করোনা: বেতন কাটা হচ্ছে ইংলিশ ক্রিকেটারদের

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০৪:০৭:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২০
  • / ১২৮ Time View

২০২০-২১ মৌসুমের বেতন থেকে ১৫ শতাংশ বেতন কাটা হচ্ছে ইংল্যান্ডের চুক্তিবদ্ধ ক্রিকেটারদের। শুক্রবার ইংলিশ ক্রিকেট বোর্ড (ইসিবি) এবং ক্রিকেটারদের প্রতিনিধিত্ব করা সংস্থা টিইপিপি আলোচনার মাধ্যমে এই সিদ্ধান্ত নেয়।

করোনাভাইরাসের প্রভাবে আর্থিক ক্ষতির সম্মুখীন হওয়ায়, এমন সিদ্ধান্ত নিয়েছে দু’পক্ষ। এর আগে বোর্ড কর্তাদের ২০ শতাংশ বেতন কাটার সিদ্ধান্ত নেয় ইসিবি। এবার ক্রিকেটারদের ১৫ শতাংশ কর্তনের সিদ্ধান্ত নিয়েছে তারা।
.
২০২০ সালে কমপক্ষে ১০০ মিলিয়ন পাউন্ড ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ইসিবি।
.
গেল মাসে টেস্ট দলের জন্য ১২ জন এবং সীমিত ওভারের ক্রিকেটের জন্য ১২ জন এবং ২ ফরম্যাটের জন্য ৫ জনকে রেখে কেন্দ্রীয় চুক্তিবদ্ধ ক্রিকেটারদের নাম ঘোষণা করে ইসিবি। মূলত চুক্তিবদ্ধ এসব ক্রিকেটারদেরই বেতন কাটা যাবে।
.
গেল বছরের চুক্তি অনুযায়ী, টেস্টের জন্য চুক্তিতে থাকা ক্রিকেটাররা বাৎসরিক সাড়ে ৬ লাখ পাউন্ড বেতন পান। আর ওয়ানডে এবং টি-টোয়েন্টি দলে থাকা ক্রিকেটাররা পান ২ লাখ ৭৫ হাজার পাউন্ড। এছাড়া প্রতিটি টেস্টের জন্য ম্যাচ ফি বাবদ সাড়ে ১৪ হাজার পাউন্ড এবং সীমিত ওভারের ম্যাচের জন্য সাড়ে ৪ হাজার পাউন্ড পেয়ে থাকেন ইংলিশ ক্রিকেটাররা। টেস্ট অধিনায়ক হিসেবে জো রুট অতিরিক্ত পান আরো ১ লাখ ৭৫ হাজার পাউন্ড।
.
তবে করোনার দুঃসময়ে বেশ সচেতন ছিলেন ইংলিশ ক্রিকেটাররা। মহামারী এই ভাইরাসের শুরুর দিকে, গেল এপ্রিলে চুক্তিবদ্ধ সব ক্রিকেটার মিলে বোর্ডকে অনুদান হিসেবে ৫ লাখ পাউন্ড দেন।
.
এবারও বেতন কাটার সিদ্ধান্তে রাজি হওয়ায় ক্রিকেটার এবং তাদের প্রতিনিধি সংস্থাকে ধন্যবাদ জানিয়েছে বোর্ড। ইসিবি’র ব্যবস্থাপনা পরিচালক অ্যাশলে জাইলস বলেন, আমাদেরকে সহযোগিতা করার জন্য ক্রিকেটার এবং টিইপিপিকে ধন্যবাদ। ক্রিকেটারদের সঙ্গে বোর্ডের সম্পর্কটা বরাবরই বেশ সুদৃঢ়। আমাদের অবশ্যই স্বীকার করতে হবে যে, রুট এবং মরগ্যানের নেতৃত্বে ক্রিকেটাররা তাদের দায়িত্বজ্ঞানের যথেষ্ট পরিচয় দিয়েছে।
.
টিইপিপি চেয়ারম্যান রিচার্ড বেভান বলেন, এই সময়টা একেবারেই অনাকাঙ্খিত। এ সময়ে ক্রিকেটাররা দেখিয়েছে, দেশে ক্রিকেটের উন্নয়নে তারাও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

Tag :

Please Share This Post in Your Social Media

করোনা: বেতন কাটা হচ্ছে ইংলিশ ক্রিকেটারদের

Update Time : ০৪:০৭:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২০

২০২০-২১ মৌসুমের বেতন থেকে ১৫ শতাংশ বেতন কাটা হচ্ছে ইংল্যান্ডের চুক্তিবদ্ধ ক্রিকেটারদের। শুক্রবার ইংলিশ ক্রিকেট বোর্ড (ইসিবি) এবং ক্রিকেটারদের প্রতিনিধিত্ব করা সংস্থা টিইপিপি আলোচনার মাধ্যমে এই সিদ্ধান্ত নেয়।

করোনাভাইরাসের প্রভাবে আর্থিক ক্ষতির সম্মুখীন হওয়ায়, এমন সিদ্ধান্ত নিয়েছে দু’পক্ষ। এর আগে বোর্ড কর্তাদের ২০ শতাংশ বেতন কাটার সিদ্ধান্ত নেয় ইসিবি। এবার ক্রিকেটারদের ১৫ শতাংশ কর্তনের সিদ্ধান্ত নিয়েছে তারা।
.
২০২০ সালে কমপক্ষে ১০০ মিলিয়ন পাউন্ড ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ইসিবি।
.
গেল মাসে টেস্ট দলের জন্য ১২ জন এবং সীমিত ওভারের ক্রিকেটের জন্য ১২ জন এবং ২ ফরম্যাটের জন্য ৫ জনকে রেখে কেন্দ্রীয় চুক্তিবদ্ধ ক্রিকেটারদের নাম ঘোষণা করে ইসিবি। মূলত চুক্তিবদ্ধ এসব ক্রিকেটারদেরই বেতন কাটা যাবে।
.
গেল বছরের চুক্তি অনুযায়ী, টেস্টের জন্য চুক্তিতে থাকা ক্রিকেটাররা বাৎসরিক সাড়ে ৬ লাখ পাউন্ড বেতন পান। আর ওয়ানডে এবং টি-টোয়েন্টি দলে থাকা ক্রিকেটাররা পান ২ লাখ ৭৫ হাজার পাউন্ড। এছাড়া প্রতিটি টেস্টের জন্য ম্যাচ ফি বাবদ সাড়ে ১৪ হাজার পাউন্ড এবং সীমিত ওভারের ম্যাচের জন্য সাড়ে ৪ হাজার পাউন্ড পেয়ে থাকেন ইংলিশ ক্রিকেটাররা। টেস্ট অধিনায়ক হিসেবে জো রুট অতিরিক্ত পান আরো ১ লাখ ৭৫ হাজার পাউন্ড।
.
তবে করোনার দুঃসময়ে বেশ সচেতন ছিলেন ইংলিশ ক্রিকেটাররা। মহামারী এই ভাইরাসের শুরুর দিকে, গেল এপ্রিলে চুক্তিবদ্ধ সব ক্রিকেটার মিলে বোর্ডকে অনুদান হিসেবে ৫ লাখ পাউন্ড দেন।
.
এবারও বেতন কাটার সিদ্ধান্তে রাজি হওয়ায় ক্রিকেটার এবং তাদের প্রতিনিধি সংস্থাকে ধন্যবাদ জানিয়েছে বোর্ড। ইসিবি’র ব্যবস্থাপনা পরিচালক অ্যাশলে জাইলস বলেন, আমাদেরকে সহযোগিতা করার জন্য ক্রিকেটার এবং টিইপিপিকে ধন্যবাদ। ক্রিকেটারদের সঙ্গে বোর্ডের সম্পর্কটা বরাবরই বেশ সুদৃঢ়। আমাদের অবশ্যই স্বীকার করতে হবে যে, রুট এবং মরগ্যানের নেতৃত্বে ক্রিকেটাররা তাদের দায়িত্বজ্ঞানের যথেষ্ট পরিচয় দিয়েছে।
.
টিইপিপি চেয়ারম্যান রিচার্ড বেভান বলেন, এই সময়টা একেবারেই অনাকাঙ্খিত। এ সময়ে ক্রিকেটাররা দেখিয়েছে, দেশে ক্রিকেটের উন্নয়নে তারাও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।