ক্যালিফোর্নিয়ায় দুই হেলিকপ্টারের সংঘর্ষে নিহত তিন

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০৫:৪৭:০৪ অপরাহ্ন, সোমবার, ৭ অগাস্ট ২০২৩
  • / ১৩১ Time View

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার রিভারসাইড কাউন্টিতে আগুন নেভানোর সময় দুটি হেলিকপ্টারের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।

রোববার স্থানীয় সময় গভীর রাতে একটি বেল ৪০৭ হেলিকপ্টার এবং একটি সিকরস্কি এস-৬৪ই হেলিকপ্টারের মধ্যে মধ্য-আকাশে সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানিয়েছে ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি)। এ ঘটনার তদন্ত করা হচ্ছে বলেও জানিয়েছে তারা।

ক্যালিফোর্নিয়ার বনায়ন ও অগ্নি সুরক্ষা বিভাগের (ক্যালফায়ার) দক্ষিণাঞ্চলের প্রধান ডেভিড ফুলচারের বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, সংঘর্ষের পর প্রথম হেলিকপ্টারটি নিরাপদে অবতরণ করে কিন্তু দ্বিতীয়টি বিধ্বস্ত হয় এবং এতে তিন আরোহী নিহত হন।

ফুলচারের বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, নিহতদের মধ্যে একজন চুক্তিবদ্ধ পাইলট, ক্যালফায়ারের এক বিভাগীয় প্রধান এবং একজন ক্যাপ্টেন রয়েছেন।

রিভারসাইড কাউন্টি শেরিফের দপ্তর জানিয়েছে, রোববার গভীর রাতে কাবাজনে একটি বিমান সংঘর্ষের ঘটনার প্রতিক্রিয়া জানায় তারা।

তবে এ ব্যাপারে মন্তব্যের জন্য রয়টার্সের অনুরোধে সাড়া দেয়নি রিভারসাইড কাউন্টি ফায়ার ডিপার্টমেন্ট।

Tag :

Please Share This Post in Your Social Media

ক্যালিফোর্নিয়ায় দুই হেলিকপ্টারের সংঘর্ষে নিহত তিন

Update Time : ০৫:৪৭:০৪ অপরাহ্ন, সোমবার, ৭ অগাস্ট ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার রিভারসাইড কাউন্টিতে আগুন নেভানোর সময় দুটি হেলিকপ্টারের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।

রোববার স্থানীয় সময় গভীর রাতে একটি বেল ৪০৭ হেলিকপ্টার এবং একটি সিকরস্কি এস-৬৪ই হেলিকপ্টারের মধ্যে মধ্য-আকাশে সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানিয়েছে ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি)। এ ঘটনার তদন্ত করা হচ্ছে বলেও জানিয়েছে তারা।

ক্যালিফোর্নিয়ার বনায়ন ও অগ্নি সুরক্ষা বিভাগের (ক্যালফায়ার) দক্ষিণাঞ্চলের প্রধান ডেভিড ফুলচারের বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, সংঘর্ষের পর প্রথম হেলিকপ্টারটি নিরাপদে অবতরণ করে কিন্তু দ্বিতীয়টি বিধ্বস্ত হয় এবং এতে তিন আরোহী নিহত হন।

ফুলচারের বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, নিহতদের মধ্যে একজন চুক্তিবদ্ধ পাইলট, ক্যালফায়ারের এক বিভাগীয় প্রধান এবং একজন ক্যাপ্টেন রয়েছেন।

রিভারসাইড কাউন্টি শেরিফের দপ্তর জানিয়েছে, রোববার গভীর রাতে কাবাজনে একটি বিমান সংঘর্ষের ঘটনার প্রতিক্রিয়া জানায় তারা।

তবে এ ব্যাপারে মন্তব্যের জন্য রয়টার্সের অনুরোধে সাড়া দেয়নি রিভারসাইড কাউন্টি ফায়ার ডিপার্টমেন্ট।