করোনায় চট্টগ্রামে আরও ৭ মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০৯:৫৯:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ১৬ অগাস্ট ২০২১
  • / ১৪৬ Time View

নিজস্ব প্রতিবেদক,চট্টগ্রাম:

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামে আরও সাত জনের মৃত্যু হয়েছে।

সোমবার (১৬ আগস্ট) সকাল পর্যন্ত সর্বশেষ ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। একই সময়ে এখানে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২৩০ জন।

সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

এ নিয়ে চট্টগ্রামে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন এক হাজার ১২৮ জন। এর মধ্যে ৬৪৯ জন চট্টগ্রাম নগরীর, বাকি ৪৭৯ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

অন্যদিকে এই পর্যন্ত চট্টগ্রামে করোনা রোগী শনাক্ত হয়েছে ৯৫ হাজার ৪৪ জন। এর মধ্যে ৬৯ হাজার ৭৭৫ জন চট্টগ্রাম নগরীর। বাকি ২৫ হাজার ২৬৯ জন চট্টগ্রামের বিভিন্ন উপজেলার বাসিন্দা।

সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদন থেকে জানা যায়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের সাতটি ল্যাবে এক হাজার ৭৮৩টি নমুনা পরীক্ষায় ২৩০ জনের করোনা শনাক্ত হয়। এর মধ্যে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৯৮৪টি এবং চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ৩২৫টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে বিআইটিআইডি ল্যাবে ৬৬ জন, চমেক ল্যাবে ৭৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়।

এছাড়া এদিন ১৮টি অ্যান্টিজেন পরীক্ষায় চার জনের করোনা শনাক্ত হয়।

অন্যদিকে বেসরকারি ইমপেরিয়াল হাসপাতালে ১৯৮টি নমুনা পরীক্ষা করে ২৫ জন, শেভরন হাসপাতাল ল্যাবে ৯৩টি নমুনা পরীক্ষায় একজন, মা ও শিশু হাসপাতলে ২৩টি নমুনা পরীক্ষা করে আট জন, মেডিক্যাল সেন্টার হাসপাতালে ৩৫টি নমুনা পরীক্ষা করে ১১ জন এবং ইপিক হেলথ কেয়ারে ১০৭টি নমুনা পরীক্ষায় ৪০ জনের করোনা শনাক্ত হয়েছে।

Please Share This Post in Your Social Media

করোনায় চট্টগ্রামে আরও ৭ মৃত্যু

Update Time : ০৯:৫৯:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ১৬ অগাস্ট ২০২১

নিজস্ব প্রতিবেদক,চট্টগ্রাম:

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামে আরও সাত জনের মৃত্যু হয়েছে।

সোমবার (১৬ আগস্ট) সকাল পর্যন্ত সর্বশেষ ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। একই সময়ে এখানে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২৩০ জন।

সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

এ নিয়ে চট্টগ্রামে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন এক হাজার ১২৮ জন। এর মধ্যে ৬৪৯ জন চট্টগ্রাম নগরীর, বাকি ৪৭৯ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

অন্যদিকে এই পর্যন্ত চট্টগ্রামে করোনা রোগী শনাক্ত হয়েছে ৯৫ হাজার ৪৪ জন। এর মধ্যে ৬৯ হাজার ৭৭৫ জন চট্টগ্রাম নগরীর। বাকি ২৫ হাজার ২৬৯ জন চট্টগ্রামের বিভিন্ন উপজেলার বাসিন্দা।

সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদন থেকে জানা যায়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের সাতটি ল্যাবে এক হাজার ৭৮৩টি নমুনা পরীক্ষায় ২৩০ জনের করোনা শনাক্ত হয়। এর মধ্যে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৯৮৪টি এবং চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ৩২৫টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে বিআইটিআইডি ল্যাবে ৬৬ জন, চমেক ল্যাবে ৭৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়।

এছাড়া এদিন ১৮টি অ্যান্টিজেন পরীক্ষায় চার জনের করোনা শনাক্ত হয়।

অন্যদিকে বেসরকারি ইমপেরিয়াল হাসপাতালে ১৯৮টি নমুনা পরীক্ষা করে ২৫ জন, শেভরন হাসপাতাল ল্যাবে ৯৩টি নমুনা পরীক্ষায় একজন, মা ও শিশু হাসপাতলে ২৩টি নমুনা পরীক্ষা করে আট জন, মেডিক্যাল সেন্টার হাসপাতালে ৩৫টি নমুনা পরীক্ষা করে ১১ জন এবং ইপিক হেলথ কেয়ারে ১০৭টি নমুনা পরীক্ষায় ৪০ জনের করোনা শনাক্ত হয়েছে।