করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন তিতুমীরের অধ্যাপক সাইফুল হক

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০৬:২৭:৫০ পূর্বাহ্ন, রবিবার, ২৭ ডিসেম্বর ২০২০
  • / ১২৯ Time View

 

তিতুমীর কলেজ প্রতিনিধি:

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সরকারি তিতুমীর কলেজের শিক্ষক অধ্যাপক সাইফুল হক মারা গেছেন(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান ছিলেন।

শনিবার দিবাগত রাত ২টার কিছু পর রাজধানীর পুলিশ লাইন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন সাইফুল হকের সহকর্মী রাজিব আহসান। তিতুমীর কলেজের ব্যবস্থাপনা বিভাগের এই শিক্ষক জানান, ‘চলতি মাসের প্রথম দিক থেকে সাইফুল স্যার আনোয়ার খান মডার্ণ হাসপাতালে করোনা টেস্ট করান। রেজাল্ট পজিটিভ আসে। সেইসঙ্গে স্যারের পরিবারের সবাই করোনা আক্রান্ত হন। অবস্থার অবনতি হলে তাকে রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে ভর্তি করানো হয়। কয়েকদিন ধরে স্যারকে লাইফ সাপোর্টে রাখা হয়’।

রাজিব আহসান আরও জানান, সাইফুল হকের মরদেহ রোববার সকালে গ্রামের বাড়ি লক্ষ্মীপুর নিয়ে যান স্যারের স্বজনেরা। আজই বিকেলে জেলা সদরে পারিবারিক কবরস্থানে স্যারের দাফন হওয়ার কথা রয়েছে৷

ষাটের কাছাকাছি বয়সের অধ্যাপক সাইফুল হক এর আগে তিতুমীর কলেজের ছাত্রাবাসের তত্ত্বাবধায়ক ছিলেন।

অধ্যাপক সাইফুল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তিতুমীর কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আশরাফ হোসেন, উপাধ্যক্ষ অধ্যাপক ড. মোসা. আবেদা সুলতানাসহ শিক্ষক পরিষদ ও ব্যবস্থাপনা বিভাগ।

Tag :

Please Share This Post in Your Social Media

করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন তিতুমীরের অধ্যাপক সাইফুল হক

Update Time : ০৬:২৭:৫০ পূর্বাহ্ন, রবিবার, ২৭ ডিসেম্বর ২০২০

 

তিতুমীর কলেজ প্রতিনিধি:

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সরকারি তিতুমীর কলেজের শিক্ষক অধ্যাপক সাইফুল হক মারা গেছেন(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান ছিলেন।

শনিবার দিবাগত রাত ২টার কিছু পর রাজধানীর পুলিশ লাইন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন সাইফুল হকের সহকর্মী রাজিব আহসান। তিতুমীর কলেজের ব্যবস্থাপনা বিভাগের এই শিক্ষক জানান, ‘চলতি মাসের প্রথম দিক থেকে সাইফুল স্যার আনোয়ার খান মডার্ণ হাসপাতালে করোনা টেস্ট করান। রেজাল্ট পজিটিভ আসে। সেইসঙ্গে স্যারের পরিবারের সবাই করোনা আক্রান্ত হন। অবস্থার অবনতি হলে তাকে রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে ভর্তি করানো হয়। কয়েকদিন ধরে স্যারকে লাইফ সাপোর্টে রাখা হয়’।

রাজিব আহসান আরও জানান, সাইফুল হকের মরদেহ রোববার সকালে গ্রামের বাড়ি লক্ষ্মীপুর নিয়ে যান স্যারের স্বজনেরা। আজই বিকেলে জেলা সদরে পারিবারিক কবরস্থানে স্যারের দাফন হওয়ার কথা রয়েছে৷

ষাটের কাছাকাছি বয়সের অধ্যাপক সাইফুল হক এর আগে তিতুমীর কলেজের ছাত্রাবাসের তত্ত্বাবধায়ক ছিলেন।

অধ্যাপক সাইফুল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তিতুমীর কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আশরাফ হোসেন, উপাধ্যক্ষ অধ্যাপক ড. মোসা. আবেদা সুলতানাসহ শিক্ষক পরিষদ ও ব্যবস্থাপনা বিভাগ।