিক ভবনে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

এর আগে ২২ এপ্রিল আটজন এবং ১৮ মে ৪২ জনের করোনা শনাক্ত হয়েছিল।

বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের উপ-পরিচালক প্রকৌশলী জাহিদ হোসেন জানান, গত এক মাসে প্রকল্পে কর্মরত ৮৫ জন চীনা নাগরিকের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। তাদের মধ্যে ১৯ জন নেগেটিভ হয়েছেন। এখনও ৬৬ জন আক্রান্ত। করোনা আক্রান্ত চীনা নাগরিকদের অধিকাংশের শরীরে জ্বর, কাশি বা এ ধরনের উপসর্গ নেই।

প্রকল্পে মূল ঠিকাদারি প্রতিষ্ঠান ও সহযোগী প্রতিষ্ঠানের ১৮৫ জন চীনা নাগরিক কাজ করছেন।

খুলনার সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ বলেন, বিদ্যুৎপ্রকল্পে কর্মরত এত বেশি সংখ্যক চীনা নাগরিক করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি স্বাস্থ্য দপ্তর খতিয়ে দেখছে।

Please Share This Post in Your Social Media

খুলনায় বিদ্যুৎকেন্দ্রে ৩৫ চীনা নাগরিক করোনায় আক্রান্ত

Update Time : ১২:০৮:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২২ মে ২০২১

নিজস্ব প্রতিবেদক:

খুলনার খালিশপুরের গোয়ালপাড়ায় ৩৩০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রে কর্মরত আরও ৩৫ জন চীনা নাগরিক করোনায় আক্রান্ত হয়েছেন। গত বুধবার (১৯ মে) দুই দফা নমুনা পরীক্ষায় তাদের রিপোর্ট পজিটিভ আসে। আক্রন্তদের বিদ্যুৎকেন্দ্রের আবাসিক ভবনে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

এর আগে ২২ এপ্রিল আটজন এবং ১৮ মে ৪২ জনের করোনা শনাক্ত হয়েছিল।

বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের উপ-পরিচালক প্রকৌশলী জাহিদ হোসেন জানান, গত এক মাসে প্রকল্পে কর্মরত ৮৫ জন চীনা নাগরিকের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। তাদের মধ্যে ১৯ জন নেগেটিভ হয়েছেন। এখনও ৬৬ জন আক্রান্ত। করোনা আক্রান্ত চীনা নাগরিকদের অধিকাংশের শরীরে জ্বর, কাশি বা এ ধরনের উপসর্গ নেই।

প্রকল্পে মূল ঠিকাদারি প্রতিষ্ঠান ও সহযোগী প্রতিষ্ঠানের ১৮৫ জন চীনা নাগরিক কাজ করছেন।

খুলনার সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ বলেন, বিদ্যুৎপ্রকল্পে কর্মরত এত বেশি সংখ্যক চীনা নাগরিক করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি স্বাস্থ্য দপ্তর খতিয়ে দেখছে।