কানাডার কাছে নিজ্জার হত্যার তথ্য চাইল ভারত

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০৮:০৯:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩
  • / ১০৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক

কানাডা সরকারের কাছে খালিস্তান আন্দোলনের নেতা হারদীপ সিং নিজ্জার হত্যাকাণ্ডের ‘সুনির্দিষ্ট’ তথ্য থাকলে, তা ভারতকে দিতে বলেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। নয়াদিল্লি বিষয়টি খতিয়ে দেখবে বলে জানান তিনি।

স্থানীয় সময় বুধবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেয়ার আগে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, কানাডার কাছে নির্দিষ্ট তথ্য বা প্রাসঙ্গিক কিছু থাকলে সেটিও দিল্লিকে জানাতে বলা হয়েছে। তাহলে ঘটনাটি খোলামেলাভাবে খতিয়ে দেখবে নয়াদিল্লি।

কানাডায় জঙ্গি নেতারা সংগঠিত অপরাধ করছে অভিযোগ করে তিনি বলেন, অথচ গণতন্ত্রের দোহাই দিয়ে কোনো ব্যবস্থা নিচ্ছেন না তারা। এমনকি ভারত এ বিষয়ে যথেষ্ট তথ্যও দিয়েছে তাদের।

শিখ নেতা হারদ্বীপ সিং নিজ্জার। ইমেজ- হিন্দুস্তান টাইমস।
এর আগে চলতি বছরের ১৮ জুন কানাডার ব্রিটিশ কলম্বিয়া প্রদেশে একটি শিখ মন্দিরের বাইরে অজ্ঞাত মুখোশধারীদের গুলিতে নিহত হন ভারতীয় বংশোদ্ভূত শিখ নেতা হরদীপ সিং নিজ্জার। এ হত্যাকাণ্ডের জন্য ভারতকে দায়ি করেছে কানাডা।

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো দাবি করেন, কানাডার গোয়েন্দারা নিজ্জার হত্যাকাণ্ডের সাথে ভারতের সংশ্লিষ্টতার বিশ্বাসযোগ্য প্রমাণ পেয়েছে।

এর পরপরই কানাডা থেকে ভারতের গোয়েন্দা বাহিনী রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং ‘র’ এর প্রধানকে বহিষ্কার করা হয়। একই অভিযোগে চলতি মাসে ভারতের সাথে পূর্ব ঘোষিত একটি ‘বাণিজ্য মিশন’ স্থগিতের ঘোষণা দেয় কানাডা।

পাল্টা পদক্ষেপ হিসেবে কানাডার এক শীর্ষ কূটনীতিককে বহিষ্কারের পাশাপাশি তাকে পাঁচ দিনের মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দেয়া হয়। এমনকি কানাডার নাগরিকদের ভিসা দেয়া স্থগিত করেছে নয়াদিল্লি।

Tag :

Please Share This Post in Your Social Media

কানাডার কাছে নিজ্জার হত্যার তথ্য চাইল ভারত

Update Time : ০৮:০৯:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক

কানাডা সরকারের কাছে খালিস্তান আন্দোলনের নেতা হারদীপ সিং নিজ্জার হত্যাকাণ্ডের ‘সুনির্দিষ্ট’ তথ্য থাকলে, তা ভারতকে দিতে বলেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। নয়াদিল্লি বিষয়টি খতিয়ে দেখবে বলে জানান তিনি।

স্থানীয় সময় বুধবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেয়ার আগে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, কানাডার কাছে নির্দিষ্ট তথ্য বা প্রাসঙ্গিক কিছু থাকলে সেটিও দিল্লিকে জানাতে বলা হয়েছে। তাহলে ঘটনাটি খোলামেলাভাবে খতিয়ে দেখবে নয়াদিল্লি।

কানাডায় জঙ্গি নেতারা সংগঠিত অপরাধ করছে অভিযোগ করে তিনি বলেন, অথচ গণতন্ত্রের দোহাই দিয়ে কোনো ব্যবস্থা নিচ্ছেন না তারা। এমনকি ভারত এ বিষয়ে যথেষ্ট তথ্যও দিয়েছে তাদের।

শিখ নেতা হারদ্বীপ সিং নিজ্জার। ইমেজ- হিন্দুস্তান টাইমস।
এর আগে চলতি বছরের ১৮ জুন কানাডার ব্রিটিশ কলম্বিয়া প্রদেশে একটি শিখ মন্দিরের বাইরে অজ্ঞাত মুখোশধারীদের গুলিতে নিহত হন ভারতীয় বংশোদ্ভূত শিখ নেতা হরদীপ সিং নিজ্জার। এ হত্যাকাণ্ডের জন্য ভারতকে দায়ি করেছে কানাডা।

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো দাবি করেন, কানাডার গোয়েন্দারা নিজ্জার হত্যাকাণ্ডের সাথে ভারতের সংশ্লিষ্টতার বিশ্বাসযোগ্য প্রমাণ পেয়েছে।

এর পরপরই কানাডা থেকে ভারতের গোয়েন্দা বাহিনী রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং ‘র’ এর প্রধানকে বহিষ্কার করা হয়। একই অভিযোগে চলতি মাসে ভারতের সাথে পূর্ব ঘোষিত একটি ‘বাণিজ্য মিশন’ স্থগিতের ঘোষণা দেয় কানাডা।

পাল্টা পদক্ষেপ হিসেবে কানাডার এক শীর্ষ কূটনীতিককে বহিষ্কারের পাশাপাশি তাকে পাঁচ দিনের মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দেয়া হয়। এমনকি কানাডার নাগরিকদের ভিসা দেয়া স্থগিত করেছে নয়াদিল্লি।