খাবার নিতে গিয়ে পদদলিত হয়ে নিহত ৩১, আহত ৭

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০৯:৪৬:২৮ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মে ২০২২
  • / ১৫৩ Time View

আন্তর্জাতিক ডেস্কঃ

দক্ষিণ নাইজেরিয়ার রিভার রাজ্যের রাজধানী পোর্ট হারকোর্টের একটি গির্জায় খাবার বিতরণকালে পদদলিত হয়ে অন্তত ৩১ জনের প্রাণহানি এবং ৭ জন আহত হয়েছেন।

শনিবার ভোরে গির্জায় খাবার গ্রহণের জন্য আসা শত শত মানুষের চাপে একটি গেট ভেঙ্গে যায়। যার ফলে পদদলিত হয়ে ওই প্রাণহানির ঘটনা ঘটে বলে জানায় পুলিশ।

রিভার রাজ্য পুলিশের মুখপাত্র গ্রেস ইরিঞ্জ-কোকো রয়টার্সকে বলেন, “লোকেরা আগে ভাগেই সেখানে উপস্থিত হয় এবং কেউ কেউ অধৈর্য হয়ে ছোটাছুটি শুরু করে। যার ফলে পদদলিত হওয়ার ঘটনা ঘটে। তদন্ত চলছে এবং পুলিশ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।”

হতাহতদের উদ্ধার করে নিকটবর্তী পোর্ট হারকোর্ট সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলেও জানান তিনি।

স্থানীয় সংবাদ মাধ্যমে জানানো হয়, পোর্ট হারকোর্ট পোলো ক্লাবে অনুষ্ঠিত দ্য কিংস অ্যাসেম্বলির “বিনামূল্যে কেনাকাটা” শীর্ষক একটি দাতব্য আয়োজনে সাড়া দিয়ে প্রচুর লোক জড়ো হয়। ওই খাবার পাওয়ার জন্য শুক্রবার থেকেই বহু সংখ্যক লোক সেখানে সারিবদ্ধ হয়েছিল। সূত্র- রয়টার্স।

Tag :

Please Share This Post in Your Social Media

খাবার নিতে গিয়ে পদদলিত হয়ে নিহত ৩১, আহত ৭

Update Time : ০৯:৪৬:২৮ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মে ২০২২

আন্তর্জাতিক ডেস্কঃ

দক্ষিণ নাইজেরিয়ার রিভার রাজ্যের রাজধানী পোর্ট হারকোর্টের একটি গির্জায় খাবার বিতরণকালে পদদলিত হয়ে অন্তত ৩১ জনের প্রাণহানি এবং ৭ জন আহত হয়েছেন।

শনিবার ভোরে গির্জায় খাবার গ্রহণের জন্য আসা শত শত মানুষের চাপে একটি গেট ভেঙ্গে যায়। যার ফলে পদদলিত হয়ে ওই প্রাণহানির ঘটনা ঘটে বলে জানায় পুলিশ।

রিভার রাজ্য পুলিশের মুখপাত্র গ্রেস ইরিঞ্জ-কোকো রয়টার্সকে বলেন, “লোকেরা আগে ভাগেই সেখানে উপস্থিত হয় এবং কেউ কেউ অধৈর্য হয়ে ছোটাছুটি শুরু করে। যার ফলে পদদলিত হওয়ার ঘটনা ঘটে। তদন্ত চলছে এবং পুলিশ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।”

হতাহতদের উদ্ধার করে নিকটবর্তী পোর্ট হারকোর্ট সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলেও জানান তিনি।

স্থানীয় সংবাদ মাধ্যমে জানানো হয়, পোর্ট হারকোর্ট পোলো ক্লাবে অনুষ্ঠিত দ্য কিংস অ্যাসেম্বলির “বিনামূল্যে কেনাকাটা” শীর্ষক একটি দাতব্য আয়োজনে সাড়া দিয়ে প্রচুর লোক জড়ো হয়। ওই খাবার পাওয়ার জন্য শুক্রবার থেকেই বহু সংখ্যক লোক সেখানে সারিবদ্ধ হয়েছিল। সূত্র- রয়টার্স।