এবার বিচারের মুখোমুখি হচ্ছেন নাইজারের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০৫:২৭:২৯ অপরাহ্ন, সোমবার, ১৪ অগাস্ট ২০২৩
  • / ১১৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক

পশ্চিম আফ্রিকার দেশ নাইজারের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমকে উচ্চ রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে বিচারের মুখোমুখি করার ঘোষণা দিয়েছে জান্তা সরকার। গতকাল রোববার (১৩ আগস্ট) মধ্যরাতে জান্তা সরকার এ ঘোষণা দিয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

গত ২৬ জুলাই নাইজারের প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমকে তার বাসভবনে অবরোধ করে রাখেন প্রেসিডেন্সিয়াল গার্ডের বিদ্রোহী সদস্যরা। আটকের পরের দিন বৃহস্পতিবার সামরিক অভ্যুত্থানের ঘোষণা দেন তারা। এরপর থেকে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুম ও তার পরিবারের সদস্যদের বন্দি করে রেখেছে সামরিক সরকার। তাদের এ সেনা অভ্যুত্থানের নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও প্রতিবেশী পশ্চিম আফ্রিকার দেশগুলো। এমনকি গত বৃহস্পতিবার (১০ আগস্ট) নাইজারে সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সরকার পুনর্বহালে সামরিক হস্তক্ষেপের জন্য স্ট্যান্ডবাই সেনাদের প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে ইকোওয়াস।

জান্তা সরকারের মুখপাত্র কর্নেল আমাদু আবদ্রামান রাষ্ট্রীয় টেলিভিশনে বলেন, উচ্চ রাষ্ট্রদ্রোহিতা এবং নাইজারের অভ্যন্তরীণ ও বাহ্যিক নিরাপত্তা ব্যবস্থার অপমান করায় ক্ষমতাচ্যুত প্রেসিডেন্টকে বিচারের মুখোমুখি করতে সরকার প্রয়োজনীয় তথ্য-প্রমাণ জোগাড় করেছে।

এদিকে সেনা অভ্যুত্থানের পর থেকে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাজুমের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ জানিয়ে আসছে আফ্রিকান ইউনিয়ন, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র ও জাতিসংঘ।

এ বিষয়ে রোববার জান্তার মুখপাত্র আবদ্রামান বলেন, চিকিৎসক বাজুমের নিয়মিত খোঁজ-খবর রাখছেন। সবশেষ গত ১২ আগস্ট তাকে চিকিৎসক দেখে গেছেন। ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট ও তার পরিবারের সদস্যদের স্বাস্থ্য নিয়ে উদ্বেগজনক কিছু জানাননি চিকিৎসক।

Tag :

Please Share This Post in Your Social Media

এবার বিচারের মুখোমুখি হচ্ছেন নাইজারের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট

Update Time : ০৫:২৭:২৯ অপরাহ্ন, সোমবার, ১৪ অগাস্ট ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক

পশ্চিম আফ্রিকার দেশ নাইজারের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমকে উচ্চ রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে বিচারের মুখোমুখি করার ঘোষণা দিয়েছে জান্তা সরকার। গতকাল রোববার (১৩ আগস্ট) মধ্যরাতে জান্তা সরকার এ ঘোষণা দিয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

গত ২৬ জুলাই নাইজারের প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমকে তার বাসভবনে অবরোধ করে রাখেন প্রেসিডেন্সিয়াল গার্ডের বিদ্রোহী সদস্যরা। আটকের পরের দিন বৃহস্পতিবার সামরিক অভ্যুত্থানের ঘোষণা দেন তারা। এরপর থেকে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুম ও তার পরিবারের সদস্যদের বন্দি করে রেখেছে সামরিক সরকার। তাদের এ সেনা অভ্যুত্থানের নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও প্রতিবেশী পশ্চিম আফ্রিকার দেশগুলো। এমনকি গত বৃহস্পতিবার (১০ আগস্ট) নাইজারে সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সরকার পুনর্বহালে সামরিক হস্তক্ষেপের জন্য স্ট্যান্ডবাই সেনাদের প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে ইকোওয়াস।

জান্তা সরকারের মুখপাত্র কর্নেল আমাদু আবদ্রামান রাষ্ট্রীয় টেলিভিশনে বলেন, উচ্চ রাষ্ট্রদ্রোহিতা এবং নাইজারের অভ্যন্তরীণ ও বাহ্যিক নিরাপত্তা ব্যবস্থার অপমান করায় ক্ষমতাচ্যুত প্রেসিডেন্টকে বিচারের মুখোমুখি করতে সরকার প্রয়োজনীয় তথ্য-প্রমাণ জোগাড় করেছে।

এদিকে সেনা অভ্যুত্থানের পর থেকে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাজুমের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ জানিয়ে আসছে আফ্রিকান ইউনিয়ন, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র ও জাতিসংঘ।

এ বিষয়ে রোববার জান্তার মুখপাত্র আবদ্রামান বলেন, চিকিৎসক বাজুমের নিয়মিত খোঁজ-খবর রাখছেন। সবশেষ গত ১২ আগস্ট তাকে চিকিৎসক দেখে গেছেন। ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট ও তার পরিবারের সদস্যদের স্বাস্থ্য নিয়ে উদ্বেগজনক কিছু জানাননি চিকিৎসক।