উদ্বোধন হলো উইডেভস একাডেমির

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০৪:৪৮:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ নভেম্বর ২০২৩
  • / ১২২ Time View

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের সুপরিচিত সফটওয়্যার কোম্পানি উইডেভসের উদ্যোগে আত্মপ্রকাশ করলো উইডেভস একাডেমি। গত ৩ নভেম্বর শুক্রবার ঢাকার মিরপুরে উইডেভস একাডেমির অফিসে এই উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন উইডেভসের সিইও জনাব নিজাম উদ্দিন, সিটিও জনাব তারেক হাসান, সিএমও জনাব আতিকুর রহমান, লার্ন উইথ হাসিন হায়দার এর প্রতিষ্ঠাতা জনাব হাসিন হায়দার, উইডেভস একাডেমির সিইও জনাব নাজির হোসাইন, ব্রেইন স্টেশন 23 এর ফাউন্ডার জনাব রাইসুল কবির, বিকাশের ভিপি অব সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং জনাব জিয়াউল হক, ডব্লিউপি ডেভেলপারের ফাউন্ডার এম. আসিফ রহমান, এক্সপ্রিড স্টুডিও এর ফাউন্ডার এম. আতাউর রহমান, হ্যাপি মনস্টার এর কো- ফাউন্ডার জনাব দুলাল খান, লার্ণ উইথ সুমিত এর ফাউন্ডার জনাব সুমিত শাহা সহ অন্যান্য আইটি সম্পৃক্ত ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উইডেভসের সোস্যাল মিডিয়া স্পেশালিস্ট রাদ নাহিয়ান সিরাজ।

স্বাগত বক্তব্যে উইডেভসের সিইও জনাব নিজাম উদ্দিন বলেন- “আমরা উইডেভস, আমরা শুরু করতে যাচ্ছি উইডেভস একাডেমি। যেখানে ব্যবসায়িক চিন্তাচেতনার উর্দ্ধে উঠে একটি দক্ষ জেনারেশন গড়তে আমরা স্বপ্ন দেখছি। আমাদের লক্ষ্য বাংলাদেশ শুধু সফটওয়্যার তৈরিতেই এগিয়ে যাবে না পাশাপাশি বাংলাদেশি দক্ষ তরুণরা একেকটি দক্ষ রিসোর্স হয়ে বিভিন্ন কোম্পানিতে এসেট হিসেবে কাজ করবে।”

উইডেভসের সিটিও জনাব তারেক হাসান বলেন, “একজন ফ্রেশার তার গ্র্যাজুয়েশন শেষ করে কি করবে তার দিকনির্দেশনা খুঁজে পায়না, তাদেরকে ইন্ডাস্ট্রি রিলেটেড স্কিলড পিপল হিসেবে গড়ে তোলার জন্যই আমাদের এই প্রচেষ্টা।”

উইডেভস একাডেমির সিইও জনাব নাজির হোসাইন বলেন “আমাদের এই একাডেমিতে ভর্তি হতে হলেও নূন্যতম একটি এসেসমেন্ট পাশ কর‍তে হবে। সেখান থেকে বাছাই করে আমরা প্রতিটি লার্নারকে এক একটি রিসোর্স হিসেবে গড়ে তুলতে চাই।”

তিনি আরও বলেন “আমাদের দেশে চাকুরিপ্রার্থী অনেক কিন্তু দক্ষ জনবলের প্রচুর অভাব। প্রতিটি সফটওয়ার কোম্পানির এইচ আর ম্যানেজারই দক্ষ কর্মী খুঁজতে মরিয়া। কিন্তু গ্র্যাজুয়েট হওয়াই জব পাওয়ার একমাত্র মাপকাঠি নয়। সেজন্য উইডেভস চিন্তা করেছে ভিন্নভাবে। জব মার্কেটে যেসব স্কিলের চাহিদা সবচেয়ে বেশি সেগুলোর উপর জোড় দিয়ে একটি একাডেমি তৈরি করা।”

আমন্ত্রিত অতিথিরা উইডেভস একাডেমির সাফল্য কামনা করেন ও দোয়া করার মাধ্যমে উক্ত অনুষ্ঠানটি সমাপ্ত হয়।

Tag :

Please Share This Post in Your Social Media

উদ্বোধন হলো উইডেভস একাডেমির

Update Time : ০৪:৪৮:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ নভেম্বর ২০২৩

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের সুপরিচিত সফটওয়্যার কোম্পানি উইডেভসের উদ্যোগে আত্মপ্রকাশ করলো উইডেভস একাডেমি। গত ৩ নভেম্বর শুক্রবার ঢাকার মিরপুরে উইডেভস একাডেমির অফিসে এই উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন উইডেভসের সিইও জনাব নিজাম উদ্দিন, সিটিও জনাব তারেক হাসান, সিএমও জনাব আতিকুর রহমান, লার্ন উইথ হাসিন হায়দার এর প্রতিষ্ঠাতা জনাব হাসিন হায়দার, উইডেভস একাডেমির সিইও জনাব নাজির হোসাইন, ব্রেইন স্টেশন 23 এর ফাউন্ডার জনাব রাইসুল কবির, বিকাশের ভিপি অব সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং জনাব জিয়াউল হক, ডব্লিউপি ডেভেলপারের ফাউন্ডার এম. আসিফ রহমান, এক্সপ্রিড স্টুডিও এর ফাউন্ডার এম. আতাউর রহমান, হ্যাপি মনস্টার এর কো- ফাউন্ডার জনাব দুলাল খান, লার্ণ উইথ সুমিত এর ফাউন্ডার জনাব সুমিত শাহা সহ অন্যান্য আইটি সম্পৃক্ত ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উইডেভসের সোস্যাল মিডিয়া স্পেশালিস্ট রাদ নাহিয়ান সিরাজ।

স্বাগত বক্তব্যে উইডেভসের সিইও জনাব নিজাম উদ্দিন বলেন- “আমরা উইডেভস, আমরা শুরু করতে যাচ্ছি উইডেভস একাডেমি। যেখানে ব্যবসায়িক চিন্তাচেতনার উর্দ্ধে উঠে একটি দক্ষ জেনারেশন গড়তে আমরা স্বপ্ন দেখছি। আমাদের লক্ষ্য বাংলাদেশ শুধু সফটওয়্যার তৈরিতেই এগিয়ে যাবে না পাশাপাশি বাংলাদেশি দক্ষ তরুণরা একেকটি দক্ষ রিসোর্স হয়ে বিভিন্ন কোম্পানিতে এসেট হিসেবে কাজ করবে।”

উইডেভসের সিটিও জনাব তারেক হাসান বলেন, “একজন ফ্রেশার তার গ্র্যাজুয়েশন শেষ করে কি করবে তার দিকনির্দেশনা খুঁজে পায়না, তাদেরকে ইন্ডাস্ট্রি রিলেটেড স্কিলড পিপল হিসেবে গড়ে তোলার জন্যই আমাদের এই প্রচেষ্টা।”

উইডেভস একাডেমির সিইও জনাব নাজির হোসাইন বলেন “আমাদের এই একাডেমিতে ভর্তি হতে হলেও নূন্যতম একটি এসেসমেন্ট পাশ কর‍তে হবে। সেখান থেকে বাছাই করে আমরা প্রতিটি লার্নারকে এক একটি রিসোর্স হিসেবে গড়ে তুলতে চাই।”

তিনি আরও বলেন “আমাদের দেশে চাকুরিপ্রার্থী অনেক কিন্তু দক্ষ জনবলের প্রচুর অভাব। প্রতিটি সফটওয়ার কোম্পানির এইচ আর ম্যানেজারই দক্ষ কর্মী খুঁজতে মরিয়া। কিন্তু গ্র্যাজুয়েট হওয়াই জব পাওয়ার একমাত্র মাপকাঠি নয়। সেজন্য উইডেভস চিন্তা করেছে ভিন্নভাবে। জব মার্কেটে যেসব স্কিলের চাহিদা সবচেয়ে বেশি সেগুলোর উপর জোড় দিয়ে একটি একাডেমি তৈরি করা।”

আমন্ত্রিত অতিথিরা উইডেভস একাডেমির সাফল্য কামনা করেন ও দোয়া করার মাধ্যমে উক্ত অনুষ্ঠানটি সমাপ্ত হয়।