এশিয়া কাপে ফাইনালে লড়তে প্রস্তুত ভারত ও শ্রীলঙ্কা

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০১:২৫:০৫ অপরাহ্ন, রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৩
  • / ১০১ Time View

স্পোর্টস ডেস্ক

এশিয়া কাপের মেগা ফাইনালে এক যুগ পর রবিবার মুখোমুখি হচ্ছে ভারত ও শ্রীলঙ্কা। দুই দলের সামনে আধিপত্য ধরে রাখার আর রেকর্ড গড়ার সুযোগ। ফাইনালের আগে শ্রীলংকা অনুশীলন করলেও ভারত রিকভারি সেশনেই মনোযোগ দিয়েছে। তবে রোহিতদের বিপক্ষে সাকিবদের জয়ের রেশ এদিনও ছিল।

ফাইনালে বাংলাদেশ নেই, তাও প্রেস কনফারেন্সে টাইগারদের খোঁচা দিলেন শ্রীলঙ্কান ক্যাপ্টেন দাসুন শানাকা। ভারত মূল দল না খেলানোয় নাকি জয় পেয়েছে বাংলাদেশ। স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে শানাকা আদৌও ম্যাচটি দেখেছিলেন তো? ভারত যদি মূল ব্যাটারদের বিশ্রাম দেয়, তবে বাংলাদেশও যে সেরা পেস ইউনিট নিয়ে নামেনি-সেটাও তো তার জানার কথা।

লংকান ক্যাপ্টেনের এমন অদ্ভুত কথা এবারই নতুন নয়। গেলো এশিয়া কাপেও বাংলাদেশের বোলিং লাইন আপ বিশ্বমানের নয় বলে বিতর্ক জুড়ে দিয়েছিলেন। কয়লা আর ময়লার সাথে তুলনা না করলেও শানাকা যে শোধরানোর পাত্র নন-তা দিনের আলোর মতই স্পষ্ট।

ভারতের বিপক্ষে ফাইনালের আগে দুই ঘণ্টার অনুশীলন। শ্রীলঙ্কার প্র্যাকটিসে অবশ্য নজর কেড়েছেন দুজন। একজন লংকান কোচ ক্রিস সিলভারউড আরেকজন প্রেমাদাসার চিফ কিউরেটর গডফ্রে দাবরেরা। দুজনের সাইড মিটিংয়ে উইকেট নিয়ে তথ্যের আদান প্রদান যে সফল হয়েছে তা বেশ ভালোই বোঝা গেল।

আইসিসি র‍্যাংকিং যাই হোক, বিশ্বকাপে যতই বাছাই পর্ব উতরে আসতে হোক, বড় আসরে ধনঞ্জয়ারা টাফ অপনেন্ট। গেলবার এশিয়া কাপ জেতার পর এবারও পাকিস্তানকে নার্ভ মোমেন্টে হারিয়ে শিরোপার লড়াইয়ে শ্রীলঙ্কা। দাসুন শাণাকা নিজেও এই উত্তেজনা ভালোই উপভোগ করেন।

দাসুন শানাকা বলেছেন, যখন ম্যাচ শেষ হয়, তখন আমার কাছেও কল আসে। অনেকে বলে আরেকটু হলেতো হার্ট অ্যাটাকই হয়ে যেতো। এমন ম্যাসেজে আমরা সত্যিই ইমোশনাল হয়ে যাই। ফাইনালে ওঠা আমাদের জন্য অনেক বড় অর্জন।

১৩ বছর পর এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কার মুখোমুখি ভারত। ম্যাচের আগে কোহলিরা হোটেলে জিম আর রিকভারি সেশনে দিন কাটিয়েছেন। এশিয়া কাপে টানা তিন জয়ের পর সাকিবদের কাছে হার-মানসিকভাবে শক্ত হবার একটা বিষয় তো আছেই।

ভারতের ওপেনার শুভমান গিল ভদ্র ছেলে। শানাকার মতো উল্টোপাল্টা বকেন না, ম্যাচের আগে শ্রীলঙ্কাকেই এগিয়ে রেখেছেন।

শুভমান গিল বলেছেন, আমার মনে হয় ওরা দারুণ মোমেন্টামে আছে। সেভাবে ওরা শেষ ম্যাচ জিতেছে তা দেখতে অসাধারণ ছিল। ওদের হারাতে হলে আমাদের সেরা খেলাটাই খেলতে হবে।

রোববার বিকেল সাড়ে ৩টায় এশিয়া কাপের ফাইনালে মাঠে নামছে ভারত ও শ্রীলঙ্কা।

Tag :

