করোনা মোকাবিলায় অগ্রাধিকার মমতার

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০১:২৬:৫৫ অপরাহ্ন, বুধবার, ৫ মে ২০২১
  • / ১৪৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক:

পশ্চিমবঙ্গের রাজভবনে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার শপথ নিয়ে তিনি জানালেন, তার প্রথম কাজ হবে রাজ্যের কোভিড পরিস্থিতি মোকাবিলা করা। আর এজন্য প্রথমেই গুরুত্বপূর্ণ বৈঠক করবেন তিনি। ইতোমধ্যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সচিবালয় নবান্ন-এ প্রবেশ করেছেন তিনি।

পুরো ভারতের ন্যায় পশ্চিমবঙ্গেও করোনা পরিস্থিতি ভয়াবহ। প্রত্যেকদিন ১৭ হাজারেরও বেশি মানুষ করোনা আক্রন্ত হচ্ছেন রাজ্যটিতে। এ অবস্থায় নবান্নে ফিরেই কোভিড নিয়ে জরুরি বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি একাধিকবার জানিয়েছেন, এই সময়ে মানুষের পাশে দাঁড়ানোটা প্রয়োজন। আর তাই কোভিড পরিস্থিতি সামলানোটাই তার মূল লক্ষ্য। আর সে কারণে তৃতীয়বারের জন্য নবান্নে ফিরেই প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে করোনা নিয়ে বৈঠক বসছেন তিনি।

পশ্চিমবঙ্গে ক্রমশ বাড়ছে করোনার সংক্রমণ। উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনায় সব থেকে খারাপ অবস্থায়। প্রত্যেকদিনই এই জেলায় বাড়ছে করোনার সংক্রমণ। বাড়ছে মৃতের সংখ্যাও। এই অবস্থায় জরুরি বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়। এই বৈঠকে থাকছেন রাজ্যের সব জেলার জেলাশাসকরাও। ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই বৈঠক হবে।

টাইম ওয়ান ইন্ডিয়ার প্রতিবেদনে জানা গেছে, বিকেল সাড়ে ৩টার দিকে সাংবাদিকদের সঙ্গে বৈঠক করতে পারেন মমতা। সকালে বিপুল জনসমর্থন নিয়ে তৃতীয়বারের জন্য বাংলা শাসনের দায়িত্ব নিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যয়।

রাজ্যে করোনা সংক্রান্ত স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে ১৭৬৩৯ জন। মোট আক্রান্তের সংখ্যা গত দিন পর্যন্ত ছিল ৮ লাখ ৮০ হাজার ৮৯৪ জন। এদিন ১৭৬৩৯ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ লাখ ৯৮ হাজার ৫৩৩ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১১ হাজার ৭৪৪। এদিন মৃত্যু হয়েছে ১০৭ জনের।

Tag :

Please Share This Post in Your Social Media

করোনা মোকাবিলায় অগ্রাধিকার মমতার

Update Time : ০১:২৬:৫৫ অপরাহ্ন, বুধবার, ৫ মে ২০২১

আন্তর্জাতিক ডেস্ক:

পশ্চিমবঙ্গের রাজভবনে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার শপথ নিয়ে তিনি জানালেন, তার প্রথম কাজ হবে রাজ্যের কোভিড পরিস্থিতি মোকাবিলা করা। আর এজন্য প্রথমেই গুরুত্বপূর্ণ বৈঠক করবেন তিনি। ইতোমধ্যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সচিবালয় নবান্ন-এ প্রবেশ করেছেন তিনি।

পুরো ভারতের ন্যায় পশ্চিমবঙ্গেও করোনা পরিস্থিতি ভয়াবহ। প্রত্যেকদিন ১৭ হাজারেরও বেশি মানুষ করোনা আক্রন্ত হচ্ছেন রাজ্যটিতে। এ অবস্থায় নবান্নে ফিরেই কোভিড নিয়ে জরুরি বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি একাধিকবার জানিয়েছেন, এই সময়ে মানুষের পাশে দাঁড়ানোটা প্রয়োজন। আর তাই কোভিড পরিস্থিতি সামলানোটাই তার মূল লক্ষ্য। আর সে কারণে তৃতীয়বারের জন্য নবান্নে ফিরেই প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে করোনা নিয়ে বৈঠক বসছেন তিনি।

পশ্চিমবঙ্গে ক্রমশ বাড়ছে করোনার সংক্রমণ। উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনায় সব থেকে খারাপ অবস্থায়। প্রত্যেকদিনই এই জেলায় বাড়ছে করোনার সংক্রমণ। বাড়ছে মৃতের সংখ্যাও। এই অবস্থায় জরুরি বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়। এই বৈঠকে থাকছেন রাজ্যের সব জেলার জেলাশাসকরাও। ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই বৈঠক হবে।

টাইম ওয়ান ইন্ডিয়ার প্রতিবেদনে জানা গেছে, বিকেল সাড়ে ৩টার দিকে সাংবাদিকদের সঙ্গে বৈঠক করতে পারেন মমতা। সকালে বিপুল জনসমর্থন নিয়ে তৃতীয়বারের জন্য বাংলা শাসনের দায়িত্ব নিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যয়।

রাজ্যে করোনা সংক্রান্ত স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে ১৭৬৩৯ জন। মোট আক্রান্তের সংখ্যা গত দিন পর্যন্ত ছিল ৮ লাখ ৮০ হাজার ৮৯৪ জন। এদিন ১৭৬৩৯ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ লাখ ৯৮ হাজার ৫৩৩ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১১ হাজার ৭৪৪। এদিন মৃত্যু হয়েছে ১০৭ জনের।