করােনা সার্টিফিকেট জিম্মিকারী ও প্রতারণা চক্রের ০৩ সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০১:১৪:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুলাই ২০২১
  • / ২৫৮ Time View

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীতে করােনা সার্টিফিকেট জিম্মিকারী ও প্রতারণা চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

গােয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজশাহী মহানগর গােয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার, মােঃ আরেফিন জুয়েল এর সার্বিক তত্ত্বাবধায়নে, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার(ডিবি) মােঃ আব্দুল্লাহ আল মাসুদ এর নেতৃত্বে গােয়েন্দা পুলিশের একটি বিশেষ টিম পুলিশ পরিদর্শক(নিরস্ত্র) মােঃ আশিক ইকবাল সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ মহানগরীর বােয়ালিয়া থানা এলাকার হেতেমখা ওয়াবদা কলাবাগান হতে করােনা সার্টিফিকেট জিম্মিকারী ও প্রতারণা চক্রের ৩ সদস্যকে আটক করেন।

আটককৃতরা হলাে মূলহােতা তারেক আহসান(৪১) এবং তার দুই সহযােগী মােঃ
রফিকুল ইসলাম(৪২), মােসাঃ সামসুন্নাহার শিখা(৩৮)। রফিকুল ও সামসুন্নাহার এরা দু’জন স্বামী-স্ত্রী। এই ঘটনায় আরাে দুইজন পলাতক আছে।

মূলত, সিভিল সার্জন অফিসকে কেন্দ্র করে এই প্রতারণামূলক চক্রটি গড়ে উঠে। আটকৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে, যেসকল বিদেশগামী করােনা টেস্টের জন্য স্যাম্পল দিয়েছেন তাদের অনেক সময় ৪৮/৭২ ঘন্টার মধ্যে টেস্টের রিপাের্ট এর প্রয়ােজন হয়।

উক্ত চক্র তাদের মােবাইল ফোনের মাধ্যমে জানায় যে, আপনার করােনা রিপাের্ট পজেটিভ এসেছে।আপনি আমাদের সঙ্গে যােগাযােগ করেন।তবে আপনার করােনা রিপাের্ট নেগেটিভ করার ব্যবস্থা করা হবে।অতঃপর প্রতারক চক্রের সদস্যরা ভূক্তভােগীদের ডেকে ৩০০০-১৫০০০ টাকার বিনিময়ে করােনা নেগেটিভ রিপাের্ট সরবরাহ করত। অথচ সার্টিফিকেট সত্যিকার অর্থে নেগেটিভই ছিল।বিদেশগামীসহ অন্যান্যরা দ্রুত সময়ে করােনা রিপাের্ট পাওয়ার জন্য উক্ত টাকা ঐ চক্রের হাতে তুলে দিত। এ সংক্রান্তে বােয়ালিয়া মডেল থানায় একটি নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

করােনা সার্টিফিকেট জিম্মিকারী ও প্রতারণা চক্রের ০৩ সদস্য গ্রেফতার

Update Time : ০১:১৪:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুলাই ২০২১

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীতে করােনা সার্টিফিকেট জিম্মিকারী ও প্রতারণা চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

গােয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজশাহী মহানগর গােয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার, মােঃ আরেফিন জুয়েল এর সার্বিক তত্ত্বাবধায়নে, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার(ডিবি) মােঃ আব্দুল্লাহ আল মাসুদ এর নেতৃত্বে গােয়েন্দা পুলিশের একটি বিশেষ টিম পুলিশ পরিদর্শক(নিরস্ত্র) মােঃ আশিক ইকবাল সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ মহানগরীর বােয়ালিয়া থানা এলাকার হেতেমখা ওয়াবদা কলাবাগান হতে করােনা সার্টিফিকেট জিম্মিকারী ও প্রতারণা চক্রের ৩ সদস্যকে আটক করেন।

আটককৃতরা হলাে মূলহােতা তারেক আহসান(৪১) এবং তার দুই সহযােগী মােঃ
রফিকুল ইসলাম(৪২), মােসাঃ সামসুন্নাহার শিখা(৩৮)। রফিকুল ও সামসুন্নাহার এরা দু’জন স্বামী-স্ত্রী। এই ঘটনায় আরাে দুইজন পলাতক আছে।

মূলত, সিভিল সার্জন অফিসকে কেন্দ্র করে এই প্রতারণামূলক চক্রটি গড়ে উঠে। আটকৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে, যেসকল বিদেশগামী করােনা টেস্টের জন্য স্যাম্পল দিয়েছেন তাদের অনেক সময় ৪৮/৭২ ঘন্টার মধ্যে টেস্টের রিপাের্ট এর প্রয়ােজন হয়।

উক্ত চক্র তাদের মােবাইল ফোনের মাধ্যমে জানায় যে, আপনার করােনা রিপাের্ট পজেটিভ এসেছে।আপনি আমাদের সঙ্গে যােগাযােগ করেন।তবে আপনার করােনা রিপাের্ট নেগেটিভ করার ব্যবস্থা করা হবে।অতঃপর প্রতারক চক্রের সদস্যরা ভূক্তভােগীদের ডেকে ৩০০০-১৫০০০ টাকার বিনিময়ে করােনা নেগেটিভ রিপাের্ট সরবরাহ করত। অথচ সার্টিফিকেট সত্যিকার অর্থে নেগেটিভই ছিল।বিদেশগামীসহ অন্যান্যরা দ্রুত সময়ে করােনা রিপাের্ট পাওয়ার জন্য উক্ত টাকা ঐ চক্রের হাতে তুলে দিত। এ সংক্রান্তে বােয়ালিয়া মডেল থানায় একটি নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।