কানাডার ৪১ কূটনীতিককে দেশে ফিরিয়ে নিতে বলল ভারত

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০১:৪১:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অক্টোবর ২০২৩
  • / ১০২ Time View

আন্তর্জাতিক ডেস্ক

কানাডার ৪১ কূটনীতিককে আগামী ১০ অক্টোবরের মধ্যে প্রত্যাহার করতে বলেছে ভারত। সংশ্লিষ্ট সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে দ্য ফিন্যান্সিয়াল টাইমস।

প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (৩ অক্টোবর) ভারত সরকারের পক্ষ থেকে অনেক কূটনীতিককে দেশে ফিরিয়ে নিতে হবে বলে জানানো হয়েছে। এ জন্য আগামী ১০ অক্টোবরকে সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে। ওই তারিখের মধ্যে এসব কর্মকর্তাকে দেশে ফিরিয়ে নিতে হবে। বর্তমানে ভারতে কানাডার ৬২ জন কূটনীতিক রয়েছে। তবে তাদের মধ্যে ৪১ জনকে দেশে ফেরাতে বলা হয়েছে।

১০ অক্টোবরের পর যদি তারা ভারতে অবস্থান করে তাহলে তাদের নিরাপত্তা প্রত্যাহার করবে বলে হুমকি দিয়েছে ভারত। এ বিষয়ে ভারতীয় এবং কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি বলে জানিয়েছে রয়টার্স।

জি-২০ সম্মেলনের পরপরই কানাডার শীর্ষ কূটনীতিককে পাঁচ দিনে মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দিয়েছে দেশটি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, চলতি বছরের শুরুতে কানাডায় শিখ বিচ্ছিন্নতাবাদীকে হত্যার ঘটনায় ক্রমবর্ধমান বিবাদে অটোয়া ভারতীয় এক কূটনীতিককে বহিষ্কারের কয়েক ঘণ্টার মধ্যে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সময় তাকে নির্দেশের পরবর্তী পাঁচ দিনের মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়।

Tag :

Please Share This Post in Your Social Media

কানাডার ৪১ কূটনীতিককে দেশে ফিরিয়ে নিতে বলল ভারত

Update Time : ০১:৪১:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অক্টোবর ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক

কানাডার ৪১ কূটনীতিককে আগামী ১০ অক্টোবরের মধ্যে প্রত্যাহার করতে বলেছে ভারত। সংশ্লিষ্ট সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে দ্য ফিন্যান্সিয়াল টাইমস।

প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (৩ অক্টোবর) ভারত সরকারের পক্ষ থেকে অনেক কূটনীতিককে দেশে ফিরিয়ে নিতে হবে বলে জানানো হয়েছে। এ জন্য আগামী ১০ অক্টোবরকে সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে। ওই তারিখের মধ্যে এসব কর্মকর্তাকে দেশে ফিরিয়ে নিতে হবে। বর্তমানে ভারতে কানাডার ৬২ জন কূটনীতিক রয়েছে। তবে তাদের মধ্যে ৪১ জনকে দেশে ফেরাতে বলা হয়েছে।

১০ অক্টোবরের পর যদি তারা ভারতে অবস্থান করে তাহলে তাদের নিরাপত্তা প্রত্যাহার করবে বলে হুমকি দিয়েছে ভারত। এ বিষয়ে ভারতীয় এবং কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি বলে জানিয়েছে রয়টার্স।

জি-২০ সম্মেলনের পরপরই কানাডার শীর্ষ কূটনীতিককে পাঁচ দিনে মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দিয়েছে দেশটি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, চলতি বছরের শুরুতে কানাডায় শিখ বিচ্ছিন্নতাবাদীকে হত্যার ঘটনায় ক্রমবর্ধমান বিবাদে অটোয়া ভারতীয় এক কূটনীতিককে বহিষ্কারের কয়েক ঘণ্টার মধ্যে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সময় তাকে নির্দেশের পরবর্তী পাঁচ দিনের মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়।