খুব শ্রীঘ্রই মুক্তি পাচ্ছে চন্দ্রপীঠের ২য় গান “ব্যাবিলন”

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ১১:৩১:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ ডিসেম্বর ২০২১
  • / ২২৯ Time View

 

করোনা মহামারী কাটিয়ে কনসার্ট এ ফিরতে শুরু করেছে বাংলাদেশের ব্যান্ড গুলো।একের পর এক লাগাতার শো চলছে বাংলাদেশের বিভিন্ন জেলায়। সেই সাথে শ্রোতার মনে জায়গা করে নিচ্ছে বাংলাদেশের ব্যান্ড গুলো। তার ধারবাহিকতায় শ্রোতাদের মনে জায়গা করে নিয়েছে নোয়াখালীর ব্যান্ড “চন্দ্রপীঠ”

নোয়াখালীর এই জনপ্রিয় ব্যান্ডটির লাইনআপ এ আছেন
ভোকালিস্ট : রাসেল আহমেদ
বেজিস্ট : দিপ্ত ভৌমিক
গিটারিস্ট : মেহরাজ শিহাব
গিটারিস্ট ২ : রিয়াজ উদ্দিন খান রিয়াদ
এবং ড্রামার : শোভন
৩১ জুলাই ২০২০ সালে মুক্তি পায় চন্দ্রপীঠ এর প্রথম গান “পূনর্জন্ম”যা পেয়েছে আকাশচূম্বী জনপ্রিয়তা।

করোনা মহামারী কাটিয়ে যখন ব্যান্ড গুলো কনসার্টে ফিরতে শুরু করেছে তখন চন্দ্রপীঠের অফিশিয়াল ফেসবুক পেইজ থেকে যানা যায় খুব শ্রীঘ্রই তারা তাদের ২য় গান “ব্যাবিলন” মুক্তি দিতে যাচ্ছে। যার রেকডিং এর কাজ প্রায় শেষ।

আশা করা যায় তাদের এই ২য় গানটি শ্রোতামহলে তুমুল জনপ্রিয়তা লাভ করবে।

লেখক : মুশফিকুর রহমান শিহাব।

Tag :

Please Share This Post in Your Social Media

খুব শ্রীঘ্রই মুক্তি পাচ্ছে চন্দ্রপীঠের ২য় গান “ব্যাবিলন”

Update Time : ১১:৩১:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ ডিসেম্বর ২০২১

 

করোনা মহামারী কাটিয়ে কনসার্ট এ ফিরতে শুরু করেছে বাংলাদেশের ব্যান্ড গুলো।একের পর এক লাগাতার শো চলছে বাংলাদেশের বিভিন্ন জেলায়। সেই সাথে শ্রোতার মনে জায়গা করে নিচ্ছে বাংলাদেশের ব্যান্ড গুলো। তার ধারবাহিকতায় শ্রোতাদের মনে জায়গা করে নিয়েছে নোয়াখালীর ব্যান্ড “চন্দ্রপীঠ”

নোয়াখালীর এই জনপ্রিয় ব্যান্ডটির লাইনআপ এ আছেন
ভোকালিস্ট : রাসেল আহমেদ
বেজিস্ট : দিপ্ত ভৌমিক
গিটারিস্ট : মেহরাজ শিহাব
গিটারিস্ট ২ : রিয়াজ উদ্দিন খান রিয়াদ
এবং ড্রামার : শোভন
৩১ জুলাই ২০২০ সালে মুক্তি পায় চন্দ্রপীঠ এর প্রথম গান “পূনর্জন্ম”যা পেয়েছে আকাশচূম্বী জনপ্রিয়তা।

করোনা মহামারী কাটিয়ে যখন ব্যান্ড গুলো কনসার্টে ফিরতে শুরু করেছে তখন চন্দ্রপীঠের অফিশিয়াল ফেসবুক পেইজ থেকে যানা যায় খুব শ্রীঘ্রই তারা তাদের ২য় গান “ব্যাবিলন” মুক্তি দিতে যাচ্ছে। যার রেকডিং এর কাজ প্রায় শেষ।

আশা করা যায় তাদের এই ২য় গানটি শ্রোতামহলে তুমুল জনপ্রিয়তা লাভ করবে।

লেখক : মুশফিকুর রহমান শিহাব।