করোনা জয় করে বাসায় ফিরলেন পরিবেশমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০৭:১৪:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২০
  • / ১৩০ Time View

 

নিজস্ব প্রতিবেদক:

করোনা জয় করে বাসায় ফিরেছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন।

বৃহস্পতিবার ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে ছাড়পত্র পেয়ে বেইলি রোডের সরকারি বাসায় ফেরেন মন্ত্রী। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, আগামী দুই সপ্তাহ তিনি নিজ বাসায় আইসোলেশনে থেকে প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ করবেন। তিনি বর্তমানে আশংকামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।

মন্ত্রী তার সুস্থতার জন্য সৃষ্টিকর্তার প্রতি শুকরিয়া প্রকাশ করেন এবং তার আশু রোগমুক্তি কামনা করে দোয়া করার জন্য নির্বাচনী এলাকা মৌলভীবাজারের বড়লেখা ও জুড়ী উপজেলার জনগণসহ দেশে ও প্রবাসে বসবাসকারী সব দেশবাসীর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) পরিবেশমন্ত্রীর নমুনা পরীক্ষা করলে গত ১২ আগস্ট ফলাফল পজিটিভ আসে। ওই দিন সন্ধ্যায়ই তিনি ঢাকার সিএমএইচে ভর্তি হন।

Tag :

Please Share This Post in Your Social Media

করোনা জয় করে বাসায় ফিরলেন পরিবেশমন্ত্রী

Update Time : ০৭:১৪:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২০

 

নিজস্ব প্রতিবেদক:

করোনা জয় করে বাসায় ফিরেছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন।

বৃহস্পতিবার ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে ছাড়পত্র পেয়ে বেইলি রোডের সরকারি বাসায় ফেরেন মন্ত্রী। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, আগামী দুই সপ্তাহ তিনি নিজ বাসায় আইসোলেশনে থেকে প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ করবেন। তিনি বর্তমানে আশংকামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।

মন্ত্রী তার সুস্থতার জন্য সৃষ্টিকর্তার প্রতি শুকরিয়া প্রকাশ করেন এবং তার আশু রোগমুক্তি কামনা করে দোয়া করার জন্য নির্বাচনী এলাকা মৌলভীবাজারের বড়লেখা ও জুড়ী উপজেলার জনগণসহ দেশে ও প্রবাসে বসবাসকারী সব দেশবাসীর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) পরিবেশমন্ত্রীর নমুনা পরীক্ষা করলে গত ১২ আগস্ট ফলাফল পজিটিভ আসে। ওই দিন সন্ধ্যায়ই তিনি ঢাকার সিএমএইচে ভর্তি হন।