ঈদে আসছে ‘ব্যাচেলর রমজান’

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ১১:০৪:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৬ এপ্রিল ২০২২
  • / ১৮১ Time View

বিনোদন ডেস্কঃ

তুমুল আলোচিত ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’ এর চতুর্থ সিজনের প্রচার চলছে। নাটকটির পাশা, শুভ, কাবিলাসহ প্রায় সবকটি চরিত্র দর্শকনন্দিত।

শুধু টিভি-ই নয়; নাটকের পর্বগুলো দেখতে অনলাইনেও ব্যাপক চাহিদা দেখা যাচ্ছে। ইউটিউবে আসছে মিলিয়ন মিলিয়ন ভিউ।

এর মধ্যেই নতুন খবর দিলেন ‘ব্যাচেলর পয়েন্ট’ নির্মাতা কাজল আরেফিন অমি।

নতুন নাটক নিয়ে আসছেন তিনি। সেটাও নেই ব্যাচেলরদের ঘিরে। এর নাম তিনি দিয়েছেন ‘ব্যাচেলর রমজান’।

এই নাটকেও ব্যাচেলর পয়েন্ট তারকারাই অভিনয় করেছেন।

এতে দেখা যাবে মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, মিশু সাব্বির ও চাষী আলমকে। অভিনেত্রীদের মধ্যে আছেন শিমুল শর্মা, ফারিয়া শাহরিন, সাবিলা নূর, মনিরা মিঠু, সানজানা সরকার রিয়া।

এই নাটকে মূলত পাশা-কাবিলা-শুভদের রমজানের কর্মকাণ্ড তুলে ধরা হবে। রোজার সময় তারা কী করে, কে রোজা রাখে, কে লুকিয়ে খাবার খায়, কে নামাজ পড়ে, কে ফাঁকি দেয়, কে আবার ডেটিংয়ে যায়; এসবই দেখা যাবে নাটকটিতে।

নাটকটি নিয়ে নির্মাতা কাজল আরেফিন অমি বলেন, ‘শহরে আসা ব্যাচেলর ছেলেগুলো কীভাবে রোজা রাখে, কীভাবে তারা রমজান মাসটা কাটায়, কীভাবে তারা ঈদের প্রস্তুতি নেয়। সেই ভাবনা থেকেই এই নাটক নির্মাণ করছি।’

আসন্ন রোজার ঈদে বিশেষ এই নাটক প্রচার হবে বলে জানান অমি।

Tag :

Please Share This Post in Your Social Media

ঈদে আসছে ‘ব্যাচেলর রমজান’

Update Time : ১১:০৪:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৬ এপ্রিল ২০২২

বিনোদন ডেস্কঃ

তুমুল আলোচিত ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’ এর চতুর্থ সিজনের প্রচার চলছে। নাটকটির পাশা, শুভ, কাবিলাসহ প্রায় সবকটি চরিত্র দর্শকনন্দিত।

শুধু টিভি-ই নয়; নাটকের পর্বগুলো দেখতে অনলাইনেও ব্যাপক চাহিদা দেখা যাচ্ছে। ইউটিউবে আসছে মিলিয়ন মিলিয়ন ভিউ।

এর মধ্যেই নতুন খবর দিলেন ‘ব্যাচেলর পয়েন্ট’ নির্মাতা কাজল আরেফিন অমি।

নতুন নাটক নিয়ে আসছেন তিনি। সেটাও নেই ব্যাচেলরদের ঘিরে। এর নাম তিনি দিয়েছেন ‘ব্যাচেলর রমজান’।

এই নাটকেও ব্যাচেলর পয়েন্ট তারকারাই অভিনয় করেছেন।

এতে দেখা যাবে মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, মিশু সাব্বির ও চাষী আলমকে। অভিনেত্রীদের মধ্যে আছেন শিমুল শর্মা, ফারিয়া শাহরিন, সাবিলা নূর, মনিরা মিঠু, সানজানা সরকার রিয়া।

এই নাটকে মূলত পাশা-কাবিলা-শুভদের রমজানের কর্মকাণ্ড তুলে ধরা হবে। রোজার সময় তারা কী করে, কে রোজা রাখে, কে লুকিয়ে খাবার খায়, কে নামাজ পড়ে, কে ফাঁকি দেয়, কে আবার ডেটিংয়ে যায়; এসবই দেখা যাবে নাটকটিতে।

নাটকটি নিয়ে নির্মাতা কাজল আরেফিন অমি বলেন, ‘শহরে আসা ব্যাচেলর ছেলেগুলো কীভাবে রোজা রাখে, কীভাবে তারা রমজান মাসটা কাটায়, কীভাবে তারা ঈদের প্রস্তুতি নেয়। সেই ভাবনা থেকেই এই নাটক নির্মাণ করছি।’

আসন্ন রোজার ঈদে বিশেষ এই নাটক প্রচার হবে বলে জানান অমি।