Please Share This Post in Your Social Media

এশিয়া কাপে ফাইনালে লড়তে প্রস্তুত ভারত ও শ্রীলঙ্কা

Update Time : ০১:২৫:০৫ অপরাহ্ন, রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৩

স্পোর্টস ডেস্ক

এশিয়া কাপের মেগা ফাইনালে এক যুগ পর রবিবার মুখোমুখি হচ্ছে ভারত ও শ্রীলঙ্কা। দুই দলের সামনে আধিপত্য ধরে রাখার আর রেকর্ড গড়ার সুযোগ। ফাইনালের আগে শ্রীলংকা অনুশীলন করলেও ভারত রিকভারি সেশনেই মনোযোগ দিয়েছে। তবে রোহিতদের বিপক্ষে সাকিবদের জয়ের রেশ এদিনও ছিল।

ফাইনালে বাংলাদেশ নেই, তাও প্রেস কনফারেন্সে টাইগারদের খোঁচা দিলেন শ্রীলঙ্কান ক্যাপ্টেন দাসুন শানাকা। ভারত মূল দল না খেলানোয় নাকি জয় পেয়েছে বাংলাদেশ। স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে শানাকা আদৌও ম্যাচটি দেখেছিলেন তো? ভারত যদি মূল ব্যাটারদের বিশ্রাম দেয়, তবে বাংলাদেশও যে সেরা পেস ইউনিট নিয়ে নামেনি-সেটাও তো তার জানার কথা।

লংকান ক্যাপ্টেনের এমন অদ্ভুত কথা এবারই নতুন নয়। গেলো এশিয়া কাপেও বাংলাদেশের বোলিং লাইন আপ বিশ্বমানের নয় বলে বিতর্ক জুড়ে দিয়েছিলেন। কয়লা আর ময়লার সাথে তুলনা না করলেও শানাকা যে শোধরানোর পাত্র নন-তা দিনের আলোর মতই স্পষ্ট।

ভারতের বিপক্ষে ফাইনালের আগে দুই ঘণ্টার অনুশীলন। শ্রীলঙ্কার প্র্যাকটিসে অবশ্য নজর কেড়েছেন দুজন। একজন লংকান কোচ ক্রিস সিলভারউড আরেকজন প্রেমাদাসার চিফ কিউরেটর গডফ্রে দাবরেরা। দুজনের সাইড মিটিংয়ে উইকেট নিয়ে তথ্যের আদান প্রদান যে সফল হয়েছে তা বেশ ভালোই বোঝা গেল।

আইসিসি র‍্যাংকিং যাই হোক, বিশ্বকাপে যতই বাছাই পর্ব উতরে আসতে হোক, বড় আসরে ধনঞ্জয়ারা টাফ অপনেন্ট। গেলবার এশিয়া কাপ জেতার পর এবারও পাকিস্তানকে নার্ভ মোমেন্টে হারিয়ে শিরোপার লড়াইয়ে শ্রীলঙ্কা। দাসুন শাণাকা নিজেও এই উত্তেজনা ভালোই উপভোগ করেন।

দাসুন শানাকা বলেছেন, যখন ম্যাচ শেষ হয়, তখন আমার কাছেও কল আসে। অনেকে বলে আরেকটু হলেতো হার্ট অ্যাটাকই হয়ে যেতো। এমন ম্যাসেজে আমরা সত্যিই ইমোশনাল হয়ে যাই। ফাইনালে ওঠা আমাদের জন্য অনেক বড় অর্জন।

১৩ বছর পর এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কার মুখোমুখি ভারত। ম্যাচের আগে কোহলিরা হোটেলে জিম আর রিকভারি সেশনে দিন কাটিয়েছেন। এশিয়া কাপে টানা তিন জয়ের পর সাকিবদের কাছে হার-মানসিকভাবে শক্ত হবার একটা বিষয় তো আছেই।

ভারতের ওপেনার শুভমান গিল ভদ্র ছেলে। শানাকার মতো উল্টোপাল্টা বকেন না, ম্যাচের আগে শ্রীলঙ্কাকেই এগিয়ে রেখেছেন।

শুভমান গিল বলেছেন, আমার মনে হয় ওরা দারুণ মোমেন্টামে আছে। সেভাবে ওরা শেষ ম্যাচ জিতেছে তা দেখতে অসাধারণ ছিল। ওদের হারাতে হলে আমাদের সেরা খেলাটাই খেলতে হবে।

রোববার বিকেল সাড়ে ৩টায় এশিয়া কাপের ফাইনালে মাঠে নামছে ভারত ও শ্রীলঙ্কা।