ই-কমার্স প্রতিষ্ঠান আলাদীনের প্রদীপের মার্চেন্ট ও গ্রাহকদের টাকা ফেরতের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ১০:৩৩:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৯ ডিসেম্বর ২০২১
  • / ১৩২ Time View

ঢাবি প্রতিনিধি:

আলাদীনের প্রদীপের মার্চেন্ট ও গ্রাহকদের টাকা ফেরতের দাবিতে মানববন্ধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভুক্তভোগীরা।আলাদীনের প্রদীপ একটি ই-কমার্স প্রতিষ্ঠান।

আজ রোববার (১৯ ডিসেম্বর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজু ভাস্কর্যের পাদদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এ মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনকারীরা বলেন, প্রধানমন্ত্রী তরুণদের চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার জন্য পরামর্শ দিয়েছেন। আমরাও সে লক্ষ্যে কাজ করছিলাম। স্বল্প পুঁজি নিয়ে ব্যবসা শুরু করেছিলাম। সেই স্বপ্ন আজ আমাদের ধুলিস্মাৎ। তিন মাসেরও বেশি সময় ধরে আমাদের পুঁজি আটকানো। এরই মধ্যে ‘এসকো’ সার্ভিস সিস্টেমে আটকে থাকা টাকা গ্রাহকদের ফিরিয়ে দেওয়ার জন্য বাংলাদেশ ব্যাংক নোটিশ দিয়েছে। তবে ফ্রিজ থাকা ব্যাংক অ্যাকাউন্ট চালু করা নিয়ে এখনো কোনো নির্দেশনা আসেনি।

ভুক্তভোগী এক শিক্ষার্থী বলেন, তিন মাসেরও বেশি সময় ধরে বিভিন্ন সংস্থার তদন্ত চলমান। তদন্তে যদি আলাদীনের প্রদীপের কোনো সমস্যা না পাওয়া যায় তাহলে যথাযথ নজরদারিতে রেখে কর্তৃপক্ষকে দ্রুত তাদের অ্যাকাউন্ট চালু করে দেওয়ার দাবি জানাই।

মানববন্ধনে তারা ৮ দফা দাবি জানান। এর মধ্যে রয়েছে অ্যাকাউন্ট চালু করে দ্রুত সেলার পেমেন্ট দেওয়া, মার্চেন্টদের পেমেন্ট দেওয়ার ব্যবস্থা নেওয়া, গেটওয়ে থেকে নির্দিষ্ট সময় পর পর টাকা রিলিজ করা, ছোটো ছোটো উদ্যোক্তাদের কষ্টের টাকা আটকে রেখে ভবিষ্যতে দেশে উদ্যোক্তা তৈরির পথে বাধা তৈরি না করা, শিক্ষার্থী বান্ধব ই-কমার্স আলাদীনের প্রদীপে স্টুডেন্ট উদ্যোক্তাদের কষ্টের বিনিয়োগ যত দ্রুত সম্ভব বাণিজ্য মন্ত্রণালয় বা বাংলাদেশ ব্যাংককে ফেরত দেওয়ার কার্যক্রম শুরুর নির্দেশ দেওয়া এবং প্রয়োজনে আলাদীনকে প্রশাসনের বিশেষ নজরে রেখে সেলার পেমেন্ট এবং কাস্টমারদের দেওয়া টাকা ফিরিয়ে দেওয়া।

Please Share This Post in Your Social Media

ই-কমার্স প্রতিষ্ঠান আলাদীনের প্রদীপের মার্চেন্ট ও গ্রাহকদের টাকা ফেরতের দাবিতে মানববন্ধন

Update Time : ১০:৩৩:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৯ ডিসেম্বর ২০২১

ঢাবি প্রতিনিধি:

আলাদীনের প্রদীপের মার্চেন্ট ও গ্রাহকদের টাকা ফেরতের দাবিতে মানববন্ধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভুক্তভোগীরা।আলাদীনের প্রদীপ একটি ই-কমার্স প্রতিষ্ঠান।

আজ রোববার (১৯ ডিসেম্বর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজু ভাস্কর্যের পাদদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এ মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনকারীরা বলেন, প্রধানমন্ত্রী তরুণদের চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার জন্য পরামর্শ দিয়েছেন। আমরাও সে লক্ষ্যে কাজ করছিলাম। স্বল্প পুঁজি নিয়ে ব্যবসা শুরু করেছিলাম। সেই স্বপ্ন আজ আমাদের ধুলিস্মাৎ। তিন মাসেরও বেশি সময় ধরে আমাদের পুঁজি আটকানো। এরই মধ্যে ‘এসকো’ সার্ভিস সিস্টেমে আটকে থাকা টাকা গ্রাহকদের ফিরিয়ে দেওয়ার জন্য বাংলাদেশ ব্যাংক নোটিশ দিয়েছে। তবে ফ্রিজ থাকা ব্যাংক অ্যাকাউন্ট চালু করা নিয়ে এখনো কোনো নির্দেশনা আসেনি।

ভুক্তভোগী এক শিক্ষার্থী বলেন, তিন মাসেরও বেশি সময় ধরে বিভিন্ন সংস্থার তদন্ত চলমান। তদন্তে যদি আলাদীনের প্রদীপের কোনো সমস্যা না পাওয়া যায় তাহলে যথাযথ নজরদারিতে রেখে কর্তৃপক্ষকে দ্রুত তাদের অ্যাকাউন্ট চালু করে দেওয়ার দাবি জানাই।

মানববন্ধনে তারা ৮ দফা দাবি জানান। এর মধ্যে রয়েছে অ্যাকাউন্ট চালু করে দ্রুত সেলার পেমেন্ট দেওয়া, মার্চেন্টদের পেমেন্ট দেওয়ার ব্যবস্থা নেওয়া, গেটওয়ে থেকে নির্দিষ্ট সময় পর পর টাকা রিলিজ করা, ছোটো ছোটো উদ্যোক্তাদের কষ্টের টাকা আটকে রেখে ভবিষ্যতে দেশে উদ্যোক্তা তৈরির পথে বাধা তৈরি না করা, শিক্ষার্থী বান্ধব ই-কমার্স আলাদীনের প্রদীপে স্টুডেন্ট উদ্যোক্তাদের কষ্টের বিনিয়োগ যত দ্রুত সম্ভব বাণিজ্য মন্ত্রণালয় বা বাংলাদেশ ব্যাংককে ফেরত দেওয়ার কার্যক্রম শুরুর নির্দেশ দেওয়া এবং প্রয়োজনে আলাদীনকে প্রশাসনের বিশেষ নজরে রেখে সেলার পেমেন্ট এবং কাস্টমারদের দেওয়া টাকা ফিরিয়ে দেওয়া।