কুমিল্লা নগরীতে অটোরিকশার চাপায় ১ শিশু নিহত

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০৩:৩৬:১৭ অপরাহ্ন, সোমবার, ১ অগাস্ট ২০২২
  • / ১৫৩ Time View

সোহাইবুল ইসলাম সোহাগ, কুমিল্লা প্রতিনিধি: 

কুমিল্লা নগরীর ২০ নং ওয়ার্ডে অটোরিকশার চাপায় মোহাম্মদ (৬) নামের এক শিশু নিহত হয়েছে। নিহত শিশু মোহাম্মদ নেত্রকোনার আটিপাড়ার সহিদুলের ছেলে।বছর খানেক আগে সহিদুল তার ২ ছেলে ও ১ মেয়েকে নিয়ে জীবিকার তাগিদে কুমিল্লায় আসেন।পেশায় সহিদুল দিনমজুরের কাজ করেন আর তার স্ত্রী রাজিয়া কুমিল্লা ইপিজেডের একটি ফেক্টরিতে কাজ করেন।সন্তানদের নিয়ে কুমিল্লা নগরীর ২০ নং ওয়ার্ডের দিশাবন্দ রোডের লক্ষিনগর এলাকার কাজী বাড়িতে ৩/৪ দিন পূর্বে বাসা ভাড়া নেন।আজ রবিবার বিকেল বেলায় শিশু মোহাম্মদ খেলতে ঘর থেকে বের হলে দিশাবন্দ রাস্তার এপার থেকে ওপারে যাওয়ার মুহুর্তে অটোরিকশা এসে চাপা দেয়।এতে নেউরা এলাকার অটোরিকশা চালক সেলিম(৫৫) সহ ২ জন যাত্রী আহত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়,নিহত শিশু মোহাম্মদ রাস্তা পারাপারের সময় অটো চালক ব্রেক করলে রাস্তাটি একপাশে নিচু হওয়ায় কাত হয়ে অটোরিকশার নিচে চাপা পড়ে যায়।সলকে ধরাধরি করে সিএনজি যোগে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে ডাক্তার মৃত ঘোষনা করে।স্থানীয় এক দোকানদার বলেন,বাচ্চাটির লাশ গ্রামে নিয়া দাফন করবে এমন অর্থ তাদের নেই।ঘরে খেতা বালিশ,হাঁড়ি পাতিল ছাড়া আর কিছুই নেই।আমরা সকলে মিলে রাস্তায় দাড়িয়ে পথচারীদের থেকে ১০/২০ টাকা করে কিছু টাকা উঠাইছি।এর সাথে আরো কিছু টাকা দিয়ে এম্বুলেন্স যোগে গ্রামের বাড়িতে পাঠিাইছি।

কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ দেবাশীষ চৌধুরী বলেন,ঘটনা জানার পর পরেই আমি একটি ফোর্স পাঠাই।আহত শিশু ও ড্রাইভার আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আছে ।তবে শিশুটি মারা গেছে এই খবর মাত্র পেলাম।শিশুটির ব্যপারে মামলা করতে কেহ আসলে আমি মামলা গ্রহন করবো।

Tag :

Please Share This Post in Your Social Media

কুমিল্লা নগরীতে অটোরিকশার চাপায় ১ শিশু নিহত

Update Time : ০৩:৩৬:১৭ অপরাহ্ন, সোমবার, ১ অগাস্ট ২০২২

সোহাইবুল ইসলাম সোহাগ, কুমিল্লা প্রতিনিধি: 

কুমিল্লা নগরীর ২০ নং ওয়ার্ডে অটোরিকশার চাপায় মোহাম্মদ (৬) নামের এক শিশু নিহত হয়েছে। নিহত শিশু মোহাম্মদ নেত্রকোনার আটিপাড়ার সহিদুলের ছেলে।বছর খানেক আগে সহিদুল তার ২ ছেলে ও ১ মেয়েকে নিয়ে জীবিকার তাগিদে কুমিল্লায় আসেন।পেশায় সহিদুল দিনমজুরের কাজ করেন আর তার স্ত্রী রাজিয়া কুমিল্লা ইপিজেডের একটি ফেক্টরিতে কাজ করেন।সন্তানদের নিয়ে কুমিল্লা নগরীর ২০ নং ওয়ার্ডের দিশাবন্দ রোডের লক্ষিনগর এলাকার কাজী বাড়িতে ৩/৪ দিন পূর্বে বাসা ভাড়া নেন।আজ রবিবার বিকেল বেলায় শিশু মোহাম্মদ খেলতে ঘর থেকে বের হলে দিশাবন্দ রাস্তার এপার থেকে ওপারে যাওয়ার মুহুর্তে অটোরিকশা এসে চাপা দেয়।এতে নেউরা এলাকার অটোরিকশা চালক সেলিম(৫৫) সহ ২ জন যাত্রী আহত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়,নিহত শিশু মোহাম্মদ রাস্তা পারাপারের সময় অটো চালক ব্রেক করলে রাস্তাটি একপাশে নিচু হওয়ায় কাত হয়ে অটোরিকশার নিচে চাপা পড়ে যায়।সলকে ধরাধরি করে সিএনজি যোগে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে ডাক্তার মৃত ঘোষনা করে।স্থানীয় এক দোকানদার বলেন,বাচ্চাটির লাশ গ্রামে নিয়া দাফন করবে এমন অর্থ তাদের নেই।ঘরে খেতা বালিশ,হাঁড়ি পাতিল ছাড়া আর কিছুই নেই।আমরা সকলে মিলে রাস্তায় দাড়িয়ে পথচারীদের থেকে ১০/২০ টাকা করে কিছু টাকা উঠাইছি।এর সাথে আরো কিছু টাকা দিয়ে এম্বুলেন্স যোগে গ্রামের বাড়িতে পাঠিাইছি।

কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ দেবাশীষ চৌধুরী বলেন,ঘটনা জানার পর পরেই আমি একটি ফোর্স পাঠাই।আহত শিশু ও ড্রাইভার আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আছে ।তবে শিশুটি মারা গেছে এই খবর মাত্র পেলাম।শিশুটির ব্যপারে মামলা করতে কেহ আসলে আমি মামলা গ্রহন করবো।