ওয়াগনারপ্রধানের দায়িত্ব পাওয়া কে এই আন্দ্রে ত্রোশেভ?

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০২:৫২:৪১ অপরাহ্ন, রবিবার, ১ অক্টোবর ২০২৩
  • / ১১২ Time View

আন্তর্জাতিক ডেস্ক

রাশিয়ার ভাড়াটে সেনাদল ওয়াগনারের প্রধান ইয়েভজেনি প্রিগোজিনের মৃত্যুর পর থেকেই গ্রুপটির ভবিষ্যৎ নিয়ে নানা আলোচনা চলছে। অবশেষে প্রিগোজিনের মৃত্যুর এক মাসের মাথায় ওয়াগনারের নতুন কমান্ডার নিয়োগ দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গত শুক্রবার (২৯ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস।

গত বৃহস্পতিবার আন্দ্রে ত্রোশেভের সঙ্গে বৈঠক করেন রুশ প্রেসিডেন্ট পুতিন। বৈঠকে ইউক্রেন ও অন্যান্য দেশে রুশ স্বেচ্ছাসেবক ইউনিটের নেতৃত্ব ত্রোশেভকে দেন পুতিন। এ সময় রাশিয়ার উপপ্রতিরক্ষামন্ত্রীও উপস্থিত ছিলেন।

এর আগে গত জুনে রুশ সামরিক নেতাদের উৎখাত করতে ওয়াগনারপ্রধান ইয়েভজেনি প্রিগোজিনের ব্যর্থ বিদ্রোহের পর এই আন্দ্রে ত্রোশেভকে ওয়াগনারপ্রধান হিসেবে নিয়োগ দিতে চেয়েছিলেন পুতিন। বিদ্রোহের কয়েকদিন পর প্রিগোজিন ও বেশ কয়েকজন ওয়াগনার কমান্ডারকে ক্রেমলিনে ডেকে নিয়ে এ কথা জানিয়েছিলেন তিনি।
কে এই আন্দ্রে ত্রোশেভ
আন্দ্রে ত্রোশেভ অবসরপ্রাপ্ত একজন রুশ কর্নেল। তার ডাক নাম গ্রে হেয়ার। তিনি প্রায় এক দশক ওয়াগনারের সিনিয়র কমান্ডার হিসেবে কাজ করেছেন। তবে গত জুনে ওয়াগনারের সশস্ত্র বিদ্রোহ এবং মস্কো অভিমুখে পদযাত্রা নিয়ে প্রিগোজিনের সঙ্গে তার মতবিরোধ দেখা দিয়েছিল।

তিনি ওয়াগনার গ্রুপের একজন প্রতিষ্ঠাতা সদস্য ও নির্বাহী পরিচালক। ইউরোপীয় ইউনিয়ন ও ফ্রান্সের প্রকাশিত বিভিন্ন নিষেধাজ্ঞা সম্পর্কিত নথিপত্রের বরাতে এ তথ্য জানিয়েছে সিএনএন।

সিরিয়ায় নিয়োজিত ওয়াগনার গ্রুপের অপারেশন বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন ত্রোশেভ। গ্রুপটি সিরিয়ার বাসার আল-আসাদ সরকারের সমর্থনে কাজ করেছে। সিরিয়া নিয়ে ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা সম্পর্কিত বিবরণ থেকে এ তথ্য উঠে আসে।

২০২১ সালে ইইউর দেওয়া নিষেধাজ্ঞা থেকে আরও জানা যায়, ত্রোশেভ ১৯৫৩ সালে সাবেক সোভিয়েত ইউনিয়নের লেনিনগ্রাদে জন্মগ্রহণ করেন।

ত্রোশেভকে নিয়ে একই ধরনের তথ্য পাওয়া যায় যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা থেকেও। সেখানে বলা হয়েছে, তিনি ওয়াগনার গ্রুপের প্রধান নির্বাহী ছিলেন।

ত্রোশেভ ওয়াগনার গ্রুপের প্রতিষ্ঠাতা দিমিত্রি উটকিনের সহযোগী হিসেবে কাজ করেছেন। এ ছাড়া ওয়াগনারের কমান্ডার আলেকজান্ডার সের্গেভিচ কুজনেটসভ ও আন্দ্রে বোগাতোভের সাথেও তার সখ্য রয়েছে।

আফগানিস্তান ও চেচনিয়ায় বিশেষ অবদান রাখার জন্য তাকে বেশ কয়েকটি মেডেল দেওয়া হয়। তবে ২০২৩ সালের ২৬ ফেব্রুয়ারি তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে ইউক্রেন।

Tag :

Please Share This Post in Your Social Media

ওয়াগনারপ্রধানের দায়িত্ব পাওয়া কে এই আন্দ্রে ত্রোশেভ?

Update Time : ০২:৫২:৪১ অপরাহ্ন, রবিবার, ১ অক্টোবর ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক

রাশিয়ার ভাড়াটে সেনাদল ওয়াগনারের প্রধান ইয়েভজেনি প্রিগোজিনের মৃত্যুর পর থেকেই গ্রুপটির ভবিষ্যৎ নিয়ে নানা আলোচনা চলছে। অবশেষে প্রিগোজিনের মৃত্যুর এক মাসের মাথায় ওয়াগনারের নতুন কমান্ডার নিয়োগ দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গত শুক্রবার (২৯ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস।

গত বৃহস্পতিবার আন্দ্রে ত্রোশেভের সঙ্গে বৈঠক করেন রুশ প্রেসিডেন্ট পুতিন। বৈঠকে ইউক্রেন ও অন্যান্য দেশে রুশ স্বেচ্ছাসেবক ইউনিটের নেতৃত্ব ত্রোশেভকে দেন পুতিন। এ সময় রাশিয়ার উপপ্রতিরক্ষামন্ত্রীও উপস্থিত ছিলেন।

এর আগে গত জুনে রুশ সামরিক নেতাদের উৎখাত করতে ওয়াগনারপ্রধান ইয়েভজেনি প্রিগোজিনের ব্যর্থ বিদ্রোহের পর এই আন্দ্রে ত্রোশেভকে ওয়াগনারপ্রধান হিসেবে নিয়োগ দিতে চেয়েছিলেন পুতিন। বিদ্রোহের কয়েকদিন পর প্রিগোজিন ও বেশ কয়েকজন ওয়াগনার কমান্ডারকে ক্রেমলিনে ডেকে নিয়ে এ কথা জানিয়েছিলেন তিনি।
কে এই আন্দ্রে ত্রোশেভ
আন্দ্রে ত্রোশেভ অবসরপ্রাপ্ত একজন রুশ কর্নেল। তার ডাক নাম গ্রে হেয়ার। তিনি প্রায় এক দশক ওয়াগনারের সিনিয়র কমান্ডার হিসেবে কাজ করেছেন। তবে গত জুনে ওয়াগনারের সশস্ত্র বিদ্রোহ এবং মস্কো অভিমুখে পদযাত্রা নিয়ে প্রিগোজিনের সঙ্গে তার মতবিরোধ দেখা দিয়েছিল।

তিনি ওয়াগনার গ্রুপের একজন প্রতিষ্ঠাতা সদস্য ও নির্বাহী পরিচালক। ইউরোপীয় ইউনিয়ন ও ফ্রান্সের প্রকাশিত বিভিন্ন নিষেধাজ্ঞা সম্পর্কিত নথিপত্রের বরাতে এ তথ্য জানিয়েছে সিএনএন।

সিরিয়ায় নিয়োজিত ওয়াগনার গ্রুপের অপারেশন বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন ত্রোশেভ। গ্রুপটি সিরিয়ার বাসার আল-আসাদ সরকারের সমর্থনে কাজ করেছে। সিরিয়া নিয়ে ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা সম্পর্কিত বিবরণ থেকে এ তথ্য উঠে আসে।

২০২১ সালে ইইউর দেওয়া নিষেধাজ্ঞা থেকে আরও জানা যায়, ত্রোশেভ ১৯৫৩ সালে সাবেক সোভিয়েত ইউনিয়নের লেনিনগ্রাদে জন্মগ্রহণ করেন।

ত্রোশেভকে নিয়ে একই ধরনের তথ্য পাওয়া যায় যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা থেকেও। সেখানে বলা হয়েছে, তিনি ওয়াগনার গ্রুপের প্রধান নির্বাহী ছিলেন।

ত্রোশেভ ওয়াগনার গ্রুপের প্রতিষ্ঠাতা দিমিত্রি উটকিনের সহযোগী হিসেবে কাজ করেছেন। এ ছাড়া ওয়াগনারের কমান্ডার আলেকজান্ডার সের্গেভিচ কুজনেটসভ ও আন্দ্রে বোগাতোভের সাথেও তার সখ্য রয়েছে।

আফগানিস্তান ও চেচনিয়ায় বিশেষ অবদান রাখার জন্য তাকে বেশ কয়েকটি মেডেল দেওয়া হয়। তবে ২০২৩ সালের ২৬ ফেব্রুয়ারি তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে ইউক্রেন।