করোনায় আরো ৩৭ জনের মৃত্যু, শনাক্ত ২৭৭২

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০৮:৪২:৩০ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২০
  • / ১৮৬ Time View

নিজস্ব প্রতিবেদক: 

নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় দেশে ৩৭ জনের মৃত্যু হয়েছে। আর, করোনা আক্রান্ত হিসেবে নতুন করে শনাক্ত হয়েছেন ২ হাজার ৭৭২ জন। 

দেশে করোনা শনাক্ত হওয়ার ১৪২তম দিনে আজ সোমবার (২৭ জুলাই), রাজধানীর মহাখালীস্থ স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেশের করোনা পরিস্থিতি নিয়ে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ সকল তথ্য জানান, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৭ জনের প্রাণ গেছে। এ নিয়ে ভাইরাসটিতে মোট মারা গেলেন দুই হাজার ৯৬৫ জন। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হিসেবে আরও দুই হাজার ৭৭২ জন শনাক্ত হয়েছে। ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা এখন দুই লাখ ২৬ হাজার ২২৫ জন।

এদিকে, বিশ্বে করোনাভাইরাসে ( কোভিড-১৯) মৃতের সংখ্যা ৬ লাখ ৫২ হাজার ছাড়িয়েছে। এতে শনাক্ত হয়েছেন এক কোটি ৬৪ লাখের বেশি মানুষ। এক কোটিরও বেশি মানুষ করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন।

গত বছরের ডিসেম্বরে চীনে করোনাভাইরাসের সংক্রমণ নিশ্চিত হওয়া গেলেও বাংলাদেশে ভাইরাসটি শনাক্ত হয় গত ৮ই মার্চ। ওইদিন তিনজন করোনা রোগী শনাক্ত হওয়ার কথা জানিয়েছিলো স্বাস্থ্য অধিদপ্তর। এরপর থেকে এপ্রিলের প্রথম সপ্তাহ পর্যন্ত শনাক্তকৃত রোগীর সংখ্যা অনেকটাই সমান্তরাল ছিলো। কিন্তু তারপর থেকে বেড়েই চলেছে রোগীর সংখ্যা। এরমধ্যেই দুই মাসের বেশি সময় ধরে চলা সাধারণ ছুটি তুলে নিয়েছে সরকার। সারা দেশে স্বাস্থ্যবিধি মেনে শুরু হয়েছে গণপরিবহণ চলাচল। শপিং মল, বাজার, দোকানপাট খোলা রাখার সময়সীমাও বাড়ানো হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

করোনায় আরো ৩৭ জনের মৃত্যু, শনাক্ত ২৭৭২

Update Time : ০৮:৪২:৩০ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২০

নিজস্ব প্রতিবেদক: 

নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় দেশে ৩৭ জনের মৃত্যু হয়েছে। আর, করোনা আক্রান্ত হিসেবে নতুন করে শনাক্ত হয়েছেন ২ হাজার ৭৭২ জন। 

দেশে করোনা শনাক্ত হওয়ার ১৪২তম দিনে আজ সোমবার (২৭ জুলাই), রাজধানীর মহাখালীস্থ স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেশের করোনা পরিস্থিতি নিয়ে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ সকল তথ্য জানান, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৭ জনের প্রাণ গেছে। এ নিয়ে ভাইরাসটিতে মোট মারা গেলেন দুই হাজার ৯৬৫ জন। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হিসেবে আরও দুই হাজার ৭৭২ জন শনাক্ত হয়েছে। ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা এখন দুই লাখ ২৬ হাজার ২২৫ জন।

এদিকে, বিশ্বে করোনাভাইরাসে ( কোভিড-১৯) মৃতের সংখ্যা ৬ লাখ ৫২ হাজার ছাড়িয়েছে। এতে শনাক্ত হয়েছেন এক কোটি ৬৪ লাখের বেশি মানুষ। এক কোটিরও বেশি মানুষ করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন।

গত বছরের ডিসেম্বরে চীনে করোনাভাইরাসের সংক্রমণ নিশ্চিত হওয়া গেলেও বাংলাদেশে ভাইরাসটি শনাক্ত হয় গত ৮ই মার্চ। ওইদিন তিনজন করোনা রোগী শনাক্ত হওয়ার কথা জানিয়েছিলো স্বাস্থ্য অধিদপ্তর। এরপর থেকে এপ্রিলের প্রথম সপ্তাহ পর্যন্ত শনাক্তকৃত রোগীর সংখ্যা অনেকটাই সমান্তরাল ছিলো। কিন্তু তারপর থেকে বেড়েই চলেছে রোগীর সংখ্যা। এরমধ্যেই দুই মাসের বেশি সময় ধরে চলা সাধারণ ছুটি তুলে নিয়েছে সরকার। সারা দেশে স্বাস্থ্যবিধি মেনে শুরু হয়েছে গণপরিবহণ চলাচল। শপিং মল, বাজার, দোকানপাট খোলা রাখার সময়সীমাও বাড়ানো হয়েছে।