কাতারে বিশ্বকাপ বাছাইয়ে দলের সেরা খেলাটা দেখতে চান কাজী সালাউদ্দিন

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০২:৩৬:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২০
  • / ১২০ Time View
নিজস্ব প্রতিবেদক:
বিশ্বকাপ বাছাইয়ে কাতারের বিপক্ষে জামাল ভূঁইয়াদের সেরা পারফরমেন্স দেখতে চান কাজী সালাউদ্দিন। ডাগআউটে কোচ জেমি ডের না থাকাটা নেতিবাচক প্রভাব ফেলতে পারে দলে, মন্তব্য বাফুফে সভাপতির।
.

বিশ্বকাপ বাছাইয়ে কাতারের বিপক্ষে জয়ের প্রত্যাশা নয়, যতটা ভালো খেলা যায় ততটাই অর্জন, অভিজ্ঞতায় সমৃদ্ধ হবে দল৷ কাজে দেবে পরবর্তী দলগুলোর বিপক্ষে ফলাফল নিজেদের পক্ষে আনতে৷
.
বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন বলেন, আমরা যদি তুলনা করতে যাই আসলে কাতারের সঙ্গে আমাদের কোন তুলনা হয় না। আমি আশা করি ছেলেরা ভালো খেলবে। কাতারের বিপক্ষে জেমি ডে না থাকাটা বড় একটা প্রভাব ফেলতে পারে বলে আমার মনে হয়।
.
কাতার ছেড়ে বাফুফে সভাপতির চোখ ঘরের মাঠে ভারত ও আফগানিস্তানের বিপক্ষের ম্যাচে হোমে হারতে চাননা কাজী সালাউদ্দিন। তিনি বলেন, ভারত ও আফগানিস্তানের বিপক্ষের ম্যাচ আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আজকে জিতি বা ড্র করি কিন্তু এদের বিপক্ষে আমি হারতে চাই না।
.
গেলো রবিবার না ফেরার দেশে চলে যান সাবেক ফুটবলার ও সতীর্থ বাদল রায়, তাকে শেষ শ্রদ্ধা জানাতে না আসার কারন ব্যাখা করলেন সালাউদ্দিন। তিনি বলেন, ‘আমি ওখানে যাওয়ার জন্য প্রস্তুত ছিলাম। নাবিলের সঙ্গেও কথাও হয়েছিল। তবে আমি অসুস্থ ছিলাম। এখনও আমার গলা ভাঙা। একটু ভালো বোধ করছি তাই আজ এসেছি। আমি যাওয়ার প্রস্তুতি নিয়েছিলাম সেটা সাধারণ সম্পাদক ও নাবীল দুই জনই জানতেন। কাকতালীয়ভাবে সেখানে আমি উপস্থিত হতে পারিনি। এটা ছাড়া আর কোনও কিছুই না।’
.
করোনা টেস্ট করেছেন কাজী সালাউদ্দিন, ফলাফল নেগেটিভ এলেই উড়াল দেবেন কাতারে, দেশটির ফেডারেশনের সাথে ফুটবল উন্নয়নে  বসবেন দ্বি পাক্ষিক আলোচনায়৷

Tag :

Please Share This Post in Your Social Media

কাতারে বিশ্বকাপ বাছাইয়ে দলের সেরা খেলাটা দেখতে চান কাজী সালাউদ্দিন

Update Time : ০২:৩৬:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২০
নিজস্ব প্রতিবেদক:
বিশ্বকাপ বাছাইয়ে কাতারের বিপক্ষে জামাল ভূঁইয়াদের সেরা পারফরমেন্স দেখতে চান কাজী সালাউদ্দিন। ডাগআউটে কোচ জেমি ডের না থাকাটা নেতিবাচক প্রভাব ফেলতে পারে দলে, মন্তব্য বাফুফে সভাপতির।
.

বিশ্বকাপ বাছাইয়ে কাতারের বিপক্ষে জয়ের প্রত্যাশা নয়, যতটা ভালো খেলা যায় ততটাই অর্জন, অভিজ্ঞতায় সমৃদ্ধ হবে দল৷ কাজে দেবে পরবর্তী দলগুলোর বিপক্ষে ফলাফল নিজেদের পক্ষে আনতে৷
.
বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন বলেন, আমরা যদি তুলনা করতে যাই আসলে কাতারের সঙ্গে আমাদের কোন তুলনা হয় না। আমি আশা করি ছেলেরা ভালো খেলবে। কাতারের বিপক্ষে জেমি ডে না থাকাটা বড় একটা প্রভাব ফেলতে পারে বলে আমার মনে হয়।
.
কাতার ছেড়ে বাফুফে সভাপতির চোখ ঘরের মাঠে ভারত ও আফগানিস্তানের বিপক্ষের ম্যাচে হোমে হারতে চাননা কাজী সালাউদ্দিন। তিনি বলেন, ভারত ও আফগানিস্তানের বিপক্ষের ম্যাচ আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আজকে জিতি বা ড্র করি কিন্তু এদের বিপক্ষে আমি হারতে চাই না।
.
গেলো রবিবার না ফেরার দেশে চলে যান সাবেক ফুটবলার ও সতীর্থ বাদল রায়, তাকে শেষ শ্রদ্ধা জানাতে না আসার কারন ব্যাখা করলেন সালাউদ্দিন। তিনি বলেন, ‘আমি ওখানে যাওয়ার জন্য প্রস্তুত ছিলাম। নাবিলের সঙ্গেও কথাও হয়েছিল। তবে আমি অসুস্থ ছিলাম। এখনও আমার গলা ভাঙা। একটু ভালো বোধ করছি তাই আজ এসেছি। আমি যাওয়ার প্রস্তুতি নিয়েছিলাম সেটা সাধারণ সম্পাদক ও নাবীল দুই জনই জানতেন। কাকতালীয়ভাবে সেখানে আমি উপস্থিত হতে পারিনি। এটা ছাড়া আর কোনও কিছুই না।’
.
করোনা টেস্ট করেছেন কাজী সালাউদ্দিন, ফলাফল নেগেটিভ এলেই উড়াল দেবেন কাতারে, দেশটির ফেডারেশনের সাথে ফুটবল উন্নয়নে  বসবেন দ্বি পাক্ষিক আলোচনায়৷