কাব্যগ্রন্থ ‘গল্প ছাড়া মলাট’- এর জন্য ডিআর‌ইউ পুরস্কার পেলেন মিজান মালিক

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০৪:১২:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২০
  • / ১৪৬ Time View
নিজস্ব প্রতিবেদক:
গত একুশে বইমেলায় সাড়া জাগানো কাব্যগ্রন্থ ‘গল্প ছাড়া মলাট’ এর জন্য ডিআর‌ইউ (ঢাকা রিপোর্টার্স ইউনিটি) পুরস্কার পেলেন সাংবাদিক ও গীতিকবি মিজান মালিক।
.
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে ডিআর‌ইউ কার্যালয়ে অনুষ্ঠিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে প্রধান অতিথি তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের কাছ থেকে তিনি এই পুরস্কার গ্রহণ করেন।
.
চাঁদপুরের কৃতি সন্তান মিজান মালিক প্রায় দুই যুগ ধরে সাংবাদিকতার পাশাপাশি সঙ্গীত ও সাহিত্য চর্চায় যুক্ত। দৈনিক যুগান্তরে ক্রাইম এন্ড ইনভেস্টিগেশন এডিটর হিসেবে কর্মরত মিজান মালিক গানের জন্য‌ও পেয়েছেন বাচসাস পুরস্কার। তার লেখা অনেক গান দেশের খ্যাতিমান শিল্পীদের কন্ঠে উঠেছে।
.
করোনাকালে দেশে তিনি প্রথম গান লেখেন। এরপর প্রায় ১৫-২০ টি গান লিখেছেন করোনাকালে। পাশাপাশি লিখছেন কবিতা। শিগগিরই তার দ্বিতীয় কাব্যগ্রন্থ নিয়ে আসছে এই সময় প্রকাশনী।‌ গল্প ছাড়া মলাট প্রকাশ করেছিল ঐতিহ্য প্রকাশনী।
Tag :

Please Share This Post in Your Social Media

কাব্যগ্রন্থ ‘গল্প ছাড়া মলাট’- এর জন্য ডিআর‌ইউ পুরস্কার পেলেন মিজান মালিক

Update Time : ০৪:১২:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২০
নিজস্ব প্রতিবেদক:
গত একুশে বইমেলায় সাড়া জাগানো কাব্যগ্রন্থ ‘গল্প ছাড়া মলাট’ এর জন্য ডিআর‌ইউ (ঢাকা রিপোর্টার্স ইউনিটি) পুরস্কার পেলেন সাংবাদিক ও গীতিকবি মিজান মালিক।
.
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে ডিআর‌ইউ কার্যালয়ে অনুষ্ঠিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে প্রধান অতিথি তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের কাছ থেকে তিনি এই পুরস্কার গ্রহণ করেন।
.
চাঁদপুরের কৃতি সন্তান মিজান মালিক প্রায় দুই যুগ ধরে সাংবাদিকতার পাশাপাশি সঙ্গীত ও সাহিত্য চর্চায় যুক্ত। দৈনিক যুগান্তরে ক্রাইম এন্ড ইনভেস্টিগেশন এডিটর হিসেবে কর্মরত মিজান মালিক গানের জন্য‌ও পেয়েছেন বাচসাস পুরস্কার। তার লেখা অনেক গান দেশের খ্যাতিমান শিল্পীদের কন্ঠে উঠেছে।
.
করোনাকালে দেশে তিনি প্রথম গান লেখেন। এরপর প্রায় ১৫-২০ টি গান লিখেছেন করোনাকালে। পাশাপাশি লিখছেন কবিতা। শিগগিরই তার দ্বিতীয় কাব্যগ্রন্থ নিয়ে আসছে এই সময় প্রকাশনী।‌ গল্প ছাড়া মলাট প্রকাশ করেছিল ঐতিহ্য প্রকাশনী